নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহ চারিদিকে,ভালোবাসা তোকে ঘিরে।

কিছু না।

নগর বালক

এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী

নগর বালক › বিস্তারিত পোস্টঃ

দুষ্টানুকাব্য

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০





তোমায় জানি আগাগোড়াই

জানতে তো চাই আরো

"জানতে চাইলে যখন খুশি

ফোনতো দিতে পারো"



ওকে তোমায় ফোনটা দেব

সন্ধ্যা বেলায় কাল

না নানা না সন্ধ্যা হলেই

দেখি আমি হিন্দি সিরিয়াল ।



ফোনটা তবে খোলাই রেখো

কলটা দেব রাতে

রাতের বেলা আমি আপু

ঘুমাই একি খাটে ।



তাইলে বলো কি আর করা

রইলো বিকেল বাকি

বিকেল বেলায় কল দিওনা

মায়ের সাথে থাকি ।



কখন বলো কথা হবে

কলটা দেব কবে

যখন আমার সাথে কথা

বলতে ইচ্ছে হবে ।







"প্রেমিকাকে হ্যাঁ বলুন"



মতের সাথে মিল না হলেও

বলতে হবে "হ্যাঁ"

যখন যেটাই যেমন খুশি

বলুক প্রেমিকা ।



আপনি যদি "ইয়েস" ভাবেন

উনি ভাবেন "নো"

তারপরেও মাথা নেড়ে

বলতে হবে "ও" ।



গল্পহাসির না হোক তবু

ঠোট চেপে দিন হাসি

ইলোজিক্যাল কথার পর

চাপতে হবে কাশি ।



যখন ভাবেন আর পারি না

বাঁচি হাফটা ছেড়ে

তখনও তাকে বলুন "সঠিক"

খানিক মাথা নেড়ে ।



যেমন নামেই ডাকুন তারে

ময়না , টিয়া , তোতা

মনে রাখুন প্রেমিক মানেই

উত্‍কৃষ্ট এক শ্রোতা ।



feeling প্রেম না করে ভালোই আছি ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অনেক মজার!!! এত কিছু জানেন অথচ প্রেম করেন নাই ব্যাপারটা বুঝলাম না!!! :P

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮

নগর বালক বলেছেন: কোচরা খেলে না , খেলতে শেখায় !

ভালো থাকবেন

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-)

দারুন লাগলো।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮

নগর বালক বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B

ধন্যবাদ । ভালো থাকবেন ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

শাহেদ খান বলেছেন: ভাল লাগল, আপনার ছন্দ-ছড়া। আনন্দ নিয়ে গেলাম ! :)

শুভেচ্ছা !

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

নগর বালক বলেছেন: আনন্দ পাওয়াটাই আসল ব্যাপার । আনন্দে থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.