নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকায় ব্লগাররা অসুবিধায়।

১০ ই মে, ২০১৬ বিকাল ৫:০৪



প্রিয় ব্লগার,
শুভেচ্ছা জানবেন। গত ৪ই মে, বুধবার, থেকে আমাদের ব্লগারদের একটা বড় অংশ সামহোয়্যার ইন ব্লগে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি জানিয়ে ব্লগার বন্ধুরা ফিডব্যাকে, ইমেইলে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা দ্রুততার সাথেই সমস্যাটি যাচাই করার জন্যে যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে আমাদের পক্ষ থেকে কোন সমস্যা পাইনি।

প্রাথমিক অনুসন্ধানে আমরা নিশ্চিত হই যে, এই সমস্যাটি সামহোয়্যারইন ব্লগের কোন নিজস্ব কারিগরী ত্রুটির কারনে হচ্ছে না। আমরা বিভিন্ন আইএসপির সাথে যোগাযোগ করে জানতে পারি, কয়েকটি আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগের প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেরটি কমিশন ) এর লিখিত নির্দেশ পত্রের পরিপ্রেক্ষিতে। যেসব, আইএসপি থেকে (পূর্ণ বা আংশিকভাবে) সামহোয়্যার ইন ব্লগ বন্ধ করা হয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি হলো:

১। বাংলালায়ন
২। কিউবি
৩। মাজেদা নেটওয়ার্ক
৪। অন্তরঙ্গ নেটওয়ার্ক
৫। কে. এস নেটওয়ার্ক
৬। লিংক-৩
৭। এক্সপ্রেস টেকনোলজিস
৮। ইন্টার ক্লাউড
৯। এঞ্জেল ড্রপস
১০। স্টার গেইট
১১। কোড এ্যারো
১২। ওয়ান স্টপ মিডিয়া
(হয়তো আরও অনেকে)

মোবাইল:
১। বাংলা লিংক
২। টেলিটক
৩। এয়ারটেল

এই ব্যাপারে বিস্তারিত জানার লক্ষ্যে আমরা বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরী ভিত্তিতে একটি ইমেইল করি। আমাদের প্ল্যাটফর্ম ব্লক করে দেয়ার আগে আমরা কোন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান থেকে কোন মেইল/চিঠি পাইনি। দু'দিন সাপ্তাহিক ছুটি সহ আরও একদিন কর্মদিবস চলে যাবার পরও বিটিআরসি'র কাচ থেকে কোন সাড়া না পেয়ে তাদের সংশ্লিষ্ট/দায়িত্বশীল কর্মকর্তার সাথে টেলিফোনে যোগাযোগ করে আমাদের মেইলের অন্তত একটি দায়িত্বশীল জবাব দেয়ার অনুরোধ করি। তাঁরা প্রাথমিকভাবে আমাদের জানান যে, এমনটি হবার কথা নয়/ কোনভাবে ভুলবোঝাবুঝি হতে পারে। তবে, এ ব্যাপারে তাঁরা খতিয়ে দেখবেন এবং সমাধানের চেষ্টায়ও আন্তরিক থাকবেন ।

আজকে তাঁরা আমাদের মেইলের জবাবে জানিয়েছেন যে, এই ব্যাপারটি তাঁরা গুরুত্ব সহকারে দেখছেন এবং আশা করছেন এই সমস্যাটির সমাধান হয়ে যাবে।

সামহোয়্যার ইন ব্লগটি ব্যাবহারে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের জন্যে দুঃখ প্রকাশ করছি। আমরা কেবল আশা করি, এই সমস্যাটি সাময়িক, দীর্ঘস্থায়ী নয়। আমরা দায়িত্বশীল বাক স্বাধীনতায় সর্বোচ্চ প্রচেষ্টাটি অব্যাহত রাখবো।

সকলের মঙ্গল হোক।

মন্তব্য ৯৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:১৫

জেন রসি বলেছেন: বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেরটি কমিশন) কোন যৌক্তিক কারন ছাড়া কেন এমনটা করবে? তারা কি সামুর কনটেন্টকে ক্ষতিকর কিছু মনে করছে? যদি করে থাকে তবে সেটার ব্যাখ্যা তাদের দেওয়া উচিৎ। বিভিন্ন উপায়ে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বেড়েই যাচ্ছে। এটা অশনী সংকেত।

২| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:২৩

সুরাইয়া বীথি বলেছেন: আমার নোটিফিকেশনে নম্বর শো করলেও ঐটাতে ক্লিক করলে জিরো দেখাচ্ছে,, আর আমি তো টেলিটক দিয়েই সামুতে আসছি !!

৩| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:২৩

সুরাইয়া বীথি বলেছেন: আমার নোটিফিকেশনে নম্বর শো করলেও ঐটাতে ক্লিক করলে জিরো দেখাচ্ছে,, আর আমি তো টেলিটক দিয়েই সামুতে আসছি !!

