নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে!!(গান)

২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪২

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে।


গানঃ তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে।
শিল্পীঃ সমবেত সংগীত (মূল সংগীত- আপেল মাহমুদ)
সুরকারঃ আপেল মাহমুদ


তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেব রে.....(২)
আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি
শক্ত করে রে.....(ঐ)

জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই....ও.....ও.....ও

ঘর-বাড়ির ঠিকানা নাই
দিন-রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই।
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর-মাঝি রে....এ.....এ...(ঐ)

জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জোছনার দৃশ্য চোখে পড়ে না
তারাও তো ভুলে কভু ডাকে না (না...না...না)

বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়।
হাতছানি দেয় বিদ্যুত্‌ আমায়
হঠাত্ কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়।

তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে....এ....এ.....হই-(ঐ)

টাইপিংঃ দৃশা
ছবিঃ নেট থেকে

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:

২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল কবীর ভাই।

ধরেন, গান ধরেন? আমরা তাল দিচ্ছি? হই-------

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেব রে.....

২| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি তো দেখি গানপাগল লোক! শাকবীর ভাইও!!

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই।

গান ধরবেন নাকি? হেই---
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেব রে.....

৩| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৯

তারেক ফাহিম বলেছেন: আমার অনেক ভালো লাগে B-)

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফাহিম ভাই! আমাদের ভালোলাগার মধ্যে মিল আছে:)

তারেক ভাই? আমার পোস্টের ছবিটা ভালো লাগছে না:(। ছবি কত বাই কত দিলে ভাল হয়? আইডিয়া দেন??
ভালো থাকবেন।

৪| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি তো দেখি গানপাগল লোক! শাকবীর ভাইও!!

হা, হা, হা... ভাই আরেকটা শুনেনঃ


২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):)

শুধু কি আমি?? আপনিও তো কম যান না??
আপনার নতুন পোস্ট কই??

৫| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

তারেক ফাহিম বলেছেন: আমার কাছে মন্ডল ভাই মানে গ্রেইস্কেল সাদা মানব আর্ট B-)
আমার কিন্তু আপনার ছবিটি ভালো লাগে। ছবিতে মন্ডল মন্ডল ভাবতো আছে ;)

নিক যখন খুললাম তখন দিয়েছিলাম, আমি কিন্তু ক্রপ করা ছাড়াই দিলাম নিয়ে নিলো :D

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে ফাহিম ভাই! আমার প্রোপিক না?
লেখার সাথে পোস্ট করা ছবি, কি মাপের দিব তাই জিজ্ঞেসা করছি???

আপনি সেই একমাস আগে লিখেছেন? নতুন কিছু লিখুন, পড়ি।।

৬| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৮

শামচুল হক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ শামচুল ভাই।

আচ্ছা আপনার নাম কি সত্যি শামচুল নাকি শামছুল??

৭| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩০

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: **শাহরিয়ার কবির ** দাদাকে ধন্যবাদ। উনার কমেন্ট থেকে গানটা শুনলাম। সত্যি দারুন।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবীর ভাই ব্লগের এক রত্ন।

আপনাদের ধন্যবাদ জানাই।

৮| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: গায়ের লোম দাড় করিয়ে দেয়ার মতো গান।সঙে কিছু বাড়তি লেখা থাকলে আরো ভালো লাগতো।
শুভকামনা :)

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তা আর বলতে, রে ভাই? অনেকে বলে তরুণরা নাকি এসব গান পছন্দ করে না। এটা একদম ডাহা মিথ্যা কথা।

আজকের প্রথম আলোতে, আলাদা বিনোদন অংশে এই গান সম্পর্কে লেখা দিয়েছে।

৯| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪

মাআইপা বলেছেন: বাংলাদেশের এই অমর গানগুলি থাকবে আজীবন।
“পাড়ি দেব রে”- হবে, নাকি “পাড়ি দিব রে”- হবে ?
শুভ কামনা রইল।

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই গানগুলো অক্ষয়, যেমন কথা তেমন সুর।

দেব(/দিব) যাই লিখি না কেন গাওয়ার সময় ভোকাল উচ্চ হবে এবং (পাড়ি ----দেবোও --- ও--- রে----) উচ্চারিত হবে।

১০| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারন! আপেল মাহমুদকে ধন্যবাদ।তবে আজ শাহরিয়ার কবির ভায়ের জন্য গানটি শোনার সৌভাগ্য হল।আমার মতে যেন, কন্ঠে নিজাম ভাইয়া,তবলায় কবির ভাইয়া আর সহ কন্ঠে ফাহিমভাই,শামচুলভাই,সজ্ঞীবদা, ফয়েলভাই মিলে সমবেতকণ্ঠে গানটি পরিবেশিত হল। দারুণ উপভোগ বটে ।আমার অবশ্য একটা ভূমিকা ছিল।নিতান্ত শ্রোতামাত্র।
ধন্যবাদ সকলকে।শুভেচ্ছা অনন্ত।

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হা... হা... হা.... ... দারুন বলেছেন। এরা সবাই তো ব্লগের রত্ন।

গানটি প্রথম গাওয়া হয় কলকাতার বালীগঞ্জের ৫৭/৮ দোতলা বাড়ীতে, ১৯৭১এর জুনে। শিল্পী ছিলেন রথীন্দ্রনাথ রায়।

এবার ভাবুন, আপনাদের অবদানও কি কম??

১১| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১০

খালেদা শাম্মী বলেছেন: ভাল লাগা একটি গান। ধন্যবাদ আপনাকে নিজাম সাহেব, এভাবে এই গানগুলি দেয়ার জন্য :)

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শাম্মী? আপনাকেও ধন্যবাদ।

ক্যাম্পাসের হোস্টেলে থাকতে মাঝেমাঝে সবাই মিলে গাইতাম। এটা ছিল তার মধ্যে একটা।

১২| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:



আমরাও একত্রিত হলে মাঝে মাঝে এই গানটি গাই।

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যা বলেছেন গাজী ভাই! আপনিও গানভক্ত শুনে খুশি হলাম।

এ গানে তেমন কোন যন্ত্রের ব্যবহার নেই। তার পরেও যখন গাওয়া হয়, শুনতে মধুর লাগে। রক্ত কেমন টগবগ করে ওঠে।

ভালো থাকবেন।

১৩| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ,ভাইয়া।গানের প্রতি আপনার অনুরাগ দেখে মুগ্ধ হলাম।আমাদের আড্ডা এভাবে চলতে থাকুক।শুভেচ্ছা অনন্ত।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মিঃ পদাতিক চৌধুরি! নেটে আছেন? আওয়াজ দিন?

১৪| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আমার জিও নেট রাতে প্রচন্ড স্লো চলে।খুব সমস্যা হয়।তুলনায় দিনে সময় পাই না অথচ তখন তবুও পরিসেবা থাকে।আজকে যেমন সন্ধে থেকে দশ/বারো বার ব্লগে ঢোকার চেস্টা করেছি।আর এখন খেতে যাব....

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক আছে! পরে কথা হবে।

১৫| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ প্রমানিক ভাই। আমি আজ প্রথম আপনার মন্তব্য পেলাম। ভালো লাগল।

শুভ রাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.