নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরবালক এর রোজনামচা

নগরবালক

উড়তে চাই, অনেক উপরে, ভোকাট্টা ঘুড়ীর মত, অনেক উপরে.।.।.।.।।

নগরবালক › বিস্তারিত পোস্টঃ

বেলজিক গল্প ৬৯৭০

২৮ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:১১



জীবনে মাল খেয়েছি প্রচুর। কিন্তু আজ নিতাই ডোম যা খাওয়ালো তার তুলনা হয় না। ব্যাটারীর পুরোনো এসিডের সাথে কিসের যেনো পাঊডার, সাথে আধা ছটাক হোমিওপ্যাথিক আরক , সব একটা গ্লাসে ঢালার পরে বিজবিজে ফ্যানা সহ ধোয়া উঠে, ফু দিয়ে ফ্যানা সরিয়ে খেয়ে ফেলতে হয়। নিচের তলানী খাওয়া যায় না।
অবশ্য সবাইকে নিতাই এই অমৃত খেতে দেয় না। যারা নেশার জগতে ক্রমাগত অধ্যাবসায়ের ফলে সুউচ্চ স্তরে গিয়েছে তারাই এই মাল খেতে পারে।
নভীশ পাবলিক এই মাল খেলে চিরস্থায়ী পিনিক পেয়ে যেতে পারে। নিচের তলানী খেয়ে ফেললেও চিরস্থায়ী পিনিক হয়। মানে পিনিকের আনন্দে প্রানপাখি খাচা ছেড়ে বের হয়ে যায়।
এইরকম দু গ্লাস অমৃত খেয়ে রাস্তা সোজা করতে করতে বাড়ী যাচ্ছিলাম। শালারা রাস্তা এত আকাবাকা বানায়!!!!
এমন সময় লোক টা সামনে এল, কিলবিলে মাকরশার মত হাত, সবসময় সেগুলো অক্টোপাসের শুড়ের মত নড়ছে।
একিরে বাবা এর দেখি চোখ থেকে লালা পড়ছে, আর মুখ দিয়ে পানি!!!
বাবাজি রাস্তা ছেড়ে সরে দাড়াও, অনেক কস্টে সোজা করছি এই রাস্তা।
-- সোজা হয়ে দাড়া, তোকে কলা খাওয়াবো। বলেই একটা পাকা কলা যার অর্ধেক পচে গেছে পকেট থেকে বের করলো
- বাবাজী সোজা হবার মত অবস্থা নাই, রাস্তা বাকা আমিও বাকা। আর কলা খাবো না , যা খেয়েছি যথেস্ট, পেটে বুড বুড করছে।..............

নাহ এই নিয়ে এই সপ্তাহে ৩ জন, মাসে ১২ জন বেনানা সাইকোর হাতে মৃত্যু বরন করলো।
প্রতিটি ভিকটিম একইরকম ভাবে মৃত্যু বরন করেছে। প্রচুর পরিমানে কলা ভিকটিমের পেটে ঠেসে ঠেসে ভরা হয়েছে জোর করে, কলার চাপে প্রথমে পাকস্থলী ফেটে গেছে, তারপরেও কলা ভরা হয়েছে, যে কারনে পেট ও ফেটে গেছে। ফাটা পেট দিয়ে কলা রক্ত নাড়ীভূড়ি সব মাখা মাখি
পুলিশ কমিশনার রশীদ সাহেব তার চাকুরী জীবনে এমন বিভৎস মৃতদেহ দেখেনাই। আফসোস এই মাসেই তার ১২ টা দেখতে হয়েছে, মানে দুই দিনে প্রায় একটা।
এত কলা এই বেনানা সাইকো পায় কোথায়, সে বহনই করে কি ভাবে।
একটা দীর্ঘশ্বাস ফেলে রশীদ সাহেব ভাবলেন তার প্রিয় খাবার ছিল দুধ কলা দিয়ে ভাত। জীবনে আর এই ভদ্রলোক দুধ কলা দিয়ে ভাত খেতে পারবেন না। :(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৬

কালো আগন্তুক বলেছেন: কলা সাইকো....হাহাহা। মজার গল্প।

২| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

বিজন রয় বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন!

নিয়মিত লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.