নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরবালক এর রোজনামচা

নগরবালক

উড়তে চাই, অনেক উপরে, ভোকাট্টা ঘুড়ীর মত, অনেক উপরে.।.।.।.।।

নগরবালক › বিস্তারিত পোস্টঃ

বেলজিক গল্প ৬৭৮৫

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮



আদিগন্ত বিস্তৃত প্রান্তরে দাড়িয়ে আছি আমি, বহুদিনের ক্ষুধা আমার পেটে। হাজার লক্ষ্য যোজন দূরত্ব থেকে ছুটে আসছি আমি। আলো কখনই এই প্রান্তরের প্রান্ত স্পর্শ করতে পারেনা। এপারে শুধুই আধার। অন্ধকারের বসবাস।
আমি নির্বাসিত, আমার যন্ত্রনায় অতিসঠ হয়ে আধারের ওই কিলবিলে অশরীরিরা জানিয়ে দিয়েছে ওপারের ঠিকানা।
সেই থেকে আমি ছুটছি
হাগিন আর মুনিন আমার সহচর। কোন এক কালে তারা ওডিনের ছিল। ওই সব মহাকালের কথা।
হাগিন নিয়ে এল জলপাই গাছের একটি পাতা। বুঝলাম খুব কাছে চলে এসেছি আমি। সুতরাং,,,,,,,,,,,

প্রথম যে বাড়িটাতে আমি উকি দিলাম, দেখলাম বাবা নিয়ে এসেছে তার ছোট্ট খুকির জন্য লাল জামা। বাবার ভেতর ফুকে দিলাম আমার নিশ্বাস। কাল থেকে আর কখনই কাজে যেতে পারবেনা এই পুরুষ। ক্ষয়রোগ বাসা বাধুক তার ভেতর।
একটা হাসপাতাল, মৃত্যু কে দূরে সরিয়ে দিলাম সেখান থেকে। রোগী গুলো কস্ট পাক, বেঁচে থেকে শরীরে নিদারূন নরক যন্ত্রনা উপভোগ করুক।
বুড়ো বাবা মায়ের জোয়ান মর্দ একমাত্র ছেলে, দূর্ঘটনায় মরে গেল কোন কারন ছাড়া। শেষ বয়সে আশ্রয়হীন হয়ে বেচে থাকুক বুড়ো বুড়ি।
তরূনী, যার বিয়ে হবার কথা ছিল সেই প্রেমিক ছেলের সাথে তার গোপন অভিসারের সন্তান বেড়ে উঠুক পিতৃপরিচয় হীন।
যোদ্ধা, যার শহীদ হবার কথা ছিল, ফিরে আসুক কাঠের পা নিয়ে। মৃত্যুর সময় তার পরিচয় হোক মদ্যপ্য মাতাল বদমেজাজী।

হাগিন যাও উত্তরে, মুনিন তুমি যাও দক্ষিনে, বলো আমায় তাদের মনে কি অনেক আনন্দ????
জ্বি জনাব
হা হা হা হা
আনন্দ খেয়েই তো বেচে থাকি আমি
পেছনে ফেলে যাই কস্ট যন্ত্রনা আর হাহাকার

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১০

প্রথমকথা বলেছেন:

খুব সুন্দর অভিব্যক্তি আপনার, ভাল লাগল। বানানের প্রতি দৃষ্টি রাখুন। শুভ কামনা।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২০

হাতুড়ে লেখক বলেছেন: ভালো লেগেছে। শুভ কামনা।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১

আরণ্যক রাখাল বলেছেন: স্যাডিস্টিক।
পড়তে ভাল লেগেছে।
বানানগুলে ঠিক করে নিয়েন। কষ্ট* ইত্যাদি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.