নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

♣♣♣ মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। (লালন গীতি)

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

লালন (জন্ম:১৭৭২ - মৃত্যু:১৭ অক্টোবর,১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি। যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। তার গানের মাধ্যমে উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাকে ‘বাউল সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।

লালনের গানঃ
লালনের গান লালন গীতি বা লালন সংগীত হিসেবে পরিচিত। লালন তার সমকালীন সমাজের নানা কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সামাজিক বিভেদ ইত্যাদির বিরুদ্ধে গান রচনা করেছেন।

তার কয়েকটি উল্লেখযোগ্য গানঃ
*** ধন্য ধন্য বলি তারে----
*** মিলন হবে কত দিনে----
*** প্রেম রসিকা হব কেমনে----
*** সময় গেলে সাধন হবে না---
*** বাড়ির পাশে আরশি নগর---
*** আর আমারে মারিস নে মা----
*** জাত গেলো জাত গেলো বলে----
*** এসব দেখি কানার হাট বাজার----
*** মানুষ ভজলে সোনার মানুষ হবি----
*** তিন পাগলে হলো মেলা নদে এসে----
*** দেখ না মন, ঝকমারি এই দুনিয়াদারী---
*** আমারে কি রাখবেন গুরু চরনের দাসী---
*** সব লোকে কয় লালন কি জাত সংসারে----
*** বল স্বরূপ কোথায় আমার সাধের পিয়ারী----
*** ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্ব সাধন সিদ্ধ---
*** খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়---
*** আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময়, পারে লয়ে যাও আমায়---

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

একটি গানে লালনের প্রশ্নঃ
‘‘এমন সমাজ কবে গো সৃজন হবে। যেদিন হিন্দু, মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে।।


সাঁইজীর মত আমরাও চাই সোনার মানুষ, সুন্দর সমাজ। যেখানে মানুষের মধ্যে থাকবে সম্পৃতির বন্ধন। আমরা চাই এক সুন্দর আগামী