নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।(গান)

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫১

গানঃ সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো।
বিভাগঃ হাসন রাজার গান
গীতিকারঃ হাসন রাজা


তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। অন্য নাম অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী(ছদ্মনাম)। তিনি বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে, তা হাসন রাজার।


সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।

কবে ক’নে হইল আমার তার সংগে দেখা
অংশীদার নাইরে তার সে তো হয় একা ।।

রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা
সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা।।

হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা।।

মুখ চাইয়া হাসে আমার যত আরি পরী
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি।।

মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের একটি দৃশ্য

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


রাজা যকি নিজে গান গাইতেন?

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভেচ্ছা শ্রদ্ধেয়।

আজকে পোস্ট দিবেন না?? লিখুন, লিখুন:)

২| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



স্যরি, রাজা কি নিজেও গান গাইতেন?

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়?

হাসন রাজা নিজেই গান লিখতেন এবং গাইতেন?

৩| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি হাস ন রা জা র গা ন প ছ ন্দ করি ।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।

নেশা লাগিলো রে /বাঁকা দু-নয়নে
নেশা লাগিল রে,
হাসন রাজা পেয়ারির প্রেমে-----

৪| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর একটা গানের কথা স্মরণ করিয়ে দিলেন, ভালো লাগলো।

হাসন রাজা নিজে গান গাইতেন সেটা জানতাম না আমি। আজ জেনে ভালো লাগলো।

আপনি ২নং মন্তব্যের প্রশ্নটা বুঝেননি সম্ভবত। চাঁদগাজী ভাই, হাসন রাজা'র কথা জিজ্ঞেস করেছিলেন।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও, ধন্যবাদ নয়ন ভাই।

এক্ষুনি ঠিক করে দিচ্ছি। (ছি..ছি..আমি আবার নিজের গুনগান শুরু করলাম:P)

৫| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

শামচুল হক বলেছেন: হাসান রাজার গান খুব ভালো লাগে।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ হক ভাই।

হাসন, লালন, শাহ আব্দুল করিম এই তিনজন আমার প্রিয়।

৬| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সমস্যা নেই মন্ডল ভাই, সংকোচ বোধ করবেন না।
লিখেযান অবিরত, শুভকামনা আপনার জন্য সবসময়।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক আছে নয়ন ভাই!

আমরা তো ভাই ভাই
নিজেদের মধ্যে,
সংকোচ করতে নাই:)

ভালো থাকবেন।

৭| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আবার একটি সুন্দর হাসন রাজার গান।ভাইয়া,আপনি গান বাধুন, আর আমরা শুনে যাই।ফাইন, ভাল থাকুন।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে! দাদা যে??

ক্যাম্পাসে থাকতে আমরা কয়েকজন, নিজেদের মধ্যেই গানের প্রতিযোগিতা করতাম। তখন দু-চার লাইন করে অনেক গান শিখেছি:P

৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হাসান রাজার একটি জনপ্রিয় গান। শেয়ার করার জন্য ধন্যবাদ।।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই।

সবাই এটা ওটা নিয়ে লিখছে। দু-একটা গান না হলে, ব্লগে বৈচিত্র আসছে না। তাই আর কি:):)

৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫০

ভুয়া মফিজ বলেছেন: আমার একটা প্রিয় গান। ইউটিউব থেকে শুনলাম, অনেকদিন পর। মনে করিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

লিংক দিলাম না ভাই। অনেকে তাতে হকার ভাবে:P

ভালো থাকবেন।

১০| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৫

শায়মা বলেছেন: সুন্দর গান! :)

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ প্রিয় আপামনি!!

আরেকটা শুনাই-----
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি,
মানুষ ভজলে সোনার মানুষ হবি।।

১১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: ক্যাম্পাসে থাকতে আমাদের প্রিয় খেলা ছিল আন্তাকসরি।যারা হারতো,শাস্তি ছিল অন্যদের খাওয়াতে হবে।সে সব দিনের মজাই আলাদা।আর চারটি চা আটটি করে খাওয়া কিমবা বিখ্যাত ডবের চপ খাওয়ানো আজও স্মৃতিতে জ্বলজ্বল করছে।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার স্মৃতি তো দারুন দাদা। আমারি তো হিংসে হচ্ছে:)

আপনাদের জাতীয় সংগীত টাইপ করেছি। সময় করে একদিন দিব।

১২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫১

মাআইপা বলেছেন: দারুণ একটা গান আজকেও মনে করিয়ে দিলেন।
পর্যায়ক্রমে আরো দেন।
শুভ কামনা রইল।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

গানগুলো আগে খুব গাইতাম। সামনের দিন লালনের গান হবে।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
চমৎকার!!
তবে আজকের পোস্ট কই ভাই??

০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কয়েক দিন ব্যস্ত ছিলাম ভাই।

আজকে পোস্ট দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.