নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

চলনা ও সৌন্দর্যের গাণিতিক সম্পর্ক

০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:২৩



একটা সময় প্রকৃতিকে অন্ননেক ভাল লাগত তখন আমি প্রকৃতির প্রেমে বিভোর ছিলাম।
কিন্তু যেই না প্রকৃতি আমার উপর নির্দয়, নির্মম ও ক্ষমাহীন প্রতিশোধ নেওয়ার নেশায় মত্ত হল, আমিও হয়ে গেলাম প্রকৃতি বিদ্বেষী। ক্ষমতা থাকলে হয়ত প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহও ঘোষনা করতাম।
এসময় আমার আশেপাশের প্রকৃতির সবকিছুকেই হেমলক কিংবা পটাসিয়াম সায়ানাইড এর মত লাগত। মনে হত প্রকৃতি আমার জন্য শুধু কার্বন ডাই অক্সাইড রেখেছে পৃথিবীতে, অক্সিজেন নয়।
আজ অনেক দিন পর বাড়িতে এসে লোকালয় থেকে কিছুটা দুরে দুপাশে বিস্তীর্ণ প্লাবিত ফসলের মাঠের মধ্যে দিয়ে অতিবাহিত মেঠো পথের ভাংতিতে(ছোট ব্রীজ) রেইন্ট্রি গাছের ছায়ায় নির্মল বাতাসের মধ্যে বসে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে আবারো মুগ্ধ হচ্ছি।
সত্যিই প্রকৃতি বিধাতার অপরুপ এক সৃষ্টি।
অবশ্য আজাইরা শুধু বসে না থেকে বরং একটা সুত্র আবিষ্কার করছি সেটা হল, " চলনা সৌন্দর্যের সমানুপাতিক, যে বা যা যত বেশী সুন্দর সে বা তা তত বেশি চলনাময়ী। আর কুৎসিত কোনকিছু কোনদিনও চলনা করেনা "
গাণিতিক ভাবে,
চলনা(C) = B×রুপ লাবন্য(Be)।
এখানে, B হল একটি কন্সটেন্ট যা চলনাময়ীরা জন্মগত ভাবেই পেয়ে থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.