নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহ চারিদিকে,ভালোবাসা তোকে ঘিরে।

কিছু না।

নগর বালক

এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী

নগর বালক › বিস্তারিত পোস্টঃ

গল্প

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯



বিকেল বেলায় শামসুন্নার হলের ঝুপড়ি ও তার আশেপাশের হতাশার মোড়, ভিসি হিল, রিসার্চ সেন্টার জায়গাগুলো প্রেমিক প্রেমিকাদের জন্য বরাদ্দ থাকে । কিছু বিশেষ প্রজাতির আঁতেলও

বসে আড্ডা মারে এসব জায়গায় । অনেকটা অনুরোধে রাইসমিল

গেলার অবস্থা নিয়ে হাসান

গিয়ে বসলো ঝুপড়ির এক কোনে ।



সুমি দেখা করবে বলো গোঁ ধরেছে । বাধ্য প্রেমিক হাসান বেশ আয়েশ করেই সিগারেট ধরালো । এখানে একা একা বসে সিগারেট

টানলে পাবলিক ভিন্ন চিন্তা করতে পারে । এই ঝুপড়িতে কেউ সাধারনত একা আসে না ।



মিনিট দশেক অপেক্ষার পর হাসান আবার সিগারেট ধরালো । "রুম

থেকে নেমে আসতে এতক্ষন লাগে । ধুর, বিরক্তিকর ।"



এর ফাঁকেই সুমি এলো । আজ সুমিকে অন্যরকম

লাগছে । শাড়ি পড়েছে ।

ঠোটে গাঢ় করে লিপস্টিক মেখেছে । কপালে লাল টিপ । আজ কি তবে বিশেষ কোন দিন ? জন্মদিন ! না, সেটাতো ১২ই সেপ্টেম্বর । তবে আজ কি ?



সুমি হাসানকে এভাবে সিগারেট হাতে দেখবে বলে আশা করেনি । ছেলেটার চেহারায় একটা বাচ্চা বাচ্চা ভাব আছে । তার হাতে সিগারেট একদমই মানায় না । তার ওপর সুমি এত যত্ন নিয়ে সাজগোজ করলো আর

হাসান অবাক নয়নে তাকে দ্বিতীয়বার দেখলো না । সুমি কিছুটা আশাহত । তবু আজ সে এমন কিছু

বলবে না যাতে ঝগড়া হতে পারে ।



খানিক চুপ থেকে স্মিত

হেসে সুমি বললো, এই তোমার প্রিয় রং কি ?

- কোন বিশেষ রং নাই । এটা তো সময় সময় বদলায় ।

- মানে কি ? একটা বিশেষ

রং থাকে না ? যেমন ধরো,

আকাশ যখন নীল হয়, তখন দেখতে কতো না ভালো লাগে ।



হাসান খেয়াল করলো সুমি আজ নীল রংয়ের শাড়ি পড়েছে । সুন্দরি মেয়েরা যখন কাওকে উদ্দেশ্য করে সাজগোজ করে তখন তাদের প্রসংশা করা সেই বিশেষ ব্যক্তিদের অবশ্যই কর্তব্যের পর্যায়ে পড়ে । হাসান খুব ভালো প্রশংসা করতে পারে না ।

হাসান বললো, এই ধরো তোমাকে গোলাপ দেব ভাবতেছি। তখন প্রিয়

রং লাল । আর যখন রাস্তায় সিগনালে পড়ি তখন কি লাল পছন্দ হবে ?

- ফাজলামো কর ?



মাথা নেড়ে হ্যাঁ সুচক জবাব দেয় হাসান ।এরপর দুজনেরই হাসি ।



সুমি বেশ আহ্লাদ করেই

কথা বলে । প্রেমে পড়লে মেয়েরা একটু বেশীই

আহ্লাদী হয়ে যায় । এই

কথা সেই কথা, কথা বলেই চলছে সুমি ।

হাসানের অস্বস্তি বেড়েই

চলছে । আজ কি তবে কোন বিশেষ দিন ?



বেচারী সুমি ! কত শখ

করে শাড়ি পড়েছে, সেজেছে এত যত্ন নিয়ে ।

সুমির কথা ভেবে বেশ কষ্ট হচ্ছে হাসানের । ধুর, কিছুই মনে থাকেনা ।



সুমি হয়তো ভেবেছে লাল

গোলাপ কিংবা কোন গিফট নিয়ে আসবো ?

আচ্ছা, রিকশায় ঘুরলে কেমন হয় । "সুমি, চল আজ রিকশায়ঘুরি" ।

বলার সাথে সাথে রাজী হয়ে গেল সুমি । এখন যেমন প্রেমিক প্রেমিকারা

পার্ক কিংবা ফুচকা চটপটির দোকানে ভিড়

করেনা, তেমনি তারা এখন

রিকশায়ও চড়েনা । সুমির

গানের গলা ভালো । রিকশায় বসে তাকে গান

করতে বললে কেমন হয় ?



আজ তার মুড ভালো ।

বললে হয়তো রাজী হয়ে যাবে । "সুমি, একটা গান শোনাবে ?"



হাসানের অস্বস্তির ব্যাপারটা সুমিও খেয়াল

করেছে । খানিক বোকা বোকা লাগছে হাসানকে ।

ছেলেটার মধ্যে তেমন কোন হিরোইজম নাই । চেহারাটাও বোকা বোকা । এখন ওর দিকে তাকিয়ে থাকতেই বেশ মায়া হচ্ছে সুমির । মনে হচ্ছে, ইস এমন করে যদি দুজন

পাশাপাশি বসে সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম !



সুমি গান ধরল-

"কেন মেঘ আসে হৃদয় আকাশে,

তোমারে দেখিতে দেয় না...

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা ?"



রিকশায় চড়ে দোলা স্মরনী হয়ে ল ফ্যাকাল্টির

সামনে দিয়ে ঘুরে আবার

হলের সামনে ফিরলো তারা । ঝুপড়ির কোনে একটা বেঞ্চিতে বসে সুমি বললো, গাধু ভুলে গেছ আজকের দিনের কথা ?



সাতপাঁচ না ভেবে হাসান

আলতো করে হাত রাখলো সুমির হাতে ।

অনেকটা শান্ত স্বরে বললো, দ্যাখো আমি অত কিছু জানিনা । অত

দিনক্ষন, অত আয়োজন । তুমি শুধু পাশে থেকো ।

তবে প্রতিটি দিন, প্রতিটি মুহুর্ত আমার কাছে বিশেষ দিন, বিশেষ

মুহুর্ত হয়ে থাকবে ।



হাসান তাকালো সুমির দিকে । সুমির চোখ ছলছল করছে । দুফোটা জল নিমেষেই গড়িয়ে পড়লো । শেষ বিকেলে কারো চোখে জল দেখতে ভালো লাগেনা । তবে এ

জল অন্য কিছু । ভালোবাসার পবিত্র আবেগ থেকে নিঃসৃত অশ্রুকনা পৃথিবীর পবিত্রতম জল।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯

এই সব দিন রাত্রি বলেছেন: ভালোবাসার পবিত্র আবেগ থেকে নিঃসৃত অশ্রুকনা পৃথিবীর পবিত্রতম জল।
ভালো লাগলো
++++

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

নগর বালক বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B

২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪

blogbug বলেছেন: গল্প ভাল লাগচে।পিলাচ লন।ভাইসাব মনে হয় সি ইউ এর

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

নগর বালক বলেছেন: জি ভাইসাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.