নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনতে পারিনি। চেনার চেষ্টায় আছি।

দুখু বাঙাল

মোর এক হাতে রবে সবুজ পতাকা এক হাতে কোরআন। বাংলাদেশি মুসলিম আমি বাঙালী মুসলমান।

দুখু বাঙাল › বিস্তারিত পোস্টঃ

|আজকের বিকেলটাকে ক্যামরায় ধারণ|

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩


কুমড়ো ফুলের কলি।



কুমড়ো ফুল।
নব যৌবনা।





বাড়ন্ত গাছের লতা।
কত করুন মাখা।
বেড়ে চলছে ব্যথার লাহান।




মাতাল ক্লিক।
ঢেউ আসছে, ফের যাচ্ছে।
ফের আসছে তোমার মতো।




চোখে সরষে ফুল দেখা। কিংবা একটি হলুদ ফুল।


ছুটছুটি। কার পা, আমিও জানি না। হঠাত এসেছে, তুলেছি।





একটি ইট ভাটা, একটি নিকটিন ছাড়ছে। আমিও তাকিয়ে থাকি, সিগারেটের কাজটা সেরে যায়।



জামের পাতা, লাজে রাঙা বধুর মতো।




খড়। শিল্পের গড়ন।



ধানের বীজ।
মাথা তুলবার খেলা।


এক মর্মান্তিক কারণে গ্রামে এসেছি গত বুধবার। কান্নায় কান্নায় কেটে গেছে দিন গুলো। আজ বিকেলে কিছুটা কাছে পেয়েছি নিজেকে। সেই থেকেই ছবিগীরী আরকি। কষ্টুটা ভুলে থাকার অহেতুক চেষ্টা।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি। সুন্দর বিকেল কাটিয়েছেন। + +

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

দুখু বাঙাল বলেছেন: ভালবাসা রইলো।

২| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: সুন্দর !

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

দুখু বাঙাল বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন ভালো লাগা রেখে গেলাম।

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

দুখু বাঙাল বলেছেন: কুড়িয়ে নিলাম।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

ধ্রুবক আলো বলেছেন: ছবিগুলো দারুন হইছে....

৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

কালীদাস বলেছেন: সুন্দর বিকাল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.