নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরবালক এর রোজনামচা

নগরবালক

উড়তে চাই, অনেক উপরে, ভোকাট্টা ঘুড়ীর মত, অনেক উপরে.।.।.।.।।

নগরবালক › বিস্তারিত পোস্টঃ

বেলজিক গল্প ৫৫৬৩ (বিজ্ঞানী অনিক ভাউএর মংগল যাত্রা)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬


আজকে পৃথিবীর অন্যতম খুশীর দিন। পৃথিবীর ইতিহাসে আজকের দিন সোনার অক্ষরে লিখা থাকবে।
কারন অনিক ভাউ কে ভুজুং ভাজুং দিয়ে মংগল গ্রহে পাঠিয়ে দেয়া হচ্ছে।
ভুজুং ভাজুং দেয়ার এই বিশেষ দায়িত্ব পালন করেছেন ওবামা, পুতিন, মার্কেল আর শুভ।
বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান অসামান্য, এমন সব অদ্ভুত জিনিষ তিনি আবিস্কার করেছিলেন,,,,,,,,,,,,,, বলা সম্ভব না বললে সবাই মিলে আমাকে মাইর দিতে পারে, কারন সেসব জিনিশের নাম কানে বা মুখে নিতেও মানুষ ভয় পায়।

একটা বলি, পিপড়ার দুধ। ওরেবাবারে!!!! এক একটা পিপড়া অস্ট্রেলিয়ান গরুর সমান বড়। তাই তিনি ক্লোনিং করে আবিস্কার করেছিলেন। এইগুলা ঝাক বেধে থাকে। গরুর মত মিস্টি দুধ দেয়, কিন্তু লাল পিপড়ার মত কামড়ায়। পিপড়ার মতই গর্তে বাস করে। পাপুয়া নিউগিনিতে এই গোপন প্রযেক্ট চালু করা হয়েছিলো। আজ পাপুয়া নিউগিনি জনশুন্য।

পাপুয়া নিউগিনির প্রায় সবারই পশ্চাতদেশ কামড়ে ছিড়ে ফেলেছিলো এই দুস্টু মিস্টি প্রানীটি। ( দ্বীপ দেশ বলে রক্ষা, নইলে খবর ছিলো)
তার আরো আবিস্কারের মধ্যে ছিলো উড়ন্ত ইদুর, ছাগল মাকরশা, গন্ধ মিসাইল, সোনা ল্যাদানো হাঁস আরো অনেক অনেক অনেক।

ল্যাজের অনেক উপকারীতা আছে তাই পৃথিবীর সবার পেছনে ল্যাজ গজাবার উপায় শীর্ষক গবেষনা নিয়ে জাতিসংঘে ভাষন দেবার পরেই, শুভ, মার্কেল, ওবামা আর পুতিন মিলে ঠিক করলো এরে দুনিয়া থেকে বিদায় না দিলে সবারই ল্যাজ গজিয়ে দেবে।
সুতরাং.............
সব টিভিতে সব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হচ্ছে এই দৃশ্য। সবাই খুব খুশী , আপদ বিদায় হচ্ছে।

go onick go, never come back এই স্লোগান দিচ্ছে সবাই।

অবশেষে ১০ ৯ ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১ বুমমমমম

হ্যালো আমি অনিক, ইউরেকা ইউরেকা , মংগলে শুধু পানি আর পানি, সেই সাথে বড় বড় ঢেউ। এর আগে সবাই বলেছে মংগলে মরূভূমি আর বালু। হা হা হা আমিই প্রথম মানব মংগলের।

খবরে প্রকাশ বিজ্ঞানী অনিকের স্পেস শাটল যান্ত্রিক ত্রুটির কারনে প্রশান্ত মহা সাগরে ক্রাশ করেছে। অনিক ভাউ এর কোন ক্ষতি হয় নাই, তিনি সুস্থ আছেন।

বি : দ্র : রাগে কস্টে হতাশায় অনেক পাবলিকই সেদিন রিমোট ছুড়ে টিভি ভেংগে ফেলেছিলো।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

হাতুড়ে লেখক বলেছেন: মোটামুটি লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.