৪| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:২৯

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: খুবই দুঃখজনক। ইন্টেলেকচুয়াল স্পেইস গুলো গুটিয়ে যাচ্ছে দিন দিন। মডারেটরদের এতটা সতর্ক থাকার পরেও সামুর এই পরিণতি আশা করা যায় না।

টলারেন্স চর্চার রাষ্ট্রীয় স্কোপই এত নীচে নেমে গেল! এটা রীতিমত ভয়ংকর। এর উত্তরণ কিভাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা দরকার।

৫| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাইতো বলি আমি বাসায় ওয়াইফাই দিয়ে কেনো আসতে পারছিনা
আবার টেলিটকেআসতে পারছি

ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য

৬| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাক স্বাধীনতের উপর হস্তক্ষেপ। :(

খুব খারাপ। X((

৭| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

মিস্টার কিলবিল বলেছেন: সবাই ব্লগে ফিরে আসুক, এই কামনা রহিল। আর সুস্থ মুক্তবাকের প্রকাশ চাই, বিকৃত মানসিকতায় উদ্ভট মুক্তবাক কখনো কাম্য নয়।

৮| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১

গেম চেঞ্জার বলেছেন: রাষ্ট্র কি তাহলে সাধারণ জনমতকে ভয় পাচ্ছে? আমি বিশ্বাস করতে চাই না- যুদ্ধাপরাধি-দের জনমত গঠনের আশংকায় সরকার এটা করছে। সরকার যদি এটা এজন্য করে থাকে তাহলে বলব, তাদের অবজারভেশনে ভুল আছে। জনগণ যুদ্ধাপরাধিদের ঘৃণা করে, তাদের পক্ষে মত দেয়া/কিছু করার কথা না।

৯| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আমি এখনো কোন সমস্যা ফিল করছিনা, তবে অনেকেই সমস্যায় আছে সেটা বেশ কিছুদিন ধরে শুনছি.......আশা করছি দ্রুত সব সমাধান হয়ে যেবে।

১০| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১০

অঘ্রান প্রান্তরে বলেছেন: বিস্ময় বটে ............!!!!!

১১| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

শাহ আজিজ বলেছেন: কিই বা বলার থাকতে পারে । ধর্ষণ হয়নি এটাই শুকরিয়া !!

১২| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

ক্লাউড বলেছেন: বাংলালায়ন, কিউবি এইসব কানেকশন নিলে দুনিয়ার অর্ধেক সাইট এমনিতেই খুঁজে পাওয়া যায় না।

আমার এয়ারটেল, জিপি দুটাতেই ঠিক আছে।

অফিস এবং বাসায় বিটিসিএল আর আইএসএন এর দুটা সংযোগ আছে, দুটাই চলছে। বিটিআরসি নিজের বাচ্চা বিটিসিএল কিংবা বাংলাদেশের প্রথম এবং অন্যতম প্রধান আইএসপি আইএসএন কে নির্দেশনা দিল না কিন্তু অন্যদের দিল, ব্যাপারটা কেমন যেন লাগছে। সরকার সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছে নাকি কে জানে। এক ধাক্কায় ফেলে দিলে খবর হয়, ধীরে ধীরে মেরে ফেললে হয় না।

১৩| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

এসব চলবে না..... বলেছেন: এই অবস্থা ??
জয় বাংলা।

১৪| ১০ ই মে, ২০১৬ রাত ৮:১৪

হাসান মাহবুব বলেছেন: কী যে সব হচ্ছে!

১৫| ১০ ই মে, ২০১৬ রাত ৮:২৩

সোজোন বাদিয়া বলেছেন: কামনা করি এটি নিতান্তই যান্ত্রিক সমস্যা এবং অচিরেই সমাধান হয়ে যাক।

তবে, কোনো সরকার যখন গণতন্ত্রকে হত্যা করে, জনগণের সমর্থনের ওপর দাঁড়িয়ে থাকেনা, তখন তারা সব জায়গাতেই দেশোদ্রোহ এবং সমাজবিরোধীতার ভূত দেখতে থাকে। তাই অমন কিছু হলেও অবাক হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে সামু কর্তৃপক্ষ এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখোমুখি হবেন - গণতন্ত্র এবং মুক্তি, নাকি স্বৈরাচারের থাবার নিচে আত্মসমর্পন।

মানবেতিহাসের অগ্রগতির পথে সামুর সাথে থাকার অঙ্গীকার রাইল।

১৬| ১০ ই মে, ২০১৬ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওএমজি।

তাইতো বলি। এমন হচ্ছে কেন???

২/৩ বার ব্রাউজার রি-ইনষ্টল করেছি। মজিলা রেখে ক্রোম, অপেরা.. উঁহু.. কোন কাজ হচ্ছেনা। ভাবলাম আমাকেই শুধু কোন কারনে কি ব্লক করছে?????

ক্যাফেতে মাঝে মাঝে পেতাম। অফিসে, ব্যবসা প্রতিষ্টানে অফ!!!!!!!!!!!!!!

পরে কি আর করা.. বাবা টর ভরসা ;)

ধুমায়া ব্লগিং করতেছি।

ওহ.. আমার আইএসপির নামও যোগ করতে পারেন- এডিএন লিমিটেড!!!

