নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

কী দিলাম তোমায় বসুধা?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪


কৃপন আমি কী দিলাম তোমায় বসুধা?
করিলাম যা,হল তা সব বৃথা।
সুকান্ত,রবি,নজরুল তোমায় দিয়েছে অনেক,
আমার হৃদয়ে বুঝি মারা আছে পেরেক।
স্বার্থপর আমি কী দিলাম তোমায়?
পারিনি দিতে কিছু,বরং রেখেছি অবহেলায়।
তোমায় আর কী দিব বসুধা আমার শেষ বেলায়?
তবুও আশার আলো ভেসে বেড়ায় নতুণ ভেলায়।
বসুধা আমি যথেষ্ট ধৈর্য ধরেছি,
আরো ধৈর্য ধরতে চাই।
তবুও বসুধা আমি তোমায় কিছু একটা দিয়ে যেতে চাই।
বসূধা দীর্ঘ একুশ বছরে পারিলাম না দিতে কিছু,
তাইতো বসুধা আমাকে আমার কাছে লাগে বড় নিঁচু।
তোমায় অনেক কিছু দেওয়ার আছে আমার আশা,
বসুধা তুমিই আমার সর্বশ্রেষ্ঠ ভালবাসা।
যদি বসুধা কিছু না দিতে পারি তোমায় আমি,
তাহলে ক্ষমীয় বসুধা আমায় তুমি।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান কি পাত্রী খুঁজেন না পাত্র?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

মো: নিজাম গাজী বলেছেন: উপযুক্ত পাত্রীর সন্ধানে প্রিয় ভাইজান :) ধন্যবাদ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজাম ভাই
দিনে দিনে আপনার কবিতার
হাত পাকছে!! শুভেচ্ছা!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

মো: নিজাম গাজী বলেছেন: তাই নাকি? ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

আকিব হাসান জাভেদ বলেছেন: বসুধা নিরাশ হয় নি । কিছু একটা পেয়েছে বোধয় ।
বসুধা আপন করে রেখেছে আপনায় । আপনি একদিন জেগে উঠবেন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

মো: নিজাম গাজী বলেছেন: আপনার কথায় খুব অনুপ্রেরণা পেলাম প্রিয় লেখক। অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বসুধাকে কিছু দেওয়ার আরও সময় আছে মনে হয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

মো: নিজাম গাজী বলেছেন: মনে হয়। বয়স তো কমতেছে। ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: এখনও অনেক সময় আছে । আশা করি অনেক কিছু দিতে পারবেন বসুধাকে ।

কবিতা ভালো হয়েছে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

মো: নিজাম গাজী বলেছেন: দোয়া করবেন। আপনার কথায় খুব অনুপ্রেরণা পেলাম প্রিয় লেখিকা। অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ৈতয়ব খান বলেছেন: কী দিযেছি, দিইনি কী আর কী দেবো তা ভেবে ভেবে
অকারণে অনেক সময বৃথা যাবে নষ্ট হবে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

মো: নিজাম গাজী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

চাঙ্কু বলেছেন: বসুধা তালি পরে আপনারে আফসুসিত করে চলে গেছে?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

মো: নিজাম গাজী বলেছেন: চলেও যায়নি আর আমি অাফসুসিত ও হইনি। ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

নজসু বলেছেন: লেখা এবং ছবি দুটোই সুন্দর।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

মো: নিজাম গাজী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: এটা কি আপনার ছবি??

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

মো: নিজাম গাজী বলেছেন: জ্বি প্রিয় কবি এটা আমারই ছবি। ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.