নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য টাইগার্সদের আন্তরিক অভিনন্দন!

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭







দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানকে হারাবার অধরা স্বপ্ন পূর্ন করল বাংলাদেশ! যে স্বপ্ন পূর্ন হতে পারত ২০১২ অথবা ২০১৪ এর এশিয়া কাপে সেই স্বপ্ন থমকে গিয়েছিল কখনও ২ রানে অথবা কখনও ৩২৬ রানকেও অপর্যাপ্ত করে। কিন্তু ২০১৫ সালে এসে বিগত দিনের সকল পরাজয়, সকল হাহাকার যেন শক্তিতে রুপান্তর হয়ে ধরা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে। ব্যক্তি নির্ভরতা ঝেড়ে আত্মপ্রকাশ করেছে ‘টিম বাংলাদেশ’ হিসেবে। তারই ধারাবাহিকতায় অসাধারণ পেশাদারি মনোভাব প্রদর্শন করে পাকিস্তানকে পর পর দুই ম্যাচে প্রাধান্য বিস্তার করে পরাজিত করে সিরিজ জিতে নিল বাংলাদেশ। এই সিরিজ জয়ে লুকিয়ে আছে অতীতের অনেক হিসেব। বিশ্ববাসী জানল, বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যদাপূর্ন অবস্থানে অধিষ্ঠিত হয়েছে এবং আরো জানল বাংলাদেশ যে কোন দলকে এখন ঘোষনা দিয়েই হারানোর সামর্থ রাখে। সিরিজ বাংলাদেশ অনেকবারই জিতেছে। তবে এশিয়ার তিন পরাশক্তির বিপক্ষে এই প্রথম এল সিরিজ জয়। এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমেই অর্জিত হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইল ফলক।







সিরিজ নির্ধারনী এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে প্রথমেই ধাক্কা খায় পাকিস্থান। দেখে শুনে খেলতে থাকা পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যানের প্রতিরোধ ভাঙেন রুবেল হোসেন। তারপর শুরু হয় নিয়মিতভাবে উইকেট পতন। তবে মাঝখানে হারিস সোহেল, নাসিম ও ওয়াহাব মিলে ভালো প্রতিরোধ গড়ে তোলেন। তাদের রানের উপর ভর করে পাকিস্তান সংগ্রহ করে ২৩৯ রান।

২৪০ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ও সৌম্য সরকারের শুরুটা ছিল আত্মবিশ্বাসী। শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহর পর বাংলাদেশের পক্ষে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে দুই শতক করেন তামিম। দারুনভাবে দিলেন তার প্রতি সমালোচনার জবাব। অপর প্রান্তে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং এ আস্থার প্রতীক হয়ে উঠা মুসফিকুর রহিমও পূর্ন করেন অর্থ শতক।



বাংলাদেশ ক্রিকেট দলের এই ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য টাইগার্সদেরকে আমরা সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।



আলোকচিত্র কৃতজ্ঞতাঃ espncricinfo

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। এবার প্রস্তুত হও খুলনা-ওয়াশের জন্য।

২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২১

ইমরান আশফাক বলেছেন: 2 straight wins are creditable enough.
But wins by margin of 79 runs and 12 overs ?
A class apart

৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২১

আমিনুর রহমান বলেছেন:




অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম কে

৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সিরিজ জয়ের সাথে জ্বলজ্বল করছে তামিমের অনবদ্য দু’টি সেন্চুরি...

জয়তু টাইগারস!!!

৫| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪২

সাইলেন্ট পেইন বলেছেন: চমৎকার খেলেছে বাংলাদেশ।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন বাংলাদেশ টাইগার্সদের চমৎকার খেলা উপহার দেয়ায় জন্য ।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতিটি সদস্যকে জানাই অভিনন্দন।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন টাইগারস ।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২০

ডিজ৪০৩ বলেছেন: এত আনন্দ যারা দিল তাদেরকে শুধু ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই না , সাথে সাথে তাদের দীর্ঘায়ু কামনা করি ।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫২

প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।

১১| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৬

সৌরভ খাঁন বলেছেন: এক কথায় অসাধারণ! এই রকম ধারাবাহিকতা ধরে রাখলে আরো ভালো পজিশনে যাওয়া অসম্ভব না। Go ahead tigers....

১২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:১১

জেন রসি বলেছেন: পাকিদের বিরুদ্ধে জয়ের মজাই আলাদা :)

১৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩৩

এইস ম্যাকক্লাউড বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।
শেষ ম্যাচটাও মিরপুরেই হবে।
@ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

১৪| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৭

শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন টাইগার্স।
বাংলা ওয়াসের অপেক্ষায় আছি!!

১৫| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০২

জানা বলেছেন:

অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন টাইগাররা- আমাদের হীরের টুকরো ছেলেরা। জয় বাংলা......

১৬| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সেইরকম খেলছে । :) :)

১৭| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২১

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: কাঙ্খিত ফল। ধারাবাহিক রাখো। অভিনন্দন টাইগার্স।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১

কাবিল বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।

১৯| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭

আরিফ চঞ্চল বলেছেন: ভাল খেলুক আর খারাপই খেলুক আমি টিম এর সাথেই আছি আর থাকবও ইনশাহ আল্লাহ।।এগিয়ে যাও দেশের জোদ্ধারা.........আল্লাহ তোমাদের সহায় হোন।

২০| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অভিনন্দন টাইগারগণ ---- ধারাবাহিকতা বজায় রাখ --- দোয়া রইল

২১| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৬

মুদ্‌দাকির বলেছেন:

সাফল্য অব্যাহত থাকুক টাইগারস। !:#P !:#P !:#P !:#P !:#P

২২| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৩| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: জয়টা এখন অভ্যাসে পরিণত হয়েছে টিম বাংলাদেশের জন্য। অভিনন্দন টাইগারদের

২৪| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলের এই ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য টাইগার্সদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আশা করি বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। :) :) :)

২৫| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: অভিনন্দন টাইগারদদের।

২৬| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৪

কেএসরথি বলেছেন: সুপার লাইক!

আশা করি এই বিজয় রথ চলতেই থাকবে।

২৭| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: ক্রিকেটের তো তেমন খবর রাখি না। তবু আপনাকে অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.