নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরবালক এর রোজনামচা

নগরবালক

উড়তে চাই, অনেক উপরে, ভোকাট্টা ঘুড়ীর মত, অনেক উপরে.।.।.।.।।

নগরবালক › বিস্তারিত পোস্টঃ

বেলজিক কথামালা ৭

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

আমার এক বন্ধু ডিজিটাল ভোটার আইডি কার্ড করতে গিয়ে আংগুলের ছাপ নিয়ে মহা বিপদে পরেছে। তার নাকি হাত এতো ঘামায় যে কারনে তার আংগুলের ছাপ আসছে না। টানা ১৫ মিনিট সে ক্রমাগত চেস্টা করেছে।

ওয়েল, তখন আমার মাথায় আসলো যার আংগুল নাই সে কি দিবে???

মানুষের হাতের আংগুলের ছাপের মতই পায়ের আংগুলের ছাপও ইউনিক৷ রেটিনা স্ক্যানও সমান জনপ্রিয়।
যে মানুষের হাত পা নাই সে রেটিনা স্ক্যান দিতে পারে।
উন্নত বিশ্বে অনেক দেশে এখন এটিএম বুথে পিন কোডের বদলে রেটিনা স্ক্যান চলে।

এখন একটা মানুষের যদি হাত পা বা চোখ না থাকে সে কি দিবে??? পাঠকদের জানিয়ে রাখি হাত পায়ের ছাপ এবং রেটিনা ছাড়াও মানুষের জিহবার ছাপ কিন্তু ইউনিক।
ভবিষ্যতে বাংলাদেশে আরো উন্নত আরো ডিজিটাল আইডি কার্ড বানানোর জন্য যদি জিহবার ছাপ ও দেয়া লাগে তাহলেই মহা বিপদ। লাখো জনতা লাইন ধরে স্ক্যনারে জিহবা দিয়ে চাটা মেরে যাচ্ছে। জনৈক ব্যাক্তি স্ক্যানারে চাটা মেরে বললো হুহ শালা শুটকি খায়া আসছিল। ওয়াক থু!!!!

আগের কথায় ফেরত আসি একটা মানুষের হাত পা চোখ বা জিহবা নাই থাকতে পারে, অসম্ভব কিছু না। বিশেষ করে দেশে যে পরিমান রোড এক্সিডেন্ট হয়। তাহলে কি হতভাগ্য ব্যাক্তির ডিজিটাল আইডি কার্ড পাবার অধিকার নেই???

উত্তর হল অবশ্যই আছে। হাত পায়ের আংগুল জিহবা আর চোখের ছাপের মতই মানব সম্প্রদায়ের আর একটা ইউনিক ছাপ হলো রেকটামের ছাপ, সভ্য বাংলায় মলদ্বারের ছাপ, কথ্য বাংলায় পুটকি ছাপ।
সুতরাং ওই হতভাগ্য ব্যাক্তির পুটকি ছাপ নিয়ে ডিজিটাল কার্ড দেয়া যেতে পারে।

পরবর্তি সরকার এ ব্যপারে ব্যাবস্থা নেবেন বলে আমি আশা পোষন করি।

স্বপ্ন দেখি দেশের সকল জনগন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর সবার পেছনে স্ক্যানার ঢুকিয়ে সরকার পুটকি ছাপ আর জিহবা ছাপ নিচ্ছে।

এখন বিরোধী দল বলতেই পারে যে সরকার জনগনের পেছন মেরে দিচ্ছে। আবার সরকারী দল বলতেই পারে যে আমরা পেছন মেরে দিলেও তাদের দিয়েই চাটিয়ে পরিস্কার করে নিচ্ছি৷

নাহ ব্যাপার টা একটু কেমন যেনো হয়ে গেলো

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

সনেট কবি বলেছেন: বেশ

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪

কলাবাগান১ বলেছেন: অশিক্ষিত লোকের বেসামাল খিস্তিখেউড়...এসব কথাবার্তা রাস্তার পাসের টং দোকানে বসে ইভ টিজিং করা বখাটে ছেলেদের আড্ডায় ই বেশী মানায়..ব্লগে না

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

নগরবালক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগের পুলিশ কি আপনি??? নাকি ব্লগটা আপনি ইজারা নিয়েছেন

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

শামচুল হক বলেছেন: ভাবিষ্যতে এরকম হতেও পারে বিচিত্র কিছু না।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ক্লাসলেস কথাবার্তা X(

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

নগরবালক বলেছেন: ধন্যবাদ আপনাকে। স্কুল খুলে ফেলুন। ভর্তি হয়ে যাবো।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: হাহাহাহা ভবিশ্যত নিয়ে অগ্রিম বাস্তবতার চিন্তা।
এমনটা যেন না হয়!

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই মানুষের দাঁতের গঠনও ইউনিক। তার হিটসিগন্যাচারও ইউনিক। প্রশ্ন হলো যার হাত পা কিছুই নাই তেমন লোক সরকারের তত্বাবধানে থাকে তার ২৪ ঘন্টা নার্সিং এবং এসব করে দেয়ার জন্য আলাদা লোক থাকে এবং তাদের বেতন শুনলে আপনার মাথা খারাপও হতে পারে

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ লেখকবলেছেন: ধন্যবাদ আপনাকে(কলাবাগান১)
। ব্লগের পুলিশ কি আপনি??? নাকি ব্লগটা আপনি ইজারা নিয়েছেন


@লেখকবলেছেন: ধন্যবাদ আপনাকে। স্কুল খুলে ফেলুন। ভর্তি হয়ে যাবো।
হা হা হা... :):D
এমন প্রতিউত্তর দেখলে কি মেজাজ আর হট থাকে??


আমি পড়াশানোয় ডাব্বা। আমার স্কুলে ভর্তি হলে সব কয়টার ভাত বন্ধ হবে।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাইকো...

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: জেগে উঠুক বিশ্ববিবেক, প্রত্যেক মানুষ তার কথা বলার স্বাধীনতা পাক, মুক্তচিন্তার স্বাধীনতা পাক, মানুষে মানুষে জাতিগত বিবেধ দূর হোক, গড়ে উঠুক সাম্যের পৃথিবী এই কামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.