নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনতে পারিনি। চেনার চেষ্টায় আছি।

দুখু বাঙাল

মোর এক হাতে রবে সবুজ পতাকা এক হাতে কোরআন। বাংলাদেশি মুসলিম আমি বাঙালী মুসলমান।

দুখু বাঙাল › বিস্তারিত পোস্টঃ

||মানবতার কান্না মুসলিম দেশে দেশে........ :-(

১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৪

দুই বছর আগে রমজানে সোমালিয়া থেকে প্রশ্ন এসেছিল। আমাদের যদি সেহরী বা ইফতারে খাবার জন্য কোন কিছু না থাকে তবে কি আমাদের রোজা হবে???


গত রমজানে ফিলিস্তিন থেকে প্রশ্ন এসেছিল।
আমি মোহাম্মদ! গাজা থেকে বলছি, আমার বয়স হচ্ছে ১১। শায়েখ! মিসাইলের বিস্ফোরনের কারনে আমার মুখের ভিতর ঢুকে যাওয়া ময়লা এবং পাথরের কারনে আমার রোজা কি ভেঙ্গে যাবে?


এই রমজানে সিরিয়া থেকে প্রশ্ন এলো। কেমিক্যাল অস্ত্রের বিস্ফোরণে কি রোজা ভেঙ্গে যাবে?
______________
প্রজন্ম তুমি ঘুমাও শান্তিতে, এরা তোমার কেউ না! প্রজন্ম তুমি
ক্রিকেটে বিশ্ব জয়ের আনন্দে মাতো, এদের পরোয়া কর না। তুমি হারিয়ে যাও বন্ধু-আড্ডা-গানে, এরা হারাক রক্ত আর ধ্বংসস্তূপ এর নীচে!
প্রজন্ম, ভুলেও এদের ভাবনা মাথায় এনো না, এদের কথা মুখে এনো না। পাছে যদি কেউ তোমাকে জঙ্গি বলে ফেলে!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:২০

প্রথমকথা বলেছেন: ভাল লাগল পোস্ট

১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৩

দুখু বাঙাল বলেছেন: ধন্যবাদ বোন!

২| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:২১

বিজন রয় বলেছেন: নিজেকে এখনো চিনতে পারিনি।চেনার চেষ্টায় আছি।

ও কে।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪০

দুখু বাঙাল বলেছেন: 'মানুষ মৃত্যূর সামনে দাঁড়ালেই নিজেকে চিনে পেলে' আমার বিশ্বাস!

৩| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: গত রমজানে ফিলিস্তিন থেকে প্রশ্ন এসেছিল।
আমি মোহাম্মদ! গাজা থেকে বলছি, আমার বয়স হচ্ছে ১১। শায়েখ! মিসাইলের বিস্ফোরনের কারনে আমার মুখের ভিতর ঢুকে যাওয়া ময়লা এবং পাথরের কারনে আমার রোজা কি ভেঙ্গে যাবে?


এই রমজানে সিরিয়া থেকে প্রশ্ন এলো। কেমিক্যাল অস্ত্রের বিস্ফোরণে কি রোজা ভেঙ্গে যাবে?


ও আল্লাহ......!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.