নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনতে পারিনি। চেনার চেষ্টায় আছি।

দুখু বাঙাল

মোর এক হাতে রবে সবুজ পতাকা এক হাতে কোরআন। বাংলাদেশি মুসলিম আমি বাঙালী মুসলমান।

দুখু বাঙাল › বিস্তারিত পোস্টঃ

কিছুটা রম্য, তবে অসত্য বলতে পারবেন না।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

১৯৭১ এ ফেসবুক থাকলে কি হইতো? ভালো খারাপ অনেক কিছুই হইতো। দেখি তার কিছু কাল্পনিক নমুনা।

১. ২৫শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী বাংলার নিরিহ মানুষ উপর হামলা করছে। একটি লাইক = একটি থাপ্পর, একটি শেয়ার = একটি লাথি।

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা
দিয়েছেন। তার জন্য কয়টি লাইক??

৩. স্বাধীনতার ঘোষণা মেজর জিয়াউর রহমান দিয়েছেন, কিন্তু কিছু মিথ্যুক সেলিব্রেটি সেটা শেখ মুজিবের নামে প্রচার চালাচ্ছে। শুধু লাইক বেশি হলেই সত্য ঢেকে দেয়া যায় না...

৪. ফ্রেন্দ, আমি ফোর জি একতিভ গুবায়ের (জুবায়েরের টাক্লিশ ভার্সন) তোমারা সবার গানো (জানো) দেশে গুদ্ধ শুরু হয়েছে। গুদ্ধ শুধু অফলাইনে না অনলাইনেও করতে হবে তাই আমার অনেক একটিভ ফ্রেন্দ দরকার। সো প্লিজ এদ মেহ।

৫. এই যুদ্ধের ময়দানে এক ভাই নামাজ আদায় করছেন। সোবাহানাল্লাহ। তার জন্য কয়টা লাইক?

৬. উফফফ কিছু ভালো লাগেনা। দেশে যে কি গ্যাঞ্জাম শুড়ু হলো Frendzzz দেড় সাথে KFC তে হ্যাং আউট কড়তে পাড়ছিনা, বাহিড়ে কোথাও ঘুড়তে যেতে পাড়ছিনা, আমার বাবুটার সাথে মিট কড়তে পাড়ছি না... আড়
ভাল্লাগে না!!

৭. আপনারা যারা যুদ্ধে যেতে পারছেন না তারা চাইলে অনলাইনে বসেও যুদ্ধ করতে পারেন। আমাদের অস্র কেনার জন্য প্রচুর অর্থ দরকার। আপনারা নিচের ইভেন্টে যোগ দিয়ে বিকাশ নম্বরে অর্থ সাহায্য করেও যুদ্ধে পরোক্ষ ভাবে অংশগ্রহন করতে পারেন।

৮. নিচের এই লিং টা এক পাকিস্তানী মেজরের। সবাই
রিপোর্ট করুন। ফেসবুকে কোন পাকিস্তানির আইডি
রাখতে দেয়া যাবে না। (ততক্ষনে তার বাসার দড়জায় আরেক পাকিস্তানী মেজরে খট খটানি শুরু কইরা দিছে)

৯. আধুনিকতার এই যুগে সবার হাতেই একটা করে মোবাইল থাকা স্বাভাবিক। আবার দেশে যুদ্ধের কারনে অনেকের আয় ইনকাম বন্ধ। কিন্তু এই টাইমটা আপনি মোবাইল দিয়ে ঘরে বসেই দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারেন। আপনি শুধু নিচের লিঙ্কটিতে ঢুকুন।

ওখানে কাজগুলো যথাযথভাবে করলেই আপনি পাবেন ৫০০ টার ফ্লেক্সিলোড!

