নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

মানবপ্রেম

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬


মানবপ্রেম যুগের শ্রেষ্ট ইবাদত,
মানবপ্রেমহীনা মানব বজ্জাত ।
মানবপ্রেমই সুখ,
মানবপেমহীনা দুঃখ ।
আমি গীর্জা বুঝিনা,মন্দির বুঝিনা,বুঝিনা আমি কাবা,
এ ধরনীতে যেন প্রতিষ্ঠিত হয় মানবসেবা ।
ঘুচে যাক দুর্নীতি,মুছে যাক অত্যাচার,
এ ভুবনে প্রতিষ্ঠিত হোক মানবাধিকার ।
ধ্বংস হোক নিষ্ঠুরতা,তৈরি হোক এক ভালবাসার ফ্রেম,
এ পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক মানবপ্রেম ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

তারেক ফাহিম বলেছেন: মানবতার জয় হোক।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানবপ্রেমই সুখ,
মানবপেমহীনা দুঃখ ।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মানবতার জয়গান হোক, ব্যক্তি পূজা বন্ধ থাক

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.