নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহ চারিদিকে,ভালোবাসা তোকে ঘিরে।

কিছু না।

নগর বালক

এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী

নগর বালক › বিস্তারিত পোস্টঃ

হোয়াই ডু আই লাভ লোডশেডিং

২৪ শে মে, ২০১৪ দুপুর ২:২৪





আশায় আছি কারেন্ট যাবে

এইতো খানিক বাদে

কারেন্ট গেলেই জানলা মেয়ে

ঘুরতে আসে ছাদে ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: এক্সসেলেন্ট এগেইন!!!:)

২৫ শে মে, ২০১৪ রাত ৮:৪০

নগর বালক বলেছেন: আবার ধন্যবাদ ।

২| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১২

শায়মা বলেছেন: আইপি এস কি নেই কি ওদের
নেইকি চার্জার বাতি?
মেয়েটা কি এমনি আসে?
নাকি মাথায় দিয়ে ছাতি!!! :P

২৫ শে মে, ২০১৪ রাত ৮:৪৫

নগর বালক বলেছেন: বালিকা বোধহয় লুকিয়ে দেখে
জানালা ফর্দা ফাঁকে
একটু খানিক চোখাচোখির
আশাতো তার থাকে !

৩| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১৯

শায়মা বলেছেন: দুপুর বেলা কারেন্ট গেলে
বিফল তোমার হোপ
কাঠ ফাটা ঐ রোদের ভেতর
করবে না সে কোপ।

তার চে বরং ভালোই হবে
বিকেল সন্ধ্যা সাজে
লোডশেডিং এর ঘন্টা
শুধু তখন যদি বাজে।


ঝিরঝিরে ঐ সাঝের বাতাস
মনটা উড়ুউড়ু
মেয়ে ঘোরে ছাদের পরে
হৃদয় পুড়ুপুড়ু!!!!:)

২৫ শে মে, ২০১৪ রাত ৮:৪৮

নগর বালক বলেছেন: শেষ চারটা লাইন লাইক । আপনার মুখে ফুল চন্দন পড়ুক । ফেবুতে নক করতে চাইলে Click This Link

৪| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কবিতা তিনটিই ভাল লাগলো ।

ঝিরঝিরে ঐ সাঝের বাতাস
মনটা উড়ু উড়ু
সকল বাধা পেুরয়ে সখি
হোকনা প্রেমের শুরু।

বা বেশ বেশ :P

২৫ শে মে, ২০১৪ রাত ৮:৩৯

নগর বালক বলেছেন: সেলিম ভাই , হা হা হা হা হা হা । আপনার মন্তব্যের জবাবে লেখক বলেছেন , থ্যাংকু ।

৫| ২৭ শে জুন, ২০১৪ সকাল ৮:৪৫

রাগিব নিযাম বলেছেন: একি শুনি পোলার খায়েশ
প্রেম যে হবে করে খায়েশ

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৬

নগর বালক বলেছেন: হলো না , হলো না
আমি কি এমন লোক
আমার হলো না তাতে কি
তোমাদের হোক ।

হেলাল হাফিজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.