নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহ চারিদিকে,ভালোবাসা তোকে ঘিরে।

কিছু না।

নগর বালক

এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী

নগর বালক › বিস্তারিত পোস্টঃ

দুষ্টানুকাব্য

১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২



'দুরবালিকা - তোমার ইন্দিয় সব খোলা রেখো'



ছোট্ট একটা কথা ছিলো

চারটে মাত্র বর্ন

উটকো ভিড় আর কোলাহলে

সজাগ রেখো কর্ন ।



দুচোখ আমার চোখে রেখে

বুঝে নিও তার মানে

ভ তে শুরু শব্দটাকে

খুজিও অভিধানে ।



বর্ন গন্ধ সবই পাবে

শুধুই অনুভবে

কিন্তু খাঁটি স্বাধটা পেতে

আমায় ভাবতে হবে ।



তোমায় ভুলে থাকতে আমার

হয়তো ভীষন কষ্ট হবে

জমিয়ে রাখা গুচ্ছ গোলাপ

শুকিয়ে যাবে , নষ্ট হবে

গালভর্তি খোচা দাড়ি

বড় হয়ে স্পষ্ট হবে

তোমায় ঘিরে স্বপ্ন গুলো

ঠিকই পথভ্রষ্ট হবে

তোমায় ভুলে থাকার জন্য

অকারনেই ব্যস্ত হব

তারপরেও বাচতে হবে

এসব কিছুর শেষতো হবে

বেশতো হবে , বেশতো হবে

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

একজন আরমান বলেছেন:
অনেক দিন পর হে বালক !

কেমন আছেন?

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

নগর বালক বলেছেন: ভালো খারাপ মিলিয়ে ..............

কেমন আছেন ?

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

একজন আরমান বলেছেন:
এইতো ভাই। আছি কোন রকম। চলছে দিন কাল !

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

নগর বালক বলেছেন: ফেবুতে নক করতেছি ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

একজন আরমান বলেছেন:
পাইয়া গেছি :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.