১০. মসজিদ নামাজ পড়ার জায়গা, আর দেখুন কিছু মানুষ মসজিদে আশ্রয় নিয়ে এটাকে বেডরুম বানায়া ফেলছে। মুসলিম হয়ে আরেক মুসলিম ভাই কে ভয় পাওয়ার তো কিছু নাই, ভয় পেলে আল্লাহকে পেতে হবে। সুতারাং এরা কেউ মুসলমান না, সব নাস্তেক। এদের পুশি চাই।

১১. যুদ্ধ নিয়ে একটা গল্পের প্লট মাথায় ঘুরছে, যে কোন সময় লিখে ফেলতে পারি। পর্ব আকারে প্রকাশ করা হবে। যে যে ট্যাগ পেতে চান কমেন্ট করুন।

১২. যশোরে কিছু মুক্তিযোদ্ধা ভাইয়ের জন্য প্রচুর রক্ত প্রয়োজন। A+, b+ O- … যোগাযোগের নম্বর ০১৯১***** (যদি ফেবুক থাকতো তাইলে ভালোর মধ্যে মনেহয় এই একটাই হইতো)

১৩. পাক হানাদার বাহিনির ভয়ে সবাই সব কিছু ফেলে পালাচ্ছে, কিন্তু একজন দেখেন তার গরুটি কে এই দূর্দিনে ফেলে না রেখে সাথে করে নিয়ে যাচ্ছে। তার জন্য একটি লাইক= একটি সেলুট!!

১৪. দেশে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এমন আরো লেটেস্ট নিউজ পেতে আমাদের “রেডিও যুদ্ধ” পেইজে লাইক করুন।

১৫. যে ৯টি গুন থাকলে আপনি ঘরে বসেই দেশ স্বাধীন করতে পারবেন তা জানতে ক্লিক করুন ‘প্রিয় যুদ্ধ ডট কম’ এ।

১৬. "ধর্ষনের জন্য মেয়েরা দায়ী, তারা হানাদার বাহিনীর সামনে দিয়ে এভাবে বেপর্দায় চলাফেলা করলে ধর্ষন তো হবেই"

১৭. আর সবচেয়ে বেশি যেটা থাকতো, "মুক্তিযোদ্ধাদের সাথে সেলফি"/"নিহত পাক সদস্যের লাশের পাশে সেলফি"/"

ট্যাংক এর কামানের আগায় বসে সেলফি "সেলফি ইন যুদ্ধের ময়দান উইথ ফরটি আদার্স পিপল ফিলিং এক্সাইটেড"

আসলেই ভাগ্যিস! তখন ফেসবুক ছিলো না।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

দেলোয়ার সুমন বলেছেন: আসলেই ভাগ্যিস! তখন ফেসবুক ছিলো না। থাকলে সত্যি এমনটাই হত

২| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-/ ব্যাপক গবেষণা

৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: দেশে গুদ্ধ শুরু হয়েছে। গুদ্ধ শুধু অফলাইনে না অনলাইনেও করতে হবে তাই আমার অনেক একটিভ ফ্রেন্দ দরকার। সো প্লিজ এদ মেহ।

হাহ হাহ হাহ হাহ হা! ভালো ছিলো!

৪| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৭

রবি কিরণ বলেছেন: ভালোই লিখেছেন।
হাসতে হাসতে শেষ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:৪০

প্রিন্স হেক্টর বলেছেন: আবাল টাইপের মানুষ সব যুগেই থাকে। ১৯৭১ সালেও ছিলো। ১৯৭১ সালে কিন্তু সকল বাংলাদেশী যুদ্ধে অংশ নেয় নাই।

ফেসবুকে এই ব্যাপার গুলো বেশি চোখে পড়ে মোবাইল অপারেটরদের দোষে। তারা ফ্রি ফেসবুক, আনলিমিটেড ফেসবুক টাইপের বিভিন্ন অফার দেয় আর ফেসবুক কেন্দ্রীক বিজ্ঞাপন বানায়। ফলে অশিক্ষিত বোকা সোকা আবাল সব ধরনের মানুষই এখন ফেসবুক ব্যাবহার করে। এদের কাছ থেকে কি আশা করেন?

বাংলাদেশীরা বীরের জাতি। হোক সেটা '৫২ '৭২ কিংবা অন্য কোন সময়। রক্ত ঝরাতে এ জাতি কার্পণ্য করবে না।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

বুক ওয়ার্ম বলেছেন:
হা হা হা

৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালটা একটু বেশী সেনসেটিভ, ওখানে রম্যের সুযোগ কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.