নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরবালক এর রোজনামচা

নগরবালক

উড়তে চাই, অনেক উপরে, ভোকাট্টা ঘুড়ীর মত, অনেক উপরে.।.।.।.।।

নগরবালক › বিস্তারিত পোস্টঃ

হরতাল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ২:০০

1

গাড়িটা নিয়ে বের হওয়ার আজকে কোন ইচ্ছাই ছিলো না তবারক মিয়ার, দেশের যে অবস্থা, কালকেও মালিকের একটা গাড়ি পুড়িয়েছে গনতন্ত্রের সইনিকেরা। কিন্তু পেট গনতন্ত্র বোঝেনা, তার 2 টা ছোট ছোট ছেলে মেয়ে ও বউ এর পেটের জন্যই গাড়িটা নিয়ে রাস্তায় নামে ড্রাইভার তবারক মিয়া আর সাথে তার হেল্পার সদরুল। তাছাড়া হরতালের দিনে ভাড়া একটু বেশীই পাওয়া যায়।

2

আজকে টিউশনি তে যেতে ইচ্ছা করছিলো না শাহেদের, রাস্তাঘাট এর যা অবস্থা। কিন্তুছ

াত্রের অভিভাবক এই পরিমানে খাঢ়ুষ, মাসে দুই দিন ফাকি দিলে সেই দুই দিনের টাকা কেটে রাখে। ঘর থেকে বের হয়ে আধা ঘন্টা দাড়িয়ে বাসে উঠলো শাহেদ।

সেই বাসে আরো ছিলো একজন বাবা, একজন বোন, একজন নূতন মা, যার বাচ্চার বয়স মাত্র 3 মাস। আরো অনেক চেনা অচেনা মানুষ।

3

রাস্তার পাশে লাঠি হাতে দাড়িয়ে ছিলো গনতন্ত্রের অতন্দ্র প্রহরী শুভ, মনে মনে হিসাব কসছিলো শুভ,বাসে আগুন 5000,cng 1500. সেইসাথে এলাকার বড়ভাই এর সুনজর।

দূর থেকেই বাসটাকে দেখতে পেলো শুভ, 5000 টাকার লোভে চকচক করে উঠলো তার চোখ।

4

বড় রাস্তার মোড় টা পার হতেই ইয়া মাবুদ বলে ডেকে উঠলো তবারক মিয়া, সামনে লাঠি হাতে দাড়িয়ে আছে একদল গনতন্ত্রের অতন্দ্র প্রহরী, নিমেষের মধ্যেই গাড়িটা তে ধরে উঠলো আগুন।

উপসংহার

আচ্ছা মাননীয় মহোদয়গনেরা! মানুষের মাংস পোড়া এই গনতন্ত্রের কি খুব দরকার। প্রতিদিন এর খবরেরকাগজ খুললেই এধরনের কয়েকশ শাহেদ আর তবারক মিয়ার গল্প পাওয়া যায়। আপনাদের লজ্জা করা উচিত মাননীয় মহোদয় গন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.