নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনতে পারিনি। চেনার চেষ্টায় আছি।

দুখু বাঙাল

মোর এক হাতে রবে সবুজ পতাকা এক হাতে কোরআন। বাংলাদেশি মুসলিম আমি বাঙালী মুসলমান।

দুখু বাঙাল › বিস্তারিত পোস্টঃ

আমার সন্ধ্যা

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

|আমার সন্ধ্য
__ জ্‌যৌতিন আলম

প্রতিটা সন্ধ্যা এসে একটা রাত নামায়
অন্ধকার চাদরে ডেকে দেয় ধানের মাঠ
পাখিদের ঘরে ফিরিয়ে দেয়
নিভিয়ে দেয় প্রদিপ রাজ।

প্রতিটা সন্ধ্যা এসে জ্বালিয়ে দেয়
সারা আকাশ জুড়ে তারার মশাল
বাজিয়ে দেয় ঝিঁ ঝিঁ পোকার সুর
স্নিগ্ধতা মেখে দেয় বাতাসে।

প্রতিটা সন্ধ্যা এসে দাঁড়ায়
আমার সামনে, কিছু বলবে বলে
পারেনা বলতে, কাঁপুনী দেয় তার
প্রথম পরশ কুমারীর মতো।

প্রতিটা সন্ধ্যা এসে প্রান্ত টানে দিনের
ধংশ করে আলোর রেখা
নিভু নিভু জ্বলে জোনাক পোকা।

প্রতিটা সন্ধ্যা এসে থামিয়ে দেয়
মেয়েটির চন্ঞল বিকেলের খেলা
তাকে যেতে বলে পুকুর ঘাটে
ধুলো মাখা হাত পা ধুতে।

প্রতিটা সন্ধ্যা এসে নামায় অন্ধকার
গরুর পাল নিয়ে ফেরে রাখাল
মাতাল সাজে সাজ করে নব বধু
ক্ষন পরে লজ্জ পাবে দরজা খুলতে।

সন্ধ্যারা এসে ঘুরায় মনের বাঁক
সে বাঁকে আমিও হারালাম
নিজেকে খুঁজতে বের হলাম
দেখা পেলাম তোমার।

তবে কি তুমি ই?
তুমি ই আমার সন্ধ্যা?

||||||||||||||||||||||||||||||

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

মাধব বলেছেন: এই জীবনে কেউ সন্ধ্যা হতে পারে নি।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

দুখু বাঙাল বলেছেন: হয়তো বুঝে নিতে পারেন নি। সন্ধ্যা হওয়ার জন্য হয়তো কেউ অপেক্ষায় ছিল......

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫

দুখু বাঙাল বলেছেন: ধন্যবাদ জনাব.......

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

গেম চেঞ্জার বলেছেন: কবিতার মূলভাবটি বের করতে পারলাম নাহ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪১

দুখু বাঙাল বলেছেন: সন্ধ্যাকে ছুঁয়ে দেওয়ার অপচেষ্টা চলছে লাইন গুলো তে..

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.