নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

গ্রাম্য চিত্র -পর্ব ১ : আমাদের বাড়ির ফলমূল। [ফটোব্লগ]

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫৬

আমরা গ্রামে থাকি, গ্রামের ফলমূল, শাকসবজি এর চিত্র গুলো খুব সুন্দর। তাই ইচ্ছে হইছে চিত্রবন্দি করে রাখছি। তাই এই সস্তা মোবাইল দিয়েই চেষ্টা করলাম।
১)আমার চাচার গাছের জাম্বুরা।



২) আমার ছোট গাছের অপক্ক মন্ডল। এখনো বড়ই হয়নি।



৩)পেয়ারা, এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:০৫

জুন বলেছেন: বাহ দেখেই লোভ হচ্ছে ভীষন । সুন্দর ছবি

২৬ শে মে, ২০১৫ সকাল ১০:১৯

এন জে শাওন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঠিকানা দেন দেখি পাঠানো যায় কিনা??

২| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:০৯

সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি।

মন্ডল'কে আমরা জামরুল বলি।

২৬ শে মে, ২০১৫ সকাল ১০:৩১

এন জে শাওন বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। আরো একবার ধন্যবাদ নতুন কিছু শেখানোর জন্য।

৩| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:১৯

দিশেহারা আমি বলেছেন: ছবিগুলো ঘোলা কিন্তু লোভনীয়।

সেদিন ভুলে মাল্টা কিনতে গিয়ে জাম্বুরা কিনে ফেলেছি। =p~
ছবিগুলো ঘোলা কিন্তু লোভনীয়।

সেদিন ভুলে মাল্টা কিনতে গিয়ে জাম্বুরা কিনে ফেলেছি। =p~

কে বলবে যে এটা জাম্বুরা B-)

২৬ শে মে, ২০১৫ সকাল ১০:২৯

এন জে শাওন বলেছেন: হুম।ছবিতেও তো বুঝা যায় না জাম্বুরা যে, অবশ্য জাম্বুরাও খুব মজাদার ফল।
মাত্র ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা এর মোবাইল দিয়ে তোলা তাই হয়ত এরকম।আবার আনাড়ি মানুষ ছবি তুলছিতো এই কারনেও হতে পারে। ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।

৪| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:২৯

রাঘব বোয়াল বলেছেন: আপনার দেশের বাড়ি কোন জেলায় ? জানতে পারি?

২৬ শে মে, ২০১৫ সকাল ১০:৩৪

এন জে শাওন বলেছেন: অবশ্যই জানতে পারেন। লক্ষ্মী
পুর জেলায় ই আমার নিবাস।

৫| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:৩৮

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: একটাও পাকে নাই। :| :-* পাকলে দাওয়াত দিয়েন। :P
দিশেহারা আমি বলেছেন: সেদিন ভুলে মাল্টা কিনতে গিয়ে জাম্বুরা কিনে ফেলেছি।
=p~ =p~ তাও ভাল ভাই, বেল তো কিনে আনেননি =p~ =p~

২৬ শে মে, ২০১৫ সকাল ১০:৪২

এন জে শাওন বলেছেন: ওকে ভাই দিব।
দিশেহারা ভাই বেল আনলে শরবত বানিয়ে খেতে পারত।এই গরমে বেলের শরবত খুব উপকারি।

৬| ২৬ শে মে, ২০১৫ সকাল ১১:১৮

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৫

এন জে শাওন বলেছেন: ধন্যবাদ আপনাকেও ছবিগুলো দেখার জন্য।

৭| ২৬ শে মে, ২০১৫ সকাল ১১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: তাইতো. জাম্বুরা নাকি মাল্টা, নাকি কমলা

২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৭

এন জে শাওন বলেছেন: আহহ! এই কষ্ট টা দিলেন।বাজারে গেলে এখন চোখ কান খোলা রাখতে হবে।

৮| ২৬ শে মে, ২০১৫ সকাল ১১:৩২

জেন রসি বলেছেন: বাহ!

চমৎকার!

২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:৫২

এন জে শাওন বলেছেন: ধন্যবাদ আপনাকেও, পাশে থেকে উতসাহ দেওয়ার জন্য।

৯| ২৬ শে মে, ২০১৫ সকাল ১১:৪৬

কলমের কালি শেষ বলেছেন: মনকড়া ছবি ব্লগ ।

২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

এন জে শাওন বলেছেন: ধন্যবাদ উতসাহ দেওয়ার জন্য।

১০| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:২৯

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

এন জে শাওন বলেছেন: আপনাকেও ধন্যবাদ পাশে থাকার জন্য।

১১| ২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

আবদুর রব শরীফ বলেছেন: বাহ! সুন্দর...অকৃত্রিম...

২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

এন জে শাওন বলেছেন: হুম।একদম ফরমালিন বিহীন।

১২| ২৬ শে মে, ২০১৫ রাত ৯:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার!!!!!! কয়েকদিন আগে আমিও দেশের বাড়ী গিয়েছিলাম আর এই একই কাহিনী করেছি :)
দেখতে পারেন। স্মৃতির এলবাম থেকে ----- ১ (ফটোব্লগ)

১৩| ২৬ শে মে, ২০১৫ রাত ৯:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: দেখতে পারেন বলে ভুল করলাম, আপনি ইতোমধ্যে দেখে ফেলেছেন!! =p~

১৪| ২৬ শে মে, ২০১৫ রাত ১১:০১

তুষার কাব্য বলেছেন: আহা ! দারুন সব ফলের ছবি ! চুপি চুপি বলি , আমিও আজকে এক বস্তা ফল নিয়ে আসছি একদম টাটকা ,ফ্রেশ গ্রামের বাড়ি থেকে :)

১৫| ২৭ শে মে, ২০১৫ রাত ১:৩০

সচেতনহ্যাপী বলেছেন: মন্ডল মানে জামরুল বা পানিফলও (আঞ্চলিক ভাষায়) বলে।। এখানে বাকীসব পাওয়া যায়।। যায় না শুধু এটাই।। সেই কবে খেয়েছি,মনেও করতে পারছি না।। ধন্যবাদ এতগুলি ফলের আস্বাদনের সুযোগ করে দেওয়ার জন্য (অবশ্যই মনে মনে)।।

১৬| ২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৩০

সাদা মনের মানুষ বলেছেন: জাম্বুরা, জামরুল, পেয়ারা, সবই সুন্দর, তবে ছবিগুলো আর একটু ছোট আকারে দিলে আরো বেশী ভালো লাগতো

১৭| ১১ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৬

এহসান সাবির বলেছেন: দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.