নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is আচারের মতো ....

আমি বিবাহিত !

এন ইউ এমিল

আমি অতি সাধারণ একটি ছেলে

এন ইউ এমিল › বিস্তারিত পোস্টঃ

আসুন একটু পিছনে ফিরে যাই

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২





সেই স্কুল জীবনে ফিরে যাই

বিশেষ করে গ্রামের সেই স্কুল যে খানে পড়া লেখার সাথে হতো আরো অনেক কিছু,

কত কিইনা করতাম তখন। মনে পড়ে?



ক্লাস ফাকি,

বিভিন্ন রকম ফল চুরি,

পাখির বাসা থেকে বাচ্চা তুলে নিয়ে আসা,

মৌচাকে ঢিল মেরে পালানো,

ঘন্টার পর ঘন্টা নীর জলে দাপিয়ে বেড়ানো,

পানির নিচে গর্ত থেকে বাইম মাছ টেনে বের করে নিয়ে আসা,

বর্ষিতে আটা দিয়ে পুটি মাছ ধরা,

টমেটো ক্ষেতে বেছে বেছে লালটুকটুকে টমেটো বের করে খাওয়া,

ঢাং গুলি ক্ষেতে গিয়ে কারো কপাল ফাটিয়ে দেয়া,



আরো কত্তোকিযে করতাম মনে পড়লে এখন বুকটা খাখা করে উঠে

যদি ফিরে যেতে পারতাম আর একটি বার



আসুন শেয়ার করি নিজেদের সেই বাদরামির অভিজ্ঞতা গুলো



মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: রোজার ছুটিতে নানার বাড়ী গেছিলাম। মামাতো ভাই, খালাতো ভাই আর গ্রামের সমবয়সীরা ঠিক করলাম গভীর রাতে চুপি চুপি বেরিয় পড়ব আর বিভিন্ন বাড়ী থেকে চুরি করে আনা জিনিস দিয়ে রান্না-বাড়া করে সবাই সেহেরী করব। যেই কথা সেই কাজ!! পুকুরে জাল ফেলে মাছ পর্যন্ত ধরা হল! একজন নিজের বাড়ী থেকেই মোরগ চুরি করে আনলো। পাশের বুড়ির গাছের লেবু, আরেক বাসা থেক পোলাওয়ের চাল এই ভাবেই সমস্ত আয়োজন হয়ে গেল। রান্না হলো! সেহেরী হলো,
তারপর যে যার মত মুখ মুছে নিজ বিছানায় ফিরে গেলাম!! :D

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

এন ইউ এমিল বলেছেন: চুরির খাবার দিয়ে শেহেরী!! রোজাতো আফনের এক্কেবারে পাকা পোক্ত হইতো যা হামার দিয়া পিটাইলেও ভাংবো না B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

কস্কি বলেছেন: ছুডুকালে অতি ভদ্দ (ভদ্র না কিন্তুক) ছিলাম!! :(( :(( :((


তাই এহন বান্দরামী কইরা, ছুডুকালের শোধ তুলি!!! ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

এন ইউ এমিল বলেছেন: এহন কি আর ছুডুবেলার মজাপাইবেরে ভাই?

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

কস্কি বলেছেন: হ্যাঁ! তা হয়তো পাব না!!!! :(( :(( :((


আর যেহেতু গ্রাম্যজন্ম কপালে ছিলোনা ....... তাই টুকটাক চুরি জিনিসটার মজা থেকে পুরাই বঞ্চিত!!!!

তবে, পিচ্চিকালে শিমফুল চুরি কইরা মাঝেমধ্যেই মধু!!!;) খাইতাম !!! B-)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

এন ইউ এমিল বলেছেন: এইডা একটা জোস অভিজ্ঞতা, সেইরাম ;) ;)

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পিছনে ফিরে তাকায়ে কী আমি ওয়ানে ভর্তি হমু?






সুন্দর হয়েছে। ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

এন ইউ এমিল বলেছেন: হইয়া নান্না, না করছে কেডায়? B-)) B-)) B-))

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১২

রাসেলহাসান বলেছেন:
ক্লাস ফাকি,
মৌচাকে ঢিল মেরে পালানো,
ঘন্টার পর ঘন্টা নীর জলে দাপিয়ে বেড়ানো,
বর্ষিতে আটা দিয়ে পুটি মাছ ধরা,
টমেটো ক্ষেতে বেছে বেছে লালটুকটুকে টমেটো বের করে খাওয়া,

এই পাঁচটা হুবহু মিলে গেছে!! :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

এন ইউ এমিল বলেছেন: অধিকাংশ গ্রামের ছেলেদেরই এই কাজ গুলো অতি প্রিয়

যারা এইগুলা করেনাই তাদের জীবন অপুর্ণ B-)) B-))

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

রাসেলহাসান বলেছেন: আমি কিন্ত গ্রামের ছেলে না। তবে শহরের পাশের দিকে থাকায় আশে পাশে খাল-বিল পুকুর, দীঘি সবই পেয়েছিলাম। তবে এসব কিছু এখন বিলুপ্তের পথে। সব ব্লক হয়ে যাচ্ছে। খাল, বিল দিয়ে এখন "রোড" হয়ে গেছে। গায়ে গায়ে বাড়ি হওয়াতে পুকুরও দেখতে পাইনা এখন! :(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

এন ইউ এমিল বলেছেন: আপনি শহরের আশে পাশে দেখবে কিভাবে এইগুলাতো এখন গ্রাম থেকেই বিলুপ্ত হেয়ে যাচ্ছে


এখন চাইলেও আর ক্লাশ ফাকি দিতে পারবোনা :(( :(( :((

এখন মৌচাক ও তেমন দেখা যায়না,

ঘন্টার পর ঘন্ট যে নদীর জলে দাড়িয়ে বেড়াতাম সেই নদী এখন বর্ষা কালে পানি থাকে সারা বছর ধানচাষ হয় :(( :(( :((

বর্ষিতে আটা দিয়ে পুটিমাছ ধরা তো দুরে থাক বর্ষিতে এখন কেএফসি দিলেও মাছ আসেনা B-)) B-)) B-)) B-)) B-))

টমেটো ক্ষেতে হাটবেন? আগের মতো টমোটো ক্ষেত এখন আর নাই ২/১টা থাকলেও সেই ক্ষেতে হাটতে গেলে পায়ের নদী ভইঙ্গা হাতে রাইয়া দিব ক্ষেতের মালিক :-P :-P :-P :-P :-P

ওভারঅল সেইরকম বয়স আর মানষিকতাও আর নাই

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২

রাসেলহাসান বলেছেন: সবই কপাল! :( জনগন যে হারে বাড়তেছে দু'দিন পর দেখা যাবে রাস্তাও থাকবেনা।। :( সব বাড়ী, ঘর দুয়ারে ভরে যাবে।। :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

এন ইউ এমিল বলেছেন: :(( :(( :((

৮| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৩৯

এহসান সাবির বলেছেন: স্কুল পালিয়ে সিনেমা দেখা সেই রকম মজা। হারিয়ে গেছে দিন গুলি....!!

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮

এন ইউ এমিল বলেছেন: এখন আর পোলা পাইস স্কুল পালাইয়া সিনেমা দেখেনা, এখন ক্লাসের মধ্যেই বাইয়ের ভিতরে স্মার্ট ফোনের মধ্যে, সিনেমা দেখে B-)) B-)) B-))

৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২২

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮

এন ইউ এমিল বলেছেন: নতুন বছর আপনার জন্যও শুভ হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.