নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

কবিতা চাইনা

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪

চল একটা কবিতা লিখি,

কবিতা! সেটা আবার কি?
সেটা কি খাওয়া যায় কিংবা পরিধেয়?
নাকি বেকারের চাকরি পাওয়ার পাথেয়?


নারে বোকা না!
কবিতা হল হৃদয় অনুভূতির শাব্দিক বহিঃপ্রকাশ।
পাওয়ার আহ্লাদ কিংবা না পাওয়ার যন্ত্রণায় বিষাক্ত নীল আকাশ।
কবিতায় প্রতিফলিত হয় সমসাময়িক বাস্তবতা
কিংবা সহমত ভাইদের তৈলাক্ত রাজনৈতিক বার্তা।

কবিতা হয় মানুষের বেচেঁ থাকার কিংবা জীবন সংগ্রামের অনুপ্রেরণা
কবিতার কবি বেচে না থাকলেও, মহাকাল তারে ভুলেনা।


থামেন ভাই, বহুত হইছে
বেকারত্বের অভিশাপ কিংবা দারিদ্র থেকে মুক্তি চাই
আপনার গৌরবময় কবিতা চাইনা।
বেচেঁ থাকার জন্য অর্থের দরকার
তবে কেন শুধু শুধু কবিতার বাহানা?


নিরব নির্বিকার কবি মন,
আসলেই তো কবিতা দিয়ে জীবন চলেনা
তবে কেন এই কবিতা?
ক্ষুধার্ত প্রাণী খাবার চাইবে এটাই স্বাভাবিক
তবে কেন কবির মনে অকারন ব্যথা?

কবিতা আর নয়, এবার অমুক তমুক হেন তেন মুখস্তের পালা
ভাল চাকরি, মোটা মাইনেতেই নাকি মিঠে মানব মনঃজ্বালা।

ধিক্কার তোমায় হে সমাজ, হে সভ্যতা
আধুনিকতার নামে আজ জীবনকে দিয়েছ তুমি বর্বরতা।
যেখানে মোটা মাইনের চাকরির কাছে পরাস্ত অসহায় কবিতা।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬

বাকপ্রবাস বলেছেন: বেশ ভাল লাগল

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: শুকরিয়া জ্বনাব

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: শুকরান জ্বনাব

৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

আকতার আর হোসাইন বলেছেন: হৃদয় ছিঁয়ে গেল.. একটা কথা আছে না, পভাব যখম দরজাত সামনে এসে দাঁড়ায় ভালবাসা তখম জানলা দিয়ে পালায়..
বাস্তবতা মেনে নিয়ে নিজের ইচ্ছটা যা সুন্দর সুন্দর স্বপ্নময় টা বিসর্জন দিতে হয়...

এর কষ্টের কি আর আছে...

৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা। দারুন আবেগ।

০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৩

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ জ্বনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.