নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনতে পারিনি। চেনার চেষ্টায় আছি।

দুখু বাঙাল

মোর এক হাতে রবে সবুজ পতাকা এক হাতে কোরআন। বাংলাদেশি মুসলিম আমি বাঙালী মুসলমান।

দুখু বাঙাল › বিস্তারিত পোস্টঃ

কার খাবার ভাগাভাগি করছে কে......

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

আরব্য সাহিত্যিক আল-মানফালুতির জিকরা নামের ছোট গল্প পড়তেছিলাম বসে বসে। তখনই জানলাম "জেরুজালেমকে" ইসরাইলের রাজধানী ঘোষণার কাজটা করে ফেলা হয়েছে বেশ চতুরতার সাথে। ঘোষনাটা দিয়েছে এ গ্রহের সবচেয়ে মাতাল শাসক ডোনাল্ড ট্রাম্প। অবশ্য দুপুর থেকেই গুগল স্ট্রিটের মানচিত্রে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে দেখানো হয়ে গেছে।

আমাদের মত যারা দুই দশক বয়সের মুসলিম প্রেম লালন করা প্রজন্ম তাদের জন্য এ যাবতকালের সবচেয়ে দুঃখ ভরা জেনোসাইড হলো ফিলিস্তিনে ইসরাইল জেনোসাইড এবং আরাকানে মায়ানমার জেনোসাইড। আফগান, ইরাক, কাশ্মীর জেনোসাইড আর বাবরি মসজিদ শহীদ এবং গুজরাট দাঙ্গা আমাদের স্মৃতিকে নাড়া দিতে পারে কিন্তু এই দুই জেনোসাইড আমাদের জন্য চাক্ষুস ছিলো। ফিলিস্তিনের জন্য চোখের পানি ফেলেনি এমন মুসলিম খুজে পাওয়া যাওয়াটা মুশকিল হবে। ফিলিস্তিনের গাজা উপাত্যকা এবং জেরুজালেমের বালু বালু পর্যন্ত মুসলিম রক্তের স্বাদ পেয়েছে। তারপরও আমাদের রাজনৈতিক পরাজয়টা হলোই শেষ পর্যন্ত। রক্তের দায় শোধ হয়নি বিশ্বব্যাপী আমাদের রাজনৈতিক নতজানু নীতির কারনে।

জেরুজালেম কোন সাধারন নগরী নয়..

★ এই নগরীতে জড়িয়ে আছে মুসলমানদের শত শত বছরের ইতিহাস ঐতিহ্য আর গৌরবগাঁথা উপাখ্যাণ।
★ এই নগরী আমাদের মনে করিয়ে দেয় বীর সালাউদ্দিন আইয়ুবী এবং নুরুদ্দীন জঙ্গীর ক্রুসেড যুদ্ধ জয়ের ইতিহাস।
★ এই নগরীতে আমাদের প্রথম কেবলা "বায়তুল মোকাদ্দাস" অবস্থিত।
★ এই নগরী আমাদের জন্য অনেক পবিত্র এবং স্মৃতিধন্য নগরী।
★ এই নগরী থেকে যাত্রা করেই #আমার_নবী গিয়েছিলেন আল্লাহর সাক্ষাতে। পবিত্র কুরআনে যা বর্ণিত হয়েছে, "সুবহানাল্লাযি আসরা বিআ'বদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা....." আয়াতে কারীমার দ্বারা।

এই নগরী আমাদের.. এই নগরী আমাদের মুসলমানদের.. সুন্নি, শিয়া, হানাফী, শাফিয়ি, মালিকী, হাম্বলী আর সালাফি, হাদিসি সব দল মতের মুসলমানদের নগরী। এই নগরীতে ক্রুসেডার আর ইহুদীবাদীদের জবরদখল আমাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করবে। আমাদের কান্নার আকাশ ভারি করবে।

চোখের পানি আর তপ্ত রক্তের বিনিময়েও আমরা এই নগরী ছাড়তে রাজি নই.. আমরা এ জন্য #সালাদিন হতে পারবো, হতে পারবো বীর নুরুদ্দীন।

কিন্তু আফসোস আর দুঃখের পাল্লা ভারি করে তোলে কেবল এই সময়ে যে রাজনৈতিক একাত্বতা দরকার সেটা আমাদের নেই.. আমরা সারা বিশ্বজুড়ে কেবল রাজনীতিতেই পরাজিত। অর্থ, মানচিত্র আর সাহস হুংকার সবই আছে নেই কেবল বিশ্ব রাজনীতিতে আমাদের শক্ত নেতৃত্ব। নয়ত একটা উম্মাদ এসে এভাবে আমাদের কলিজা ছিড়ে নিয়ে যাবে আর সারা বিশ্বের মুসলিম দেশগুলো একটু বক্তৃতা বিবৃতি আর হুমকি ধামকি দিয়েই সব শেষ করবে এটা কেন হবে?? কেন সারা বিশ্বের সকল মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্র আর ইসরাইলের সাথে সব ধরনের কুটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না।