১৭| ১০ ই মে, ২০১৬ রাত ৮:৫৫

দিস ইজ ইব্রাহিম বলেছেন: আমার কোন সমস্যা হয়নি :D

১৮| ১০ ই মে, ২০১৬ রাত ৮:৫৯

ডার্ক ম্যান বলেছেন: সামু ব্লগটি ব্লগ সমাজের একটি বৃহৎ অংশের প্রতিনিধিত্ব করে। বিরোধী দলবিহীন রাষ্ট্রে বর্তমানে অনলাইন একটিভস্টরা সরকারের সবচেয়ে বড় সমালোচক। ইতিমধ্যে সরকারি পরিকল্পনার অংশ হিসেবে পুরো অনলাইনকে নজরদারিতে আনা হয়েছে। সরকার বিরোধী কোন পোস্টে লাইক কমেন্ট করলে ধরা হবে।

১৯| ১০ ই মে, ২০১৬ রাত ৯:২৫

কল্লোল পথিক বলেছেন: তাইতো বলি ওয়াই ফাই দিয়ে কেন সামুতে ঢুকতে পারছি না!

২০| ১০ ই মে, ২০১৬ রাত ৯:২৭

আহসানের ব্লগ বলেছেন: আমি টর ব্রাউজার থেকে আসতে বাধ্য হয়েছি।

২১| ১০ ই মে, ২০১৬ রাত ৯:২৮

আহসানের ব্লগ বলেছেন: আমার আইএস্পি সানা নেট।

২২| ১০ ই মে, ২০১৬ রাত ৯:২৯

বিষাক্ত আমি বলেছেন: Airtel থেকে কোন সমস্যা ছাড়াই প্রবেশ করা যাচ্ছে

২৩| ১০ ই মে, ২০১৬ রাত ৯:৫৯

মামুন ইসলাম বলেছেন: এগুলো করলেই কি সমালোচনা বন্ধ হবে ।

২৪| ১০ ই মে, ২০১৬ রাত ১০:২১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ঘটনা ১৯৭০ সালে সংঘটিত ওয়াটার গেট ক্যালেংকারির খবর প্রকাশ করে যে সাংবাদিকটি সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছিলেন সেই বব উডওয়ার্ডের একটা উক্তি

"There is a simple truth - and that is that democracies die in darkness what we should worry about most is secret government."

২৫| ১০ ই মে, ২০১৬ রাত ১০:৫১

এস বি সুমন বলেছেন: অামার কোন সমস্যা হয় নি :)

২৬| ১০ ই মে, ২০১৬ রাত ১১:২৮

প্রামানিক বলেছেন: এরকম হওয়া মানেই দুঃখজনক ঘটনা।

২৭| ১০ ই মে, ২০১৬ রাত ১১:৫২

কবি এবং হিমু বলেছেন: দেশের সব কিছুর উপর একটি সমাজের কুনজর পড়েছে সেখানে সামুই বা বাদ যাবে কেন?কোন ভাল হুজুর দেখাতে হবে :P

২৮| ১১ ই মে, ২০১৬ রাত ১২:২৮

masud bhuyan বলেছেন: মুক্তমনা বলে কথা।

২৯| ১১ ই মে, ২০১৬ রাত ১২:৩১

তারেক ভূঁঞা বলেছেন: সবই বুঝি তয় কিছু কমুনা

৩০| ১১ ই মে, ২০১৬ রাত ১:৩১

নতুন বলেছেন: যদি সরকারের নিদে`শে বন্ধ হয়ে থাকে তবে এটা খুবই দুখজনক :(

এই জামানায় সরকারের এমনটা করার মতন বদ্ধিকারা দেয়?

৩১| ১১ ই মে, ২০১৬ রাত ১:৫৩

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ভাল তো। আরো ছাগু তোষন করেন, সত্যিকারের ব্লগার খেদাণো অব্যাহত রাখেন

৩২| ১১ ই মে, ২০১৬ ভোর ৫:০৬

মানবী বলেছেন: জয় শেখ হাসিনা
জয় আওয়ামিলীগ
জয় পুতুল
জয় জয়


জয় বাংলা
জয় বঙ্গবন্ধু





৩৩| ১১ ই মে, ২০১৬ ভোর ৬:০০

রুদ্র জাহেদ বলেছেন: এটার কোন যৌক্তিকতা আছে?উনারা প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে যত্তসব বাড়াবাড়ি করতে পছন্দ করে বেশি বোধহয়।এভাবে রাষ্ট্র সাধারন নাগরিকের জীবনে হস্তক্ষেপ করতে থাকা বিরাট এক ভুল তারা কবে বুঝবে

৩৪| ১১ ই মে, ২০১৬ সকাল ৭:১৯

পুলক ঢালী বলেছেন: ব্যাপারটা দুঃখজনক এবং গ্রহনযোগ্য নয়। কারো পছন্দ হোক আর না হোক মানুষকে কথা বলতে দিতে হবে।

৩৫| ১১ ই মে, ২০১৬ সকাল ৮:৩৬

সাইদুর রহমান শাওন বলেছেন: এইরকম বড় ধরনের ব্লগিং প্ল্যাটফর্ম বন্ধ করার কোন মানে হয় না.।।

