নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহ চারিদিকে,ভালোবাসা তোকে ঘিরে।

কিছু না।

নগর বালক

এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী

নগর বালক › বিস্তারিত পোস্টঃ

দুষ্টানুকাব্য

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩


মাস শুরু শেষ হয়
সপ্তা গুনে
হিসেবের খাতা ভরে
চাল ডাল নুনে।
প্রেমিকার হাতে হাত
হয় না তো রাখা
হলিডেতে কলেজ আর
কলিজা ফাকা।
ইদানিং আড্ডাতে
এশ সুস নেই
ক্যারিয়ার ক্যারিয়ার
সব কথাতেই।
টং এ বসে চা খেতে
প্রেস্টিজে লাগে
ফিটফাট যন্ত্র
আমি মোটাদাগে।
টিশার্ট, ফতুয়া না
স্যুট টাই প্রিয়
কবিতারা,কবিটাকে
ক্ষমা করে দিও।



দুঃখ পেয়ে এই হৃদয়ে
একটা বিশাল ক্ষত হবে
পানিবিহীন মৃতপ্রায়
গভীর হ্রদের মত হবে
চোখের জলে জ্বলবে আরো
কান্না অবিরত হবে
জলের মাঝে ফুল ফুটবে
একটা দুইটা শত হবে।
কারও কারো মাথা ও মন
সত্যি অবনত হবে।



হুট করে অকারনে
মুখ ভার তোর
তাই বালকের আজ
রাত হয় ভোর।
অস্বস্তি কাব্য

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

আরণ্যক রাখাল বলেছেন: প্রথমটাই সবচেয়ে ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.