শুধু এই কেন-টা যদি সৃষ্টি না হতো আজকের বিশ্বে তবে চিত্রটা ভিন্নই হতো.. জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বিকৃতি দিতে যেই বিলের স্বাক্ষরিত কপি ট্রাম্প নামের মাতালটা চোখ মুখ কুচকে মিডিয়ার সামনে দেখিয়েছে সেটা দেখানোর প্রেক্ষাপট তৈরির আগে শত হাজারবার ভাবতে হতো তার। এতসব কিছু বাদ দিয়েও কেবল যদি সৌদি আরব ট্রাম্পের সাথে তার ব্যাক্তিগত ব্যাবসায়িক সম্পর্ক ছিন্ন করার কথাটা বলতো তবেই এই মাতালটা অর্ধেক ঠান্ডা হয়ে যেতো। কিন্তু দুর্ভাগ্যের সৌদি আরব শাসকগন তো ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাওয়া 'আল জাজিরা' বন্ধের জন্য কাতার অবরোধ দিতে পারে।

কবে মুক্ত হবে ফিলিস্তিন... জানে কি কেউ.?? করছেন কিছু আপনারা ফিলিস্তিনের জন্য.?? আল আকসার জন্য.??
এই প্রশ্নগুলোই রইলো বিশ্বে আমাদের শাসকদের প্রতি।

পরিশেষে,
লেখার শুরুতে আরবি ছোটগল্পটার কথা উল্যেখ করার কারন হলো ঐ গল্পটা ছিলো স্পেনের সাতশ বছরের মুসলিম শাসনামলের ইতিহাস পতন "স্বরণের" গল্প কত সুন্দর ভাবে মিলে গেলো আমার সময়ের সাথে :'( :'(

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

কাউয়ার জাত বলেছেন: +

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

শাহিন-৯৯ বলেছেন: আরব শাসকদের মেয়ে আর মদ দিলে সব ভুলে যায় এরা। কিছু ইমানদার শাসক এখনো আছে তবে তাঁরা খুবই অল্প সংখ্যায়।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাজিরাতুল আরব ফিরলেই মুসলিমদের বিজয় হবে।

ইসলামের প্রাণ মক্কা-মদীনার নিয়ন্ত্রন আজ সউদ নামে অপদার্থ, লম্পট, লেবাসধারী, ইহুদীর দালালদের হাতে।
আজ সময় এসেছ বিশ্ব মুসলিম দেশের প্রতিনিধিত্বে পবিত্র দুই শহরের নিয়ন্ত্রন নেবার।
নবীজির বিদায় হজ্বের ভাষনেও আরব অনারবের ব্যবধান ঘুচিয়ে তা্ওয়াক্কুল আর মুত্তাকিয়াতের উপর জোর দেয়া হয়েছে।
সব মুসলিম দেশ থেকে ৫-১০ জন প্রতিনিধি নিয়ে মক্কা-মদীনা দুই শহর পরিচালনার আলাদা করে কাউন্সিল করা একন সময়ের প্রয়োজন। আরবের রাজনৈতিক ক্ষমতাসীনদের বাইরে তারা পূর্ণ নিয়ন্ত্রন নিয়ে ইসলামের প্রাণকেন্দ্র পরিচালনা করবেন।

ইরানের ভুমিকা দেখার অপেক্ষায়।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহর গজব নাজিল হয় ধীর লয়ে,
ইসরাইলীদের অত্যাচার সীমা অতিক্রম
করলেই গজব নাজিল হবে। আল্লাহ সীমা
লঙ্ঘনকারীদের পছন্দ করেন না।
হে মুমিনগন, তোমরা হারাম কোরনা সে সব উৎকৃষ্ট বস্তু
যা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন।
আর সীমা লঙ্ঘন কোরনা।
নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘন
কারীদের পছন্দ করেন না।
(আল-মায়ীদা রুকু;-১২ আয়াত;-৮৭)

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

মাহিরাহি বলেছেন: মহান আল্লাহ চাহেন ত জীবদ্দশাতেই কিছু একটা দেখার আশায় আছি।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১

আল ইফরান বলেছেন: কে জানে হয়তো এই বিন্দু থেকেই পরিবর্তনের পটভুমি রচিত হয়ে গিয়েছে কিনা!

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

মরুসিংহ বলেছেন: সৌদি সরকারের ভুমিকা নিয়ে সাধারণ মুসলিমরা যারপরনাই হতাশ। আল্লাহই জানেন কোনদিন এরা ইসরাইলকে স্বীকৃতিও দিয়ে দেয়। যদিও এতে কিছু আসে যায় না।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত বিশাল ক্ষমতার অধিকারী আরব দেশগুলো থাকতেও প্যালেস্টাইনীদের ভাগ্য পরিবর্তন হলো না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.