৩৬| ১১ ই মে, ২০১৬ সকাল ৮:৪২

আরজু পনি বলেছেন:
আমি গতকাল থেকে সামহোয়্যারইন দেখতে পাচ্ছি।
ধন্যবাদ।

৩৭| ১১ ই মে, ২০১৬ সকাল ৯:২১

বনসাই বলেছেন: অফিসে আফতাব আইটি'র কানেকশন। কোনো সমস্যা হয় নি।
বাসায় ওয়াইম্যাক্স বাংলালায়ন থেকে গত কিছুদিন সামুতে আসতে পারি নি।
গ্রামীফোন এ কোনো ঝামেলায় পড়ি নি।

যে সব আইএসপির নাম এসেছে অধিকাংশই লোকাল প্রোভাইডার, বাসা-বাড়িতেই শুধু কানেকশন দেয়। কর্পোরেট ক্লায়েন্ট কম। আর এখানে নাম আসা নেশনওয়াইড আইএসপিগুলো এই লোকাল প্রোভাইডারগুলোর কাছে ব্যান্ডউইথ বিক্রি করে। মনে হয় তারাই সামু ব্লক করেছে।

৩৮| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:১৯

সোহেল মারজুক বলেছেন: তাইতো ভাবি... কেন সামুতে ঢুকতে পারি না! আমার আইএসপি লিংক-৩। এখন অন্য কানেকশন দিয়ে ঢুকলাম। দ্রুত এ সমস্যার সমাধান হােক এটা আশা করছি....

৩৯| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নিয়ন্ত্রেণে থাকা ভালো
তাই বলে অতি নিয়ন্ত্রণ কাম্য নয়।

৪০| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:০৯

তাসলিমা আক্তার বলেছেন: ব্রাউজিংয়ে আমার কোনো অসুবিধা হয়নি তবু ঘটনাটা জেনে খারাপ লাগলো।

যদি এমন হয় ব্যাপারটা ইচ্ছাকৃত নয়, ভুল করে হয়েছে-তাহলে প্রশ্ন থাকে এতোবড় এতোবড় ভুল হবে কেন। কোন দ্বায়িত্বশীল প্রতিষ্টান থেকে এই ভুল কাম্য নয়। আর যদি ইচ্ছাকৃত হয়, তো এরচেয়ে দুঃখজনক আর কি হতে পারে। যেখানে মানুষের বুদ্ধিবৃত্বির বিকাশ ঘটে সেখানে অবরোধ!!

বেশ ক’মাস আগে একবার ফেসবুক অবরুদ্ধ হয়েছিলো অনেকদিনের জন্য। বলা হয়েছিল, জনগনের নিরাপত্তার স্বার্থে এগুলো বন্ধ রাখা হয়। যদি সেই একই অজুহাতে সীমিত করা হয় সামুতে লেখার অধীকার তো এটা ল্যাম লজিক। সামু ফিরে আসুক তার পুর্ন স্বাধীনতা নিয়ে, কামনা করি।

৪১| ১১ ই মে, ২০১৬ দুপুর ১২:১১

blue_akash বলেছেন: আমি তো গ্রামীনফোনের মডেম ব্যবহার করি। এখনো পর্যন্ত আমি কোন প্রকার সমস্যায় পরিনি,, ;)

৪২| ১১ ই মে, ২০১৬ দুপুর ১২:৫১

রঙিনমানুষ বলেছেন: লিংক3 থেকে তো এমন সমস্যা হচ্ছে না।

৪৩| ১১ ই মে, ২০১৬ দুপুর ১:০৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বিটিআরসি কি সামুর কনটেন্টকে ক্ষতিকর কিছু মনে করছে? যদি করে থাকে তবে সেটার ব্যাখ্যা তাদের দেওয়া উচিৎ। এটা বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপের শামিল। এটা অশনী সংকেত।

৪৪| ১১ ই মে, ২০১৬ দুপুর ১:৪৫

সজিব। বলেছেন: ধন্যবাদ।এ সমস্যা নিয়ে খুবই বিভ্রান্ত ছিলাম। এখনো এই সমস্যায় আছি।আশা করি খুব শীঘ্রই এর সমাধান হবে।

৪৫| ১১ ই মে, ২০১৬ দুপুর ২:৩০

প্রামানিক বলেছেন: অনেক ব্লগ বন্ধের পরে আছে সামু,
এটাও যদি বন্ধ হয় তাহলে কই যামু।

৪৬| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:০১

খোচা বাবা বলেছেন: অয়য় বাংলা

৪৭| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৯

বাংলার জামিনদার বলেছেন: হুজুরের পানি পড়া লাগবে মনে হয়। :D

৪৮| ১২ ই মে, ২০১৬ রাত ১:০১

প্রীতম বলেছেন: নজর যদি কু হয়ে থাকে তবে ধরেই নেয়া যায় যে অচিরেই আমি আমার প্রানের বন্ধু সামুকে হারাচ্ছি। আর সত্যি বলতেকি অনেক কিছু হারিয়ে সমস্যা হয়নি, কিন্তু মনের সব কিছু পাওয়া দেয়ার এ জায়গাটা হারালে খুব বেশি কষ্ট পাবো।
সামু কি সত্যিই হেরে যাবে হারিয়ে গিয়ে?

