নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশি নিয়ম ও বাস্তবতায় মোটরসাইকেল জব্দ : ১৫ দিনের আল্টিমেটাম।

১৭ ই মে, ২০১৫ রাত ১০:০২


সারা দেশে যারা নিবন্ধন
ছাড়াই অবৈধভাবে মোটরসাইকেল
চালাচ্ছেন তাদের ১৫ দিন সময়
বেঁধে দিয়েছে পুলিশ।
নিবন্ধনবিহীন মোটরসাইকেল
ধরতে আগামী ৩ জুন সারাদেশে
অভিযান শুরু হবে বলে পুলিশের
মহাপরিদর্শক একেএম শহীদুল হক
জানিয়েছেন।
রোববার এক সংবাদ সম্মেলনে
তিনি বলেন, “আগামী ১৫ দিনের
মধ্যে মোটরসাইকেল নিবন্ধনের
সময় দেয়া হল।”
তিনি জানান, পুলিশের অভিযান
শুরু হলে কেউ নিবন্ধনের কাগজ
দেখাতে না পারলেও
বিআরটিএতে নিবন্ধনের টাকা
জমা দেওয়ার রসিদ দেখালেও
চলবে।
“কিন্তু কোনো কাগজ দেখাতে
না পারলে সেই মোটরসাইকেল
পুলিশ নিজেদের হেফাজতে
নেবে। যতদিন না বাহক কাগজ
দেখাতে পারেন ততদিন বাহনটি
পুলিশের কাছে থাকবে"।
বিডিনিউজে নিউজটা যখন পড়লাম তখন মনে করলাম আহ নিয়মটা যদি সত্যি হত। অনেকে বলবে নিয়মতো সত্যই।কিন্তু সমস্যা হল সব যায়গায় বাস্তব না। গত চারদিন আগে আমার এক বন্ধু আমাকে বলল "দোস্ত আজ বাজারে এক অভিনব জিনিস দেখলাম। আমি আর মামুনে তো হাসতে হাসতে শেষ।
-কি দেখলি?
-ট্রাফিক হোন্ডা (মোটর সাইকেল) ধরে (অবৈধ গুলো), তো চার রাস্তার মোড়ে ধরে আর ছেড়ে দেয়, আর ওই হোন্ডাটা যাওয়ার সময় ট্রাফিকের কয়েক হাত পিছে একজন লোক দাড়িয়ে আছে যাকে দেখা যায় এমনিতেই দর্শক। ওই লোকের হাতে কিছু দিয়ে যায়"।
ঘটনাটা দেখে ওদের হাসি পাইলেও আমার কেন জানি খারাপ লাগছে। আমাদের জেলায় প্রায় ৪০% মোটরসাইকেলই অনিবন্ধিত। তারা যে ধরা পড়েনা এমন না।তারাও ধরা পড়ে তারপর কিছু কাগজের(যেখানে সংখ্যা লিখে থাকে) বিনিময়ে ছাড়া পেয়ে যায়।আর যারা টাকা দেয়না শুধু তাদেরটাই জব্দ হয়। এখন এই ১৫ দিনের আল্টিমেটাম টাও কি সে পথেই চলবে? জানি হয়ত সেই পথেই থাকবে। কিন্ত তবুও পরিবর্তনের আশায় বুক বাধি। আশা করি ঘুষখোর,দুর্নীতিবাজদের হাত থেকে মুক্তি পাব যেমনটা হয়েছি একাত্তরে। [সকল ট্রাফিক পুলিশরা খারাপ না।তারা আসলে অনেক পরিশ্রমী। কিন্তু কিছু ট্রাফিকের কারনে অনিয়ম টাও বেড়ে যায় এবং কি পুরা ডিপার্টমেন্ট বদনামের ভাগী হয়। ]
ফেসবুকে আমি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.