নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরবালক এর রোজনামচা

নগরবালক

উড়তে চাই, অনেক উপরে, ভোকাট্টা ঘুড়ীর মত, অনেক উপরে.।.।.।.।।

নগরবালক › বিস্তারিত পোস্টঃ

বেলজিক গল্প ০০০১

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৪

বেলজিক গল্প ০০০১
রাস্তায় নিড ফর স্পীড খেলছিলো বাস ড্রাইভার আবুল আর মাজেদ। ভরপুর হাবিজাবি খেয়ে দুইজনেরই লারে লাপ্পা অবস্থা।
ক্লান্ত আমি শ্রান্ত আমি দুপুরের রোদে দিশা না পেয়ে রাস্তা পার হচ্ছিলাম। কপাল অত ভালো ছিলো না সেইদিন। দুই বাস যে পাশাপাশি আসছিলো টের পাইনি
দুই বাসের মাঝখানে চিপা পড়ে গেলাম।
আখের রসের মেশিন যেমন চিপে দিয়ে যায় আবুল আর মাজেদের বাস ও আমাকে সেই সিস্টেমে চিপা দিয়ে গেলো।
আমার চিপা খাওয়া শরীরের জন্ত্রনা সহ্য করতে না পেরে রূহ বের হবার জন্য এইদিক সেইদিক দৌড়াদৌড়ি করছিলো শরীরের ভেতর। শরীর কাপছিলো অনিয়ন্ত্রিত ভাবে।
আহারে কার না জানি বুকের মানিক,,,,,,,,,,,,,,,
বাস গুলারে ধর,,,,,,,,,,,,,,,,
দেইখা পার হয়নাই রাস্তা,,,,,,,
এইসব আরো হরেক রকম মন্তব্য আসছিলো চারপাশ থেকে। সবাই আমার দেহের চারপাশে দাড়িয়ে হিসেব করছিলো যে বাস ডাইভার কে আগে পেটাবে নাকি আমাকে হাসপাতালে নেবে আগে।
রক্তে ভেসে যাচ্ছিলো চারপাশ
এমন সময় ভীড় ঠেলে আসলো আজরাইল তার সাথে নূতন নিয়োগ প্রাপ্ত দুই এসিস্ট্যাণ্ট।
এইবার আমি যেনো একটু স্বস্তি পেলাম।
এই তাড়াতাড়ি কর অনেক গুলা কাজ বাকী আজকে।
ওস্তাদ পাপী বান্দা স্টাইলে জান কবজ করূম নাকি নেককার বান্দা স্টাইলে সানডে মানডে ক্লোজ করূম।
এ দাড়া দেখে নেই এর হিসাব কি বলে। হাতের ট্যাব টা গুতাইতে লাগলো আজরাইল, দুই সহযোগী জুল জুল করে তাকিয়ে আছে আজরাইলের হাতের ট্যাবের দিকে। এইরকম একটা ট্যাবের বহুদিনের শখ দুইজনের।
ঝামেলাতো একটা হয়ে গেছেরে ময়না, এর তো কোন হিসাবের খাতা নাই।
বলেন কি উস্তাদ এখন উপায়?তাড়াতাড়ি ব্যবস্থা নেন কতক্ষন পড়ে এম্বুলেন্স আসবো। তখন মেলা ঝামেলা।
এরই মধ্যে আমার মানিব্যাগ মোবাইল হাওয়া হয়ে গেলো। ফলে বাসায় খবর দেয়ার আর কোন উপায় থাকলো না।
উস্তাদ হেডঅফিসে জিগাইবেন কাহীনি কি?? এর হিসাবের খাতা কই???
কারোও কিছু করা লাগলো না, আমাকে হসপিটালে নেবার নাম করে তুলে নিয়ে গেলো কংকাল বেচক সগীর আর তার দল।
আজরাইল গং হাফ ছেড়ে বাচলো।
আর আমি শোভা বাড়াতে লাগলাম কোন এক রূপবতী মেডিকেল ছাত্রীর টেবিলের পাশের দেয়াল।
কখনোই তাকে বলা হবে না, মেয়ে তুমি অনেক সুন্দর।
আবার অন্যরকম ও হইতে পারে
আমি শোভা বাড়াইতে লাগলাম কোন এক ছাত্রের টেবিল। যে কিনা আমার ফিমার নিয়ে হরদম মাইর পিট করে বেড়ায়। আমার ডান হাত দিয়ে পিঠ চুলকায়।
হে ইশ্বর দুনিয়ায় এতো পেজকী লাগাইছো কেনো?????????

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

গেম চেঞ্জার বলেছেন: ফ্যান হইয়া গেসি!! #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.