৪৯| ১২ ই মে, ২০১৬ ভোর ৬:৩০

সাগর মাঝি বলেছেন: বাকস্বাধীনতাকে গলা টিপে হত্যার চেষ্টা চলতেছে।

৫০| ১২ ই মে, ২০১৬ সকাল ৭:২৪

ইমানুর রহমান বলেছেন: সুস্থ মুক্তবাকের প্রকাশ
চাই, বিকৃত মানসিকতায় উদ্ভট মুক্তবাক
কখনো কাম্য নয়।

৫১| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:১৪

স্বশিক্ষিত উন্মাদ বলেছেন: আমার ISP তে কোনো প্রবলেম হচ্ছে না। আগের চেয়ে অনেক বেশি ফাস্ট মনে হচ্ছে :-D

৫২| ১২ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৬

রক্তিম বিজয় বলেছেন: ঠিকেই তো আছে কি বলব!আমার ISP তে কোনো প্রবলেম হচ্ছে না।

৫৩| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:০৫

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: তাইলে কেমনে কি হবে বুধতে পারছিনা আমিত বাংলালিংক দিয়া নেট চালাই । খুব দূর্ত সমাধান করার জণ্য অনুরোধ করছি।

৫৪| ১২ ই মে, ২০১৬ দুপুর ২:৫৪

বার্তা বাহক বলেছেন: প্রবলেমে পড়েছি। ধন্যবাদ..

৫৫| ১২ ই মে, ২০১৬ রাত ৯:৪৭

রাঙা মীয়া বলেছেন: দেশে কোনো সেন্সরশীপ নাই,মুক্ত মতপ্রকাশের পূর্ন চর্চা আছে , জঙ্গিবাদ নাই-জামায়াত আর বিএনপির ষড়যন্ত্র সব,বিচার বহির্ভূত হত্যা আর গুম সব বিরোধী দলের চাল,ব্যাংকিং খাতে যা হইছে সব রাবিশ কারবার-পাকিস্তানের ষড়যন্ত্র।দেশ ব্যাপক উন্নয়নে চীন-আম্রিকারে ছাড়াইয়া যাইতেছে।জয় বাংলা-জয় দাদাবাবু

৫৬| ১৩ ই মে, ২০১৬ রাত ১:০৪

লিংকন১১৫ বলেছেন: ওহ সামু আসছে এতেই শান্তি
হুম এর আগেও বন্ধ করা হয়ে ছিল
আমি মনে করেছিলাম সামুর করতিপক্ষ যানে এটা

৫৭| ১৩ ই মে, ২০১৬ রাত ১:২৩

আহমদ আতিকুজ্জামান বলেছেন: প্রধান পাতায় পোস্ট করতে পারছিনা কেন? একটু সাহায্য করুন।

৫৮| ১৩ ই মে, ২০১৬ রাত ৩:৫১

হাসান মাহবুব বলেছেন: ঠিক হয়ে গেছে মনে হয়! আমি তো প্রক্সি ছাড়াই ঢুকতে পারলাম। ইয়েয়ে! !:#P

৫৯| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০১

মুক্ত মনের বাক্য বলেছেন: অ্যাঁ অ্যাঁ অ্যাঁ ।....... আমার কান্দা আসতেছে,, এমন মহান ব্লগ বন্ধ হয়ে গেলে, আমাদের উপায় কি??

৬০| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:৪১

কবি হাফেজ আহমেদ বলেছেন: দুঃখজনক ঘটনা।

৬১| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: তবে আপনাদেরকে অনেক ধন্যবাদ অক্লান্ত চেষ্টার জন্য।

৬২| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:৫৩

বিডি আইডল বলেছেন: দুলাভাইরে কি ডিজিএফআই নিয়ে গেছে আবার??

সামু ব্লগের মঙল হোক।

৬৩| ১৩ ই মে, ২০১৬ রাত ১১:২৩

কলম চোর বলেছেন: গতকাল ব্লগে আসার জন্য রীতিমত যুদ্ধ করেছিলাম। বুঝলাম না ব্যাপারটা কি?? মাথায় আসল সরকার কি সমু ব্লগ বন্ধ কপ্রে দিল নাকি?? বাসায় এসে কম্পিউটারের মাধ্যমে ঢুকতে পেরেছি। আমিও আশা করছি সমস্যাটি সাময়িক। তবে যদি দীর্ঘমেয়াদী হত তবে .............

৬৪| ১৩ ই মে, ২০১৬ রাত ১১:২৬

কলম চোর বলেছেন: বলেছেন: গতকাল ব্লগে আসার জন্য রীতিমত যুদ্ধ করেছিলাম। বুঝলাম না ব্যাপারটা কি?? মাথায় আসল সরকার সামু ব্লগ বন্ধ করে দিল নাকি?? বাসায় এসে কম্পিউটারের মাধ্যমে ঢুকতে পেরেছি। আমিও আশা করছি সমস্যাটি সাময়িক। তবে যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে .............

৬৫| ১৪ ই মে, ২০১৬ সকাল ৯:০৩

হাসান মাহবুব বলেছেন: অফিস থেকেও ঢুকতে পারছি। ঠিক হয়ে গেছে মনে হয়। আপডেট জানান।

৬৬| ১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৫২

রাফা বলেছেন: বর্তমান সরকার খুব খারাপ /নিজামি ,সাকা'রে মন্ত্রী করেনা।তার বদলে নিষ্পাপ মানুষগুলারে হুদাই ফাসিতে জুলাইতেছে।২১শে আগষ্টের মত ঘটণা ঘটতেছেনা।প্রতিদিন জঙ্গীদের গ্রফতার করে এত পরহেরজগার মানুষগুলারে কেনো যে গ্রফতার করে সেটাই বুঝিনা। খুব ফালতু একটা সরকার যা বলে তাই করতেছে।কোন দরকার নাই পদ্মা সেতুর শুধু শুধু টাকা নষ্ট।

দরকার শুধু খালেদা জিয়া ,তারেক জিয়া-মুজাহিদ আর সাকা'র মত লোকদের এই দেশের ।

৬৭| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৪০

আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: আমার নতুন আইডিটার বয়স চার দিন পার হয়ে গেলো,মমডারেশন স্ট্যাটাসে বলা হচ্ছে তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। তিন দিন পার হয়ে চার দিনও পার হয়ে গেলো।এ ব্যাপারে বিনীতভাবে কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি!

৬৮| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সমস্যা হচ্ছে না ।

৬৯| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:০৮

ইমরান হক সজীব বলেছেন: আমি বাংলালাওন ইউজ করি, প্রায় ১০-১২ দিন ঢুকতে পারিনি। এইমাত্র পারলাম ।

৭০| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৯

ইমোশনাল কিলার বলেছেন: এখন থেকে Proxy,VPN অথবা আইপি চেঞ্জ করে ঢুকতে হবে।
ব্লক করে ঠেকাবে কীভাবে!

৭১| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:৩৬

সকাল রয় বলেছেন: অনেক কষ্টে মোবাইল ডিভাইসের মাধ্যমে আসলাম কমেন্ট দিতে।
আমি কিছুতেই পিসি থেকে ব্লগে ঢুকতে পারছিনা। সেটা প্রায় ২সপ্তাহ হয়ে গেছে। আমার অপারেটর-বাংলালিংক । দয়া করে সমাধার দেবার অনুরোধ রইলো

৭২| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:৪৬

জানা বলেছেন: বিটিআরসি'র লিখিত নির্দেশে বিভিন্ন আইআইজি থেকে সামহোয়্যার ইন ব্লগের ব্লক নিয়ে আজকের বণিকবার্তায় :

http://www.bonikbarta.com/2016-05-15/news/details/75527.html

৭৩| ১৫ ই মে, ২০১৬ রাত ১০:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: হয়ত অসুবিধা ছিল , আবার টিক হয়ে গেল , বিষয়টি খতিয়ে দেখার জন্য সামু কে ধন্যবাদ ।

৭৪| ১৫ ই মে, ২০১৬ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
আজকে তাঁরা আমাদের মেইলের জবাবে জানিয়েছেন যে, এই ব্যাপারটি তাঁরা গুরুত্ব সহকারে দেখছেন এবং আশা করছেন এই সমস্যাটির সমাধান হয়ে যাবে।

হুম ! এটাকেই বলে 'অসিম কাল' ।
আমরাও জানি সমস্যাটির সমাধান হয়ে যাবে, তবে কত বছরের ভিতর তা জানি না X(

৭৫| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:৩৩

নির্জন আমি বলেছেন: সামু, জেনারেল থাকতে কিমুন লাগে? :P

৭৬| ১৬ ই মে, ২০১৬ রাত ১:১০

*কুনোব্যাঙ* বলেছেন: তারপরেও পোলাইপান দেখা যাইবো প্রক্সি দিয়ে সামুতে ঠিকই ঢুকে যাবে। এসব বন্ধ করার আগে সরকারের উচিত প্রক্সিগুলা বন্ধ করা। কিন্তু ইন্টারনেট সরকারকে একটা বড় বিপদের মধ্যে ফেলে দিছে কারণ এইটা বন্ধ করা কঠিন। অবশ্য একটা সহজ উপায় আছে যেটা ফেসবুক বন্ধের সময় প্রস্তাব রেখেছিলাম। আশা করছি দেশের দায়িত্ব ও ক্ষমতাপ্রাপ্ত অনেক ব্যক্তিবর্গ এই পোষ্টে নজর রাখবেন। যার কারণে প্রস্তাবনাগুলো আবার এখানে কপিপেস্ট করে দিলাম।


যেহেতু ইন্টারনেট একটি উন্মুক্ত মাধ্যম সেহেতু দুই চারটি ওয়েব সাইট বন্ধ করা কোন স্থায়ী সমাধান নয়। বরং ইন্টারনেট ব্যবহার সীমিতকরণই হতে পারে একটি গ্রহনযোগ্য উপায়। ইন্টারনেট সীমিতকরণের পদ্ধতি নিয়ে কয়েকটি প্রস্তাবনা-
১। ব্যক্তিগত উদ্যেগে ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করতে হবে।
২। কেবলবাত্র সরকারী প্রতিষ্ঠানসমূহ যাদের ইন্টারনেট প্রয়োজন তারা নিজস্ব সার্ভার ব্যবহারের মাধ্যমে আন্তযোগাযোগ রক্ষা করতে পারে। এবং রাষ্ট্রীয় কার্যক্রমের অংশ হিসেবে বিদেশে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারে।
৩। বেসরকারী অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা ইন্টারনেট ব্যবহার করতে চায় তাদের সুনির্দিষ্ট কারণ দর্শিয়ে বিটিআরসির বিশেষ ফর্মে আবেদন করতে হবে। আবেদনের সাথে সোনালী ব্যংকের যেকোন শাখা হতে বিটিআরসি বরাবর ৫০০ টাকার ব্যাংক ড্রাফট এবং ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি যুক্ত করতে হবে। অনুমোদন প্রাপ্তি সাপেক্ষা তারা নির্দিষ্ট কিছু ওয়েব সাইটে প্রবেশ করতে পারবে।
৪। সাধারণের জন্য বিটিআরসি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত আঞ্চলিক সাইবার ক্যাফে থাকবে। বিশেষ প্রয়োজনে যাদের ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন তারা স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনানের সুপারিশপত্র নিয়ে সেসব আঞ্চলিক সাইবার ক্যাফে ব্যবহার করতে পারবে। এবং প্রতিবার ইন্টারনেট ব্যবহারের জন্য আলাদা ভাবে সুপারিশ পত্র লাগবে।
৫। ব্যবহারকারীর সকল তথ্য প্রথমে বিটিআরসির নিজস্ব সার্ভারে জমা হবে তারপর সেখান থেকে প্রয়োজন সাপেক্ষে বিদেশে পাঠানো হবে। সরকারী, বাণিজ্যিক বা ব্যক্তিগত প্রতিষ্ঠান সকলের জন্য এই নিয়ম প্রযোজ্য।
ইন্টারনেট ব্যবহার সীমিতকরণই হতে পারে দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যহত রাখার একটি কার্যকরী এবং স্থায়ী ব্যবস্থা। একই সাথে ইন্টারনেট ব্যবহার সীমিতকরণের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ অব্যবহৃত ব্যন্ডউইথ বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।

৭৭| ১৬ ই মে, ২০১৬ সকাল ৮:৩২

একাকি দুশমন বলেছেন: উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ, সামু বন্ধ থাকলে সমস্যা কোথায় ??

৭৮| ১৬ ই মে, ২০১৬ সকাল ৯:৩৭

মোঃআনারুল ইসলাম বলেছেন: ঠিক হয়ে গেছে আমি তো বাংলালিংক বা বাংলালায়ন দিয়েই ঢুকলাম। :)

৭৯| ১৬ ই মে, ২০১৬ সকাল ১০:২৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এখন মনে হয় ঠিক হয়ে গেছে । আমি কয়েকদিন সমস্যায় পড়ার পর এখন লগইন করতে পারছি

৮০| ১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২২

নিশ্চুপ শরিফ বলেছেন: সামু ব্লগে এখন এরকম কোনও লেখা আসেনা যে নিয়মিত আসতে হয়। ব্লক করলেই কি আর না করলেই কি =p~

৮১| ১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

Nj suzon islam বলেছেন: কোথায় আমার তো হচ্ছে না

৮২| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:০২

কালনী নদী বলেছেন: ১৯৫২ সালে বাংলা ভাষাকে হত্যা করার পরিকল্পণা ছিল আর বর্তমানে এর গলা টিপে দরা হয়েছে। ভাষাকে রক্ষা করতে সবাইকে একযোগে বাংলা ভাষার চর্চা চালিয়ে যেতে আহবান করছি।
সিলেটের সিলনেট এও আইএসপিগত এই সমস্যাটা আছে।

৮৩| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:১৮

সোজোন বাদিয়া বলেছেন: জনাব গিয়াস উদ্দিন লিটনের (৭৪নং) মন্তব্যের প্রেক্ষিতে বলছি - আপনি কৌশলটা মনে হয় ঠিকই চিহ্নিত করেছেন। সরকার এখানে চালাকির আশ্রয় নিয়েছে অনির্দিষ্টকাল ঝুলিয়ে রেখে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তারা বোঝে যে কাজটা নিন্দনীয়, কিন্তু দায় এবং কৈফিয়ৎ এড়াতে চাচ্ছে।

আমার কাছে আরও ভয়ঙ্কর যে বিষয়টা উঁকি দিচ্ছে তা হলো এখানে খুব সম্ভবত সরকার কোনো অফিসিয়াল নির্দেশ কোনো আইএসপিকে দেয় নি, খুব সম্ভবত টেলিফোনে তাদের দলীয় প্রতিষ্ঠানগুলিকে এমন পদক্ষেপ নিতে অনুরোধ করেছে। আমরা নারায়নগঞ্জে ডা. আইভীর বিরুদ্ধে এবং ত্বকী হত্যা প্রতিবাদে এই ধরণের অসহযোগিতা দেখেছি - সরকার নির্দেশ দেয় নি, কিন্তু শামীম ওসমানের দলের লোকজন টেলিভিশন চ্যানেলের প্রচার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এগুলি দলীয়করণের আর এক ভয়ঙ্কর প্রতিফল। এগুলি আলাপ-আলোচনা বা আইনের মাধ্যমেও মোকাবেলা করা যায় না।

৮৪| ১৬ ই মে, ২০১৬ রাত ১১:৩৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সরকারী লোকজন আমরা ব্লগার ও ব্লগ কর্তৃপক্ষ থেকে যোগ্যতর, তা না হলে পরষ্পরের জায়গাটা বদল হয়ে যেত।সরকারই ঠিক করবে এইসব ব্লগ নামের আবর্জনা থাকবে না থাকবে না

৮৫| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:৪৮

মেঘ রাত বলেছেন: সব বুঝলাম ।
কিন্তু আমার সবকটা লেখা মুছে যাওয়ার কি ব্যখ্যা দিবেন?
কেন এমন হল?
এতদিনের লেখা............ :(

৮৬| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:৫৯

মেঘ রাত বলেছেন: সব বুঝলাম ।
কিন্তু আমার সবকটা লেখা মুছে যাওয়ার কি ব্যখ্যা দিবেন?
কেন এমন হল?
এতদিনের লেখা............ :(
সেই সাথে নাম ও পরিবর্তন হয়ে meghrat থেকে মেঘ রাত হয়েছে ।

৮৭| ১৭ ই মে, ২০১৬ সকাল ৭:৫৪

ওয়াচডগ৫৭ বলেছেন: আহারে ক্ষমতা, এ যেন নারীর আভ্রু! ঢেকে রাখতে কত কষ্ট হচ্ছে!!!

৮৮| ১৭ ই মে, ২০১৬ সকাল ৯:০২

সািদকআরকে বলেছেন: হা হা, আপ্নেদের কথা বিশ্বাস করলাম না

৮৯| ১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪২

আবদুল মুকিত বলেছেন: সমস্যা হচ্ছে বা তো!

৯০| ১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৬

রণজিত্‍ কুমার মহন্ত বলেছেন: আমি গতকাল রবির সিম দিয়ে সামুতে ঢোকার চেষ্টা করেছিলাম ঢুকতে পারিনি। আজ টেলিটক দিয়ে ঢুকতে পারছি। বিবিসির খবরে দেখলাম সরকার নাকি সামহোয়্যার ইন ব্লগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে? এই রকম যদি সবকিছুর উপর সরকার নিয়ন্ত্রণ নেয় তো একদিন দেখা যাবে আমরা টয়লেট করতে গেলে টয়লেট করতে পারবোনা! তখন টয়লেটের নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে!

বিবিসি বাংলায় প্রকাশিক সংবাদটি : ব্লগসাইট সামহোয়্যার ইন নিয়ন্ত্রণ চেষ্টার অভিযোগ

৯১| ১৭ ই মে, ২০১৬ দুপুর ১:২৭

যমুনার চোরাবালি বলেছেন:


অপেক্ষায় থাকেন আর দ্যাখেন সামনে আরও কতোকিছু উপহার নিয়া এই সরকার আমাদের জন্য বা আম পাবলিকের জন্য অপেক্ষা করতেছে। .....শাসন কারে কয় বাঙালী এইবার হাড়েহাড়ে টের পাইবো। যারা দালালি করতেছে এরাও বাদ যাইবোনা, এদেরও সেন্সরের আওতায় থাকতে হইবো। দেখা যাক বাঙালী কবে মানুষ হয়। এইটা বাঙালীর প্রাপ্য ছিলো। পাইছে, এখন ভোগ করুক। কতদিন? কতবছর? কতযুগ?... ভোগ করুক।

যাদের বিবেকবোধ নাই, মনুষ্যত্ববোধ নাই, স্বাধিনতাবোধ নাই একমাত্র তারাই ভালো থাকবে।

৯২| ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:১৭

রাউল।। বলেছেন: প্রচলিত বেসরকারী মোবাইল অপারেটর দিয়ে ঢুকার চেষ্টায় ব্যর্থ হলাম,কয়েক আগে ঢুকতে না পারলেও ঠিক হয়ে গিয়েছিলো,কিন্তু আজ আবার ঢুকতে সমস্যা।

৯৩| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

বাংলার নেতা বলেছেন: আমিও অনেক বার ট্রাই করেছি,কিন্তু ব্যর্থ হয়েছি... তবে এখন ঠিক আছে...

৯৪| ১৮ ই মে, ২০১৬ রাত ১:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সেপ্টেম্বর, ২০১৩ তেও একই অবস্থা হয়েছিল।
সেটা হয়েছিল সম্ভবত সামু আপগ্রেডেশন পরপরই।
তখন এনিয়ে পোষ্টও দিয়েছিলাম।

মোবাইল সিম ভিত্তিক ইন্টারনেটে সামু ডাউন দেখাচ্ছে ১৫ দিন জাবত!

৯৫| ১৮ ই মে, ২০১৬ সকাল ৯:২১

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
রবির সিম দিয়ে ঢুকতে পারিনি। তবে টেলিটক ও গ্রামিন দিয়ে ঢুকতে পারছি। ব্রডব্যান্ডে চলছে।

৯৬| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৪

ভোরের স্বপ্ন বলেছেন: আমি দুবাই আছি কিন্তু গুগল ক্রোম দিয়ে লগ ইন করতে পারছিনা কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.