নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরবালক এর রোজনামচা

নগরবালক

উড়তে চাই, অনেক উপরে, ভোকাট্টা ঘুড়ীর মত, অনেক উপরে.।.।.।.।।

নগরবালক › বিস্তারিত পোস্টঃ

বেলজিক গল্প ১০৭

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩২

ঝকঝকে ঝিকু জিন্স আর টিশার্ট পরিহিত শাহেদ গুলিস্তান থেকে কেনা কেলভিন ক্লেইন এর পারফিউম গায়ে মেখে যখন বাসা থেকে বের হল ঠিক তখনই উপর তলার ভদ্রলোক পিচিক করে একগাদা পেস্ট বারান্দা দিয়ে নিচে ফেললো
এক্টুর জন্য গায়ে পড়েনাই, মন টা বেশ খুশীই ছিলো তার যে কারনে আর উপরতলার ভদ্রলোকের গুস্টি আর উদ্ধার করলোনা শাহেদ। আজকে তার রূপার সাথে ডেটিং।
দেরি হয়ে যাচ্ছে দেখে একটা প্রচন্ড ভীড় বাসেই উঠে পড়লো শাহেদ । প্রচন্ড ভীড়, চাপাচাপির জায়গাতে দুই পা রাখারও জায়গা নাই। ত্রাহী নরক গুলজার পরিবেশ।
প্রচন্ড রকম ঠেলাঠেলি গুতা গুতি এবং একপ্রকার মারামারি করে শাহেদ যখন বাস থেকে নামলো তখনই সে টের পেলো ভীড়ের মধ্যে কেউ তার ঝকঝকে ঝিকু জিন্স খুলে ঢল ঢলে রঙ জ্বলে যাওয়া আকিজ লুঙ্গী পড়িয়ে দিয়ে গেছে।
ঢাকা শহরের পকেটমার গুলা যা হয়েছে না!!! আগে শুধু মানিব্যাগ চুরী করতো আর এখন কখন প্যান্ট খুলে লুঙ্গী পড়িয়ে দিয়ে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না।
লুঙ্গির একজায়গাতে বেশ বড় বড় করে লিখা রঙ পাকা, অথচ লুঙ্গী তে কোন রঙ নাই। আসল ব্যাপার হচ্ছে অই লিখার রঙ টা পাকা।
যাই হোক রুপা তো মানুষ শাহেদের সাথে প্রেম করবে, পোশাকের সাথে তো আর নয়, তাই শাহেদ বসে রইলো রুপার অপেক্ষায়।
আর ঝকঝকে ঝিকু জিন্স পরিহিত শুভ আর একটা ভীড় বাসে ঠেলাঠেলি করে উঠে গেলো নূতন শিকারের আশায়, অবশ্য উঠার সময় বাসের কন্ডাক্টরের মানি ব্যাগ নিজের পকেটে ভরতে ভূল করলো না সে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০

হাতুড়ে লেখক বলেছেন: হিন্দি একটা মুভিতে দেখেছিলাম, লুঙ্গি চেঞ্জ করে নিজেরটা পড়িয়ে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.