নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার পূজো

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

পূজো এসেছেরে ভাই পূজো এসেছে,
এমন দিনে তোমায় পূজো মনে পরেছে।
ঢোলের ঐ বাজনা দিলে বাজে সুর,
পূজোরও পূজো তুমি বড়ই মধুর।।


পূজো এসেছেরে ভাই পূজো এসেছে,
এমন দিনে কেমন যেনো তোমায় ভালো লেগেছে।
পূজোর দিনে মনে পরে তোমায় ওরে খুব,
কেনো তুমি হয়ে আছো ওরে পূজো চুপ?


নাচোরে তুমি নাচো ওরে-
পূজো যতন করে,
তোমার নাচন দেখবো আমি প্রাণও ভরে।
অন্য লোকে মান্য করে পূজো করে ভগবানের,
আমি ওরে পূজো করি আমার জানের।
হে আমার জানের।।


পূজোর দিনে পরে মনে পূজো তোমায় অনেক,
তুমি মোর ভালোবাসা, তুমি মোর পূজোরই নেক।
ঢোলে যখন বারি পরে দিলে লাগে বারি,
কেমন করে বলো পূজো তোমায় আমি ছাড়ি?


পূজো এসেছেরে ভাই পূজো এসেছে,
এমন দিনে অধম তোমায় ভালোবেসেছে।
বুজো তুমি ওরে পূজো আমায় তুমি বুঝো,
তুমি মোর জীবন তরী, তুমি যে মোর ভালোবাসার পূজো।।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮

সনেট কবি বলেছেন: পড়লাম

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মো: নিজাম গাজী বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় সনেট কবি। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর। ভালো থাকুন।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

আখেনাটেন বলেছেন: কবিতা না গান এটা।

মনে হচ্ছে কাওয়ালীরও স্বাদ পেলুম। :P

যাহোক চিন্তাটা ভালো লাগল।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭

মো: নিজাম গাজী বলেছেন: এটা গান। বাট কাওয়ালী কি? অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর। ভালো থাকুন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালোবাসার পূজোর সাথে ছবিটি মানায় নি। আপনি আরো সুন্দর ছবি দিতে পারেন চাইলে জনাব।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮

মো: নিজাম গাজী বলেছেন: জনাবা আপনি একটি ফটো দিবেন প্লিজ। আর হ্যা আপনার ফেসবুক আইডিটা দেওয়া যাবে? অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় সনেট কবি। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর। ভালো থাকুন।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

মো: নিজাম গাজী বলেছেন: https://www.facebook.com/md.nizam.56808

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: আজ গভীর রাতে---
আকাশ মিশে যাবে আকাশের সাথে....

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫

মো: নিজাম গাজী বলেছেন: হুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর। ভালো থাকুন।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনি কার মন্তব্যের উত্তর কাকে দেন? B:-)

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭

মো: নিজাম গাজী বলেছেন: আমি ঠিকই মন্তব্য করেছি ম্যাম। আপনাকে ফেসবুকে রিকোয়েস্ট সেন্ট করেছি। পারলে একসেপ্ট করুন। ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বিজন রয় বলেছেন: বাহ!! পূজোর শুভেচ্ছা রইল অগ্রিম।

তা কেমন আছেন?

আমাকে কি মনে রেখেছেন??

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

মো: নিজাম গাজী বলেছেন: জ্বি আপনাকেও পূজোর অগ্রীম শুভেচ্ছা। জ্বি ভালো আছি। আপনি কেমন আছেন? হাহা আপনাকে কেনো মনে রাখবোনা বলুন প্রিয় লেখক। অনেক ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

৭| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভ কামনা শতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.