নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

পাখির চোখে বিশ্ব দেখি (ছবি ব্লগ-০১)

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৪

জবা ফুল, ঈশ্বরদী,পাবনা থেকে তোলা(ফয়সাল ভাই)।

চলো পাখির চোখে বিশ্বটাকে দেখি,
চলো অন্য রকম স্বপ্নটাকে খুঁজি।
চলো দুঃখ ভুলে পৃথিবীতে বাঁচার মত বাঁচি।। ছোট থেকেই ঘোরাঘুরিটা পছন্দের। তাই সময় পেলেই যান্ত্রিকতা ছেড়ে বেরিয়ে পড়ি। কাছে বা দুরে কোথাও, একা বা সবান্ধবে । প্রকৃতি ও জীবনকে খুব কাছ থেকে দেখি। ভালোলাগা মুহূর্তগুলো ধরে রাখি ক্যামেরার ক্লিকে, মনের খাতায়, স্মৃতির পাতায়--- --- ---

ছবিগুলো তোলা ২০১২ সালে, ঈশ্বরদীর পাকশীতে। সেখানকার পদ্মানদী, মানুষের জীবনযাত্রা আর নিজের অভিজ্ঞতার আলোকে আজকের এই লেখা।
১.ভাঙ্গাচোরা পাকশী রেলওয়ে স্টেশন।

২. বলুন তো, এই ট্রেনে কয়টি বগি আছে???

৩. হার্ডিঞ্জ ব্রীজ, বাংলাদেশের বৃহত্তম রেল সেতু, একে পাকশী সেতুও বলে। বাম পাশে লালন শাহ সেতু।

৪. কাশফুল, নৌকা ও আখের ক্ষেত

৫. মহিষের ঘাম গ্রন্থি কম, তাই গরম কালে ওরা পানিতে গা ভিজিয়ে রাখে।

৬.পদ্মানদী ও জেলে নৌকা। কোন এক কুবের(জেলে) কাজ শেষে, কপিলার সন্ধানে গিয়েছে।


৭. আহ্, এমন দৃশ্য দেখলেই মন ভালো হয়ে যায়। আপন মনে গেয়ে উঠি বেসুরো গান-----
দে দে পাল তুলে দে
মাঝি হ্যলা করিস না,
ছেড়ে দে নৌকা
আমি যাব মদিনা।

৮.লালন শাহ্ সেতু

৯. লালন শাহ্ সেতু, নীচে পদ্মানদী। এখানে নদীর প্রস্থ খুবই কম।

চলুন এবার ফেরা যাক।
কৃতজ্ঞতাঃ মিনহাজ ভাই, ফয়সাল ভাই।
Camera: Canon EOS kiss X2
10.09.12

বি.দ্র.: অনিরাপদ লোকের ছবি দেখা কি নিরাপদ হল??

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩

শাহিন বিন রফিক বলেছেন: খানিকটা ধোঁকা টাইপের হয়ে গেল না, আপনি অনিরাপদ নাকি আমার মত প্রথম পাতায় লেখার অনুমতি এখনো পাননি।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
সামু আমাকে পর্যবেক্ষণে রেখেছে।

মডুরা ৩ দিনের কথা বলে কয় মাস যে ঝুলিয়ে রাখবে??X(X(

২| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭

শাহিন বিন রফিক বলেছেন: এই মডুরা আমাকো পাগল ভাবছে, তিন দিন কি তিন মাস হয় নাকি? বললেই পারত যতদিন আমাদের মন না চাইবে ততদিন নো সুযোগ।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাঁ ভাই।

ব্লগারদের সেফ করার প্রসেসে সমস্যা আছে। এর জন্য অনেকে ব্লগেই আসে না। যেদিন সেফ হব মডুদের ঝাড়ব।

আমি অবস্য আপনাদের কাছে মন্তব্য-টন্তব্য ভালোই পাই। প্রথম পেজে অনেকে এও পায় না:P

৩| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪০

গোলাম হাসনাইন আসাদুজ্জামান বলেছেন: অসাধারণ মুহর্ত কেটেছে আপনার!
ইস!

১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

সব দিনই তো আর ভালো যায় না, ভাল মন্দ নিয়েই জীবন। তবে প্রতিদিনই ছোট-খাটো ভাল কিছু থাকে। ওগুলো এক সাথে করেন, দেখবেন আপনার জীবনও অন্যরকম মনে হবে। সেটা হয়তো আমার চাইতেও সুন্দর।

৪| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১:০২

ওমেরা বলেছেন: ১ ছাড়া সব কয়টা ছবি ভাল লাগছে।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।। গুরু??? মন খারাপ? আমার ষষ্ঠ ইন্দ্রিয় ক্যামন একটা সংকেত দিচ্ছে?:(:(

আগের কোন কথায় কষ্ট পেলে ক্ষমাপ্রর্থী। ওভাবে বলাটা বোধ হয় ঠিক হয় নি।

ইদানিং সামুর উপর মেজাজটা গরম হয়ে থাকছে।

৫| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে ++


আপনার বাড়ী কী পাকশীর দিকে নাকি !!! :)

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কবীর ভাই। প্রোপিক টা রেখে দিয়েন।।

শুধু ছবি কেন? আমাদের দেশটাই সুন্দর।
বাড়ী আমার রাজশাহীতে
চাকরি করি দেশ-বিদেশে,
আপনি এসে দিলেন হেসে
যাব দেশকে ভালোবেসে।

৬| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৭

ওমেরা বলেছেন: আরে———— শিষ্য!!! আপনি কোথায় আমাকে কি বলেছেন যে আমি মাইন্ড করব তেমন কিছু তো মনে করতে পারছি না !

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও --- তাই।
ভাল।
শান্তি পেলাম।
ব্লগাররা যে উদার মনের হয়। এই কূপমণ্ডূক তাহা ভূলিয়া গিয়াছিল।

কিন্তু মডুদের আচারণে, আমি যে কষ্ট পাচ্ছি? তার কী হবে???

৭| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭

ওমেরা বলেছেন: শিষ্য আপনি যে নিজেই একজন মুডো তাহা কি আমি জানি না ভেবেছেন !!!

১৮ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক, আপনি যে আমার মত ডেডো মাথার লোক নন জেনে খুশি হলাম। আমি তো ভাবছিলাম আপনি কনজারভেটিভ!!

খেজুরে আলাপ তো অনেক হলো। এখন চারা গাছ জন্মায় কি না তাই দেখার বিষয়!

৮| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংলার ছবিগুলো প্রাকৃতিক হয়েছে।

মানুষ কর্ম, বাড়ী ফেলে প্রকৃতি দেখার জন্য চলে যেতে পারে না; তাই প্রকৃতি ধরে রাখার চেষ্টা করতে হবে সরকারকে ও মানুষকে

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ গাজী ভাই। আপনাকে মন্তব্য করতে ভয় হয়। কি বলি আর কি বুঝে ফেলেন!

রোহিঙ্গাদের কারনে কক্সবাজারের পরিবেশ বস্তির মত হয়ে গেছে। পাহাড় কেটে বাড়ী বানানো হচ্ছে, গাছপালা, বন-জঙ্গল উজাড়। তাই প্রকৃতিও বিনষ্ট। গত জানুয়ারিতে এসব দেখে খুব কষ্ট পেয়েছি। ছবি তোলার আগ্রহ উধাও হয়ে গিয়েছিল।।

৯| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: জবা ফুলের ছবিটা মনকাড়া।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)মাইদুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।

ভাই! ওরকম ছবি সহজে তোলা যায় না। হাজারটার মধ্যে ২-১ টা হয় আর কি! আমিতো তাও পারি না:(

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.