নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতীত , আবার আমি ফিরতে চাই।

কুলির সর্দার

আমি অতীত , আবার আমি ফিরতে চাই।

কুলির সর্দার › বিস্তারিত পোস্টঃ

ঝরা কলিকা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫


চুক্ষ মেলিয়া হয়নি দেখা
এর মধ্যে স্বর নামার অভিক্ষা ।

আমি ভেবেছিনু হে মানবী ,
কাপালিকা প্রণয় দেবী কামাখ্যা ?

একি তব অনুরাগ তব ভালোবাসা?
এতো জল –কাদা ধোঁয়াশা ।

ভেবেছিনু কি? হে ললিতা
মনচারী দেবী দিবে ব্যাখ্যা?

একি তব অধরের পিয়াসা্‌?
রোষি তব প্রেম , কামাশা !

হে কল্পনায় ছদ্দাবেশী, অম্বালিকা
মাঙ কল্যাণ , যৌবনবতী মুদ্রিকা ।

ভেবেছিনু মোরে প্রদত্তে বকরা ফেরু ?
ক্ষমিও তবু হে কল্যাণীর শুরু ।

হে ক্ষণ প্রতিভাস , সুকুমারী,
দাড়িয়েছি লয়ে ছোট্ট খারি

হে কুন্তলে রাজিত রাজিব, মুরজা
আমি উদয়পুরের রানা চাইনা তব শয্যা ।

হে ত্রিকালিক , ত্রিপুরাণ্‌তক , হণ্‌তক
আমি প্রেম দেব না’ক রণক রঙ্গক ।

হে কামাখ্যার কামদেবী , মুছ প্রত্যয় ,
রাখিস এ প্রাতিপদিক প্রকৃতি ।

তব আশীর্বাদ দিয়ে রে- খেয়ালে,
ভুলনা যেন এ ক্ষণিক শরণার্থী ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
কুঁড়িটা তবে কাকে দেয়া হয়ে ছিলো?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

কুলির সর্দার বলেছেন: একটু দেরীতে মন্তব্য লেখার জন্য দুঃখিত । সে এক মজার কাহিনী, পরবর্তীতে সে আমার ভাল বান্ধবী হয়েছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.