নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

আলগা করো গো খোঁপার বাঁধন, দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।(গান)

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৪

ইদানিং ব্লগের প্যাচাল, ক্যাচাল ভালো লাগছে না। কয়েকদিন ধরে অনেক তো জ্ঞানের কথা হল। আজ না হয় একটু বিনোদন করা যাক, আড্ডা দেই, গান গল্প করি।

গানঃ আলগা করো গো খোঁপার বাঁধন।
বিভাগঃ নজরুল গীতি
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
শিল্পীঃ মোহাম্মদ রফি
টাইপিংঃ মুসাফির



আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।
বিনোদ বেণীর জরীণ ফিতায়
আন্ধা ইশক মেরা কাছ গ্যেয়ি।।

তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিলো লোভী আমার মন।
বেহুঁশ ওকার গিরপরি হাতো
ম্যেবাজুবন্দ ম্যে বাছ গ্যেয়ি।।

কানেরও দুলে প্রান রাখিলে বিধিয়া
আঁখফিরা দিয়া চরিকার নিন্দিয়া।
দেহের ও দেউড়িতে বেরাতে আসিয়া
অর নেহি ও ওয়াপাস গ্যেয়ি।।

(গানটা খুব কঠিন। চলেন সবাই মিলে গাই---- ♪♪♪)

কাটখোট্টা নজরুল গীতি যাদের পছন্দ নয়, তারা এলিয়েন ডান্স দেখতে পারেনঃ ( কনজারভেটিভরা এড়িয়ে যাবেন)

https://m.youtube.com/watch?v=yL8U8aAuF7E
ছবিঃ নেট থেকে।

মন্তব্য ৭০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: এখন নজরুল সংগীত কেউ শুনবে না একখানা ক্যাচাল বাধানো পোষ্ট দেন, সবাই ঝাঁপিয়ে পড়ুক।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তারেক ভাই?

এমনিতেই মনে অশান্তি। ক্যাচাল করতে ভালো লাগছে না। আপনি প্যাচাল করতে চাইলে, সেটা আলাদা কথা। আপনাদের সাথে প্যাচাল করাও আনন্দের।

ভালো থাকুন।

২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫২

আকতার আর হোসাইন বলেছেন: আহা! প্রিয় কবির গান...

আমার ব্লগে দাওয়াত রইলো।

প্রিয় কবিকে নিয়ে একটি লেখা আছে..

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

দাওয়াত খাইতে অহনই যাইতাছি।

৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


আপনি কি মিউজিকে আছেন?

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হা হা হা

শ্রদ্ধেয়? আমি সঙ্গিত পছন্দ করি। একা একা টুকটাক গাই। এই আর কি--

চলেন কাওয়ালি গাইঃ

আ.....আ.....আ........
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি---ই......

৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: কই এত গান গাচ্ছো শোনা তো যাচ্ছে না!

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):D

সব কথা বলে না হৃদয়,
কিছু কথা বুঝে নিতে হয়।

আপামনি, ক্যামন আছেন??

৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৩

সৈয়দ তাজুল বলেছেন:
বাহ কী আয়োজন। প্রশংসা যোগ্য।

রসগোল্লা কোথায়! রসগোল্লার কোন আয়োজন নাই নাকি? :(

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রসের গোল্লা খাবেন! খাঁড়ান, আপনারে ঠ্যাঙামু:P

একটা পোস্ট দিয়ে, ওই কুমিরের বাচ্চাই সারাদিন দেখান X( আপনার লেখা সুন্দর। নতুন কিছু লিখেন না ভাই?

৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


বিলিয়ার রহমান কি করছেন, কি বলছেন?

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয় আমি তাকে খারাপ কিছু বলিনি:(:(:(

বিলির ২৬ তারিখের পোস্টটি মন্তব্য সহ পড়েন। বুঝতে পারবেন।

৭| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০

সৈয়দ তাজুল বলেছেন:
মজা দিলেন। =p~ লন, এবার খান। আপনি তো আর দিলেন না, আমারটাই খান।




আমার লেখার হাত ভাল এটা আপনি কী কন!
আপনার অনুপ্রেরণা আমায় সত্যি উৎসাহ দিচ্ছে। কর্মজীবন আসলেই একটু ব্যস্ত ব্যস্ত ভাব। আর এই ভাব ভাব অবস্থায় ব্যস্ততা সত্যি সত্যি এসে আক্রমণ করে বসে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই। আপনি খুব আন্তরিক।

ব্যস্ততা, কম-বেশী সবারই আছে। প্রতিদিন কয়েক মিনিট সময় বের করে টুকটাক লিখুন। তাহলেই হবে।

৮| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

সৈয়দ তাজুল বলেছেন: বিলিয়ার রহমান বলেছেন: I am fed up. Bye Bye tata Samu for few years.
একথা কেন বলল বিলিয়ার রহমান?

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সে কয়েকজনের উপর অভিমান করেছে(লিস্টে আমিও থাকতে পারি)। এটা তার অভিমানি মন্তব্য।

তবে আমি চাই ও ফিরে আসুক। সে তার মত লিখুক। খুনসুটি শেষে আমরা এক হয়েই থাকি।

৯| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর গান।

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার সাথে একমত। কিন্তু এটা তো প্রেমের গান?

১০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৯

সৈয়দ তাজুল বলেছেন:
ইনশাআল্লাহ এখন থেকে সবসময় পাশে পাবেন।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

আমরা এক সাথেই থাকবো।

১১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৪

নূর-ই-হাফসা বলেছেন: https://youtu.be/7asf0qsO3Vc

 https://youtu.be/t1dVen8SQSY
এই দুই টা গান কাল আর আজ মিলে শতবার শুনা শেষ ।
আপনার গুলো পরে শুনবো । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপামনি??? আপনার গানগুলো তো সাংঘাতিক?

আমার গানগুলোর বেশীরভাগই ছেলেদের পছন্দের। এসব আপনার কি ভাল লাগবে??:(

১২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৬

নূর-ই-হাফসা বলেছেন: https://youtu.be/t1dVen8SQSY

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইউটিউব রাখেন। আমার গান শোনেন।

আ.....আ.....
মোর প্রিয়া হবে এসো রানী
দেবে খোপায় তারার ফুল:P

১৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: গান ছেলে মেয়ে নেই । সব এ শুনা যায় ।
https://youtu.be/l2BooJEP8aM
এইটা ছেলেদের গান । কিন্তু আমি বহুবার শুনেছি ।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার পছন্দ আছে।

১৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: https://youtu.be/l2BooJEP8aM

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহারে !

আপা আমার কত কষ্ট করছে:(:(

১৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪১

নীলপরি বলেছেন: গানটা ভীষণ প্রিয় । শোনানোর জন্য ধন্যবাদ ।

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পরি আপা?

গানের লিংক তো দেই নি! আপনি শুনলেন কীভাবে?? গায়েব থেকে আমার গান শুনলেন নাকি??:P

১৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৭

নীলপরি বলেছেন: https://youtu.be/ujUcHhM7j58 -- আপনিও শুনুন ।

আপনি মনে করালেন , আমি নেট থেকে শুনলাম ।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ পরি আপা।

আমি সাধারণত লিংক দেই না। নিজেই টুকটাক গাই।

১৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

মাআইপা বলেছেন: চমৎকার একটি গান। সর্বকালের জন্য উপযোগী।
শুভ কামনা রইল।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভ রাত্রি।

১৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:২৩

নূর-ই-হাফসা বলেছেন: https://youtu.be/b--STY4eq4I। একসাথে অনেক গুলো গান । ছেলেটার ভয়েস অনেক বেশি সুন্দর ।

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল আপামনি।

আগে তো ভাবতাম আপনি কনজারভেটিভ। এখন তো দেখছি আপনি তুখোড় গানপাগল।

সকালবেলা গান শুনবো না।

১৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:২৬

নূর-ই-হাফসা বলেছেন: https://youtu.be/b--STY4eq4I

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

আপনি পোস্ট দিলে আপনারেও জ্বালায়ে মারুম। হু----

২০| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভাবিজান কোথায়? ধন্যবাদ,ভাবিজানকে যিনি আপনার মনকে এত রঙিন করে রেখেছেন।গান শুনে হৃদয় উঠলো বড় নেচে।
ভাল থাকুন। অন্য প্রসঙ্গে বলি যে এখানে নেট পরিসেবা যে কোন সময় বন্ধ হতে পারে।শুনছি অন্তত তিনদিন বন্ধ থাকবে। যেটুকু পারি তাই ক্যাচাল করে নিই।

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল ভাই।

আমরা সব্বাই ভালো আছি।

তা নেট বন্ধ থাকবে কেন??
নতুন কোন ঝামেলা যাতে না হয়, সেই জন্য?? তাহলে একটু কষ্ট হলেও সবর করেন। আমরাও আপনাদের সাথে আছি।

২১| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১

শায়মা বলেছেন: ভালা আছি! ভাবছি খোঁপা নিয়ে একখানা পোস্ট দেবো!!!!!!

কত রকম খোঁপা !

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল, আমার কিউট মিউট সুইট আপামনি।

দিন দিন! তাড়াতাড়ি দিন! দারুন হবে!!
দেশী, চীনা, কোরিয়ান, জাপানিজ কত্তো রকম স্টাইল আছে।

ব্লগের জন্য একটা সম্ভব্য দুঃসংবাদ আছে। আমি কাল রাতে আন্দাজ করেছি, কয়েকদিন পর হয়তো সত্যিও হবে:(:(:(

২২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২২

শায়মা বলেছেন:
আরে দূর দূর!

আলাই বালাই কালাই!!!!!

ব্লগের কত দুঃসময় দেখলাম!!!

এই সবে ডরে না বীর! ফুহ !!!!!!

:P

জাহান্নাম যাক সকল দুঃসময়!!!!!!!!!

যাক খোঁপা নিয়ে লেখার আগে কয়েক প্রকার খোঁপা চিত্র দেখো!!!!! :)



২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথমটা ভালো লাগছে! :)

কিন্তু পরের গুলো:(:(:(

গান শুনবেন?
তুমি খোঁপায় বেধেঁছো শাপলার ফুল
নাকি তোমার মন
আমি জীবন বেধেছি, মরণ বেধেছি
ভালবেসে সারাক্ষন, ভালবেসে সারাক্ষন।।

২৩| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: নিজাম ভাইয়া আমাদের এখানে এর আগে চন্দননগর,দত্তপুকুর প্রভৃতি স্থানে এরকম সমস্যায় সরকার আগে নেট পরিসেবা বন্ধ করে দিয়েছিল।এবার রামনবমীকে কেন্দ্র করে ঘটা গন্ডগোল প্রায় সারা রাজ্যকে গ্রাস করেছে।সেজন্য এমন আশঙ্কা করছি।

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাই হোক, দিন শেষ ভালো খবরের প্রত্যাশা করি।

জয় হোক মানবতার।

২৪| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি গান ভালবাসেন তাই মাঝ মাঝে

গান পোস্ট করেন ব্লগে।

গল্প/কবিতা চাই।

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাইদুল ভাই!!

আমার কবিতা ভালোলাগে না, আর লিখতেও পারি না। রাজনীতি ভালোলাগে, কিন্তু ওটা নিয়ে লিখলেই ক্যাচাল বাধে। তাই গান-গল্প, হাসি-আড্ডা এসবের মধ্যেই সময় কাটাচ্ছি।

২৫| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬

সৈয়দ তাজুল বলেছেন:

নতুন কবিতা, "ফাঁসি"

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
দাওয়াত কবুল করলাম। আইতাছি ---

২৬| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভিন্ন রকমের বিনোদন, ভাল লাগল। ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আপনাকেও ধন্যবাদ খুরশীদ আলম ভাই।

ভালো থাকবেন।

২৭| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

সাইন বোর্ড বলেছেন: খুব ছোট বেলা থেকেই গানটি অামার প্রিয় ।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওরে ভাই!!

গানটা আমারও প্রিয়। কিন্তু দু-লাইন পর আর গাইতে পারি না, সুর উল্টাপাল্টা হয়ে যায়:(:(

২৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার সাথে একমত। কিন্তু এটা তো প্রেমের গান?


সব কিছুর সাথে প্রেম মিশে আছে।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

সত্যি, সব কিছুর সাথে প্রেম মিশে আছে।

২৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালোই লাগছে।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভ রাত্রি।

৩০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

ভালো থাকবেন।

৩১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৯

অর্ক বলেছেন: মোহাম্মদ রফি’র গলায় গানটা শুনেছি! ওনার স্বাভাবিক দুর্বলতা ছিল উচ্চারণে! যথার্থই বলেছেন, গানটা খুব কঠিন। নজরুলগীতি গাওয়াই কঠিন। আমার আরেকটা খুব প্রিয় নজরুলগীতি হলো, ‘আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর/ কে সেই সুন্দর কে...’। আরেকটা গান ’শাওনও রাতে যদি স্মরণে আসে মোরে...’ মান্না দে গেয়েছিলেন ওপার বাংলার বিখ্যাত একটি পুরনো চলচিত্রে। অসাধারণ ও খুব প্রিয়। এই গানটি হঠাৎ ইন্টারনেটে সতিনাথ মুখোপাধ্যায়কে গলায় শুনলাম। দারুণ ভালো লাগলো। তিনিও যারপরনাই ভালো গেয়েছিলেন!

আপনার আলোচ্য গানটি বাঙলা ভাষী কোনও শিল্পীর কণ্ঠে কখনও শুনিনি। শুনলে নির্ঘাত মোহাম্মদ রফি’র থেকে বেশ ভিন্ন শোনাতো।

ধন্যবাদ ও শুভকামনা।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

আমি টুকটাক গাই। কিন্তু নজরুলগীতি পারি না। কয়েক লাইন গাওয়ার পর তাল ঠিক থাকে না:(:(

৩২| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: নজরুলের অন্যতম একটা জনপ্রিয় গান।
একটু কঠিন হলেও এর সুর, তাল, লয় আর বিষয়বস্তু একে সবার কাছেই গ্রহণযোগ্য করেছে।
ধন্যবাদ ভাই।

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি চার লাইন ভালোই পারি, তার পরে:(:(:(

৩৩| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমিও তাই.......

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও:(:(

আসেন ভাই কোলাকুলি করি!!

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এই গানটা আমার যে কি প্রিয় তা ভাষায় প্রকাশ করতে পারব না।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কবি? আমাদের পছন্দের মিল আছে।

৩৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.