নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহ চারিদিকে,ভালোবাসা তোকে ঘিরে।

কিছু না।

নগর বালক

এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী

নগর বালক › বিস্তারিত পোস্টঃ

:-B :-B :-B :-B :-B :-B :-B :-B দুষ্টানুকাব্য

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮





ভালোবাসি বলে তোমায়

ঠাই দিলাম এই বুকে

কিন্তু তুমি আদালতে

মামলা দিলে ঠুকে।



নারী নির্যাতন,৪২০ আর

নতুন ধারা ও হলো যোগ

তোমার দেয়া কষ্ট নিয়ে

করছি এখন কারাভোগ।







ছাত্র হোক,ছাত্রী হোক

টিউশনি চাই দুটি

সপ্তাহে পরা তিনদিন আর

বাকিগুলো ছুটি।

পডাব বাংলা ইংলিশ

হিস্টি্ আর ম্যাথটা

দিতে হবে স্বাধীনতা

সাথে ওই বেতটা।

অংকে একটু কাচা হলে

নেবোনা সে রিস্ক

মাসের বেতন মাস শুরুতে

৩০০০টাকা ফিক্সড।

ছাত্র হলে খানিক ভালো

ছাত্রী হলে আরো

আমি কিন্তু মানুষ ভালো

ভিলিব করতে পারো ।





তুমি আমি -২



হয়তো শেষবারের মতো

দেখলাম তাকে-লাগছিলো বেশ

ঠিক তখনি মনে হলো

এইতো,এই বুঝি শেষ।

মুখে তার হাসি ছিলো

বলছিলো চোখ ভিন্ন কথা

এদিক ওদিক সবদিকে শুধু

আমায় দেখার ব্যাকুলতা।

কিছুই বলিনি,শুধু বললাম

"খোদা হাফেজ,আসি"

মুখ ফোটে তবু হয়নি বলা

"তোমাকেই ভালোবাসি"









বাড়বে যতই-

তোমার আমার দুরত্ব

বুঝবে ততই-

এই প্রেমিকের গুরত্ব।



প্রেম-

নাটাইবিহীন ঘুড়ি,

এসো-

দু'জন মিলে উড়ি।







প্রেমহীন একা সে,

মুখ তাই ফ্যাকাসে।



ভেবে দেখ একবার

আমি ছাড়া তুমি কার।







হৃদয় তোমার দুর্বোধ্য এক ধাধা

হাজার চেষ্টা বিফল গেলো

বুঝলাম আমি গাধা।



আমার তরে দু'ফোটা জল

চোখের কোণে রাখিস,

অলস প্রহর নষ্ট সময়

আমার কথাই ভাবিস।





কাটা সবি থাকুক গাছে

ফুলগুলো সব তোমার হোক,

আজকে শুধুই বাসো ভালো

যতই থাকুক অভিযোগ।





মেঘবালিকা



মেঘবালিকা তোমার দু'ঠোট

লাজুক লাল

মেঘবালিকা আমার মনে

এখন ঘোর বর্ষাকাল।

মেঘবালিকা তোমার কানে

ফোটে রঙ্গিন কর্নদুল

মেঘবালিকা আমার চোখে

দেখি শুধুই সর্ষেফুল।



ফেইসবুক কাব্য



দেখে তুমি রাগলে ভীষন

ফ্রেন্ডলিস্ট ফেইসবুকে,

অন্য পথটি ধরলে ঠিকই

সব রিলেশান চুকে ।



ডেকে আনো কাজী-

রিলেশানশীপ স্টাটাসটা

পাল্টাবো আজি।



তাতে আমার কি যায় আসে?

নাইবা তুমি করলে কমেন্ট

আমার স্টাটাসে ।



শাহরিয়ার ভাই বদ লোক

আসো তাকে মারি poke ।



একবার শুধু accept করুক

friend করে নিক আমায়

পরে তার মন গলাবো

কে আর বলো থামায় ।



বসে বসে ভাবতে থাকি

কি লিখি NOTE এ

হাবিজাবি কি সব লিখি

ছড়া হয়না মোটে

ঠিক যখনি আইডিয়া পাই

মুখে হাসি ফোটে ।



ভয় করিনা বুলেট বোমা

vampire কিংবা ghost

আঁতকে উঠি যখন দেখি

পাওনাদারের wall post



পরিস্থিতি অনুযায়ী কাব্য



"out of sight does not mean out of mind"



out of sight

তাতে কি

তুই তো আছিস

mind এ



ধারের টাকা

শোধ দিয়ে যা

দেরীর জন্য

ফাইন দে ।



হারামী শালা

gf আমার

পড়ছিলো তোর ফান্দে



সব হারিয়ে

সেই বেচারি

মুখ লুকিয়ে কান্দে।







বন্ধু আমার,এমন দিনে

miss করছি তোকে

আমায় যদি miss না করিস

দেবো ভীষন বকে



নব্বই পরবর্তী ছড়া



হঠাত করে জেগে উঠি

আবার ঘুমিয়ে পরি

হঠাত করে বসতে শিখি

আবার সবাই মরি





হঠাত করে না বলে দেই

আবার বলি হা

যে পথটি কাটায় ভরা

সে পথে দেই পা





মাঝে আবার ঘুরে'ও দাড়ায়

হাতছানিতে হাতও বাড়াই

কিছু সময় খুব আশা পাই

বাকিটা হতাশাই .



দুষ্টানুকাব্য (আফসোস, কেহ কহিল না "পুলক, তোমার চোখ এত লাল কেন")



তোমার ফোনের অপেক্ষাতে

রাতে ঘুম হয়নি কাল

তবুও মেয়ে দেখলে নাতো

চোখ'দুটি যে বেজায় লাল ।



ভেংচি কেটে বললে ঠিকই

চটপটিটা ঝাল কেন

তবুও মেয়ে বললে নাতো

'' দু'চোখ তোমার লাল কেন ? "



শিরোনামহীন ছড়াগুলো



১ >

ভালবাসি বলেছি তাই

তোমার মুখে গোলাপী আভা

যা বলেছি

শুনেছে নাকি তোমার বাবা

২ >

তুমি চাইলে আমার জীবনটা নাও

তাতেও আমি রাজি

ফাসির মঞ্চেও দাড়িয়ে বলব

"তোমাকেই ভালবাসি "

৩ >

কাটা সবই থাকুক গাছে

ফুলগুলো সব তোমার হোক

আজকে শুধুই ভালোবাসো

যতই থাকুক অভিযোগ

৪ >

পথ হারিয়ে হাটছি একা

পৃথিবীর এক 'কোনে

কই গেলি সব বন্ধুরা আজ

পড়ছে তদের মনে .

৫ >

ক্লীয়পেত্রা ভেবে তাকে

হতে চাইলাম সিজার

police বেটা ধরে আমায়

বানালো eve-teaser

৬ >

এ আগুন কেমনে নেভাই

হৃদয় পুরাই পুড়ে ছাই

শালিক জোড়া ঘুরে ঠিকই

আমি ঘুরি একেলাই .



৭ >

বন্দর

কান ধর .

৮ >

আমার হৃদয় candle নয়

অল্পতে যা গলে

হৃদয় আমার অন্য কিছু

ভিজলেও তা জলে



১০ >

এমন ছেলে কোথায় পাবে

যেমনটা এই আমি

হীরার টুকরা ছেলে তো নই

হীরার চেয়েও দামী



চিরকুট



শুনে রাখুন সাহারা

বেডরুম নয়, দেশ পুরোটাই

দিতে হবে পাহারা ।

জানতে চাই আমি তুমি

জানতে চায় তাহারা

ছোট্ট শিশু মেঘ কেন আজ

বাবা এবং মা হারা ।



এস এম এস কাব্য ( পাঠিয়ে দিন প্রিয় কাউকে )



মেয়ে তুমি এমন করে

দূর থেকে আর তাকিয়ো না

তোমার আমার এই ব্যাবধান

পূরণ কর রাখিয়ো না



এই পোড়া মন শুধুই পুড়ে

তুমিও একা পুড়িয় না

বলুক লোকে মন্দ কথা

ওসব গায়ে মাখীয়ো না

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

সর্বহারা:৭১ বলেছেন: ভালো লিখেছেন।শুভ কামনা।প্রিয়তে।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

নগর বালক বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

হুমায়ুন তোরাব বলেছেন: sob ek bare khawai dilen j.
+++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

নগর বালক বলেছেন: ইচ্ছে হলো , সব এক সাথে দেই । তাই দিলাম । অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

পুলক, তোমার চোখ এত লাল কেন :( :#>

ভাল লেগেছে।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

নগর বালক বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

ফালতু বালক বলেছেন: বাড়বে যতই-
তোমার আমার দুরত্ব
বুঝবে ততই-
এই প্রেমিকের গুরত্ব।

ভালোই তো লিখেন।

ভালো লাগ্লো অনেক।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

নগর বালক বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.