নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

কবি, সাহিত্যিক র্অথাৎ সৃজনশীল ব্যক্তিদের নিয়ে আমার গবেষণা, ভুল হতে পারে, তবে ভুল হলে তা আমি মানিনা।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮



সৃজনশীল বা ক্রীয়েটিভরা যে কখনও মিথ্যা পছন্দ করেনা, একথা মিথ্যা নয়। ক্রীয়েটিভদের সঙ্গে আপনি কখনও যুক্তিতে পারবেন না, যদি তাদের ভুলও হয়ে থাকে। আমি নিজে বলেছি যে কবি সাহিত্যিকগণ যা লিখে তাই সঠিক, ভুল হলেও সেটা সঠিক। তবে ক্রীয়েটিভরা যে স্বিদ্ধান্তহীনতায় ভূগে থাকেন সেটা তারা জানেন না, যারা ক্রীয়েটিভ নন। অবশ্য অনেকে বুঝতেই পারবেন না যে আসলে ক্রীয়েটিভ কি? মুলত যারা কারো সহায়তা ছাড়া নিজের মেধা দ্বারা নতুন কিছু সৃষ্টি করে বা তৈরি করে তারাই ক্রীয়েটিভ। এদের জ্ঞান স্রষ্টা প্রদত্ত। বিশেষ করে কবি সাহিত্যিকগণ সৃজনশীল বা ক্রীয়েটিভের সবচেয়ে বড় উদাহরণ। এরা মানুষকে জ্ঞান দেয় বাট সে অনুযায়ী সে চলেনা এবং কারো জ্ঞান কখনও গ্রহন ও করেনা। এদের মধ্যে যেমন ঝামেলা আছে ঠিক তেমনি আছে চরম মানবিকতা। এদের সঙ্গে আপনি কখনও পারবেন না। পৃথিবীতে যাদের চরিত্র সবচেয়ে বেশি তারা হলেন এরা। ইভেন এদের চরিত্র যে কত ধরণের তা এরা নিজেরাও জানেনা। তবে এরা এটা জানে যে এরা বেশ জ্ঞানী পাগল এবং এরা যেকোনো বিষয়ে খুবই সেনসেটিভ। তাই আপনি সাবধান। অবশ্য সাবধান হয়ে কোনো লাভ নাই। কারণ আপনি আজীবনেও এদেরকে বুঝতে পারবেন না। কখনও এরা ঈবলিস কখনও আবার ফেরেশতা, কখনও জ্ঞানী কখনও বোকা, কখনও সরল কখনও কঠোর। এদেরকে নিয়ে বিশ্লেষণ করে কেউ পারবে না। এরাও পারবেনা। স্রষ্টা জানেন সবকিছু। মূলত এরা খুব ভালো যদি তার নিয়মানুযায়ী আপনি চলেন। এদের সঙ্গে প্রেম, করতে আসলে আপনি তার মত হলে অনেক সুখি হতে পারবেন। বাট আপনি যদি তা মত না হন তাহলে জীবনে চরম এক গ্যাঁড়াকলে পরে যাবেন।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবি, সাহিত্যিক র্অথাৎ সৃজনশীল ব্যক্তিদের নিয়ে আমার গবেষণা
............................................................................................. গবেষণা এক পাতার বিষয় নয়, তাতে ভূল হবার সম্ভাবনা বেশী

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

মো: নিজাম গাজী বলেছেন: ভুল হবার কখনও সম্ভাবনা থাকেনা, বরং ভুল হবার আশঙ্কা থাকে। ধন্যবাদ প্রিয় লেখক।

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮

এখওয়ানআখী বলেছেন: আপনি কি কবি সাহিত্যিক নাকি কোনো কবি আপনাকে বাঁশ দিয়েছে?

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪

মো: নিজাম গাজী বলেছেন: ভাই এখানে বাঁশের কথা কেনো আসলো। আমি নিজেই যে একজন ক্রীয়েটিভ সেটা আপনার বুঝতে হবে। অবশ্য আপনি যদি ক্রীয়েটিভ না হন তাহলে বুঝতে পারবেন না। ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: নির্দিষ্ট ব্যক্তির ঘটনা নাম উল্লেখ করুন।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

মো: নিজাম গাজী বলেছেন: ভাই এই লেখাটি নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়। এটা সর্বজনীন। ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫

আকিব হাসান জাভেদ বলেছেন: আপনার ও ক্রিয়েটিভিটি আছে । সৃজনশীলতা লোভী থেকে সদয় মানবিকতা গোড়ে তুলে । সুন্দর কথা আবৃতি । ভালো লাগলো ।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

মো: নিজাম গাজী বলেছেন: আপনিই তাহলে আমার লেখাটি বুঝতে পেরেছেন কারণ আপনি ক্রীয়েটিভ। উপরের উনারা বুঝতে পারেনি, উনারা আন্দাজে ঢিল ছুড়ছে, কারণ উনারা ক্রীয়েটিভ বা কবি সাহিত্যিক নয়। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই কি ছ্যাকা খাইছেন নাকি আপনার প্রেমিকা নিয়া সেরকম একজন ভাগছে নাকি সেরকম ভুক্তভোগীর লগে ইটিশ পিটিশ করতেছেন?

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

মো: নিজাম গাজী বলেছেন: সেরকম কিছুনা। তবে আপনি যে এক চরম ক্রীয়েটিভি মাল সেটা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: সৃজনশীলরা সাধারণতঃ জাত্যাভিমানী হয়ে থাকে।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

মো: নিজাম গাজী বলেছেন: সঠিক বলেছেন। অনেক ধন্যবাদ প্রিয় লেখক। ভালো থাকুন।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আসলে প্রতিভা লুকিয়ে রাখা যায় না।

যাদের প্রতিভা আছে তারাই টিকে থাকবে।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১

মো: নিজাম গাজী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রতিভাবান ব্যক্তিদের জন্যই সমাজ!!!

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

মো: নিজাম গাজী বলেছেন: একেবারেই ঠিক বলেছেন। ধন্যবাদ প্রিয়া লেখিকা। শুভকামনা শতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.