নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ও মাঝি ভাই

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩





(সখি)
ও মাঝি ভাই একটু থামাও উঠি তোমার নায়,
তোমার সনে বাইতে বাইতে যাবোরে ঐ গায়।
কথা হবে তোমার সনে নাওতে ওরে বসে।
মোর প্রানে বাজবে বীনা তোমার কথার রসে।।

(মাঝি)
আশায় আশায় ছিলাম আমি সখিগো তোমারও আশায়,
আইসা পরছো বন্ধু তুমি আমার ভালোবাসায়।
বৈঠা আমি ধরি যখন নিঠুর এই উজানে।
তোমার কথা পরে মনে আমারও প্রানে।।

(সখি)
জলদি কইরা উঠাও মোরে বাজান চইলা আইবো,
তোমার সনে কেমন কইরা প্রেমের কথা কইবো?
ও মাঝি ভাই হাতটা আমার ধরো তুমি শক্ত কইরা ওরে।
নাওতে উইঠা তোমার সনে গল্প করবো প্রানও ভরে।।

(মাঝি)
ওরে সখি আমার হাতে তোমার হাতটা জলদি কইরা দাও,
আমার মাথার গামছায় বইসা পরো,ছাড়বো এখন নাও।
সখিরে তুমি বীনে নিঃস আমি অধম এই মাঝি।
বিয়া করুম তোমায় আমি তোমার বাজান যদি থাকে রাজি।।

১১/১০/২০১৭
সাভার,ঢাকা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বৈঠা আমি ধরি যখন নিঠুর এই উজানে।
তোমার কথা পরে মনে আমারও প্রানে।।

................................................................................
জীবন ও জীবিকার টানে নিয়ত আমাদের চলাচল,
তার মাঝে অন্তরে প্রেমের টান,
কবিতায় ভাললাগা
................................................................................

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬

মো: নিজাম গাজী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২

বাকপ্রবাস বলেছেন: সব সখিরে পার করিতে নেব আনায় আনা
তোমার বেলায় নেব সখি ফেবুর পাসওয়ার্ড খানা।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮

মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা। আরে না আমি কেনো সখির ফেবুর পাসওয়ার্ড নেবো? বরং সখিরে আমার ফেবুর পসওয়ার্ড দেবো- ০১৮৩১৫৩৬১৫২ :)
ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫

এ.এস বাশার বলেছেন: বেশ তো....

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

খায়রুল আহসান বলেছেন: গানটা ভালই হয়েছে, তবে শেষের দুটো শব্দ "থাকেরে রাজী" এর বদলে থাকে রাজী করা যায় কিনা, ভেবে দেখতে পারেন।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০

মো: নিজাম গাজী বলেছেন: জ্বি আমি ইতিমধ্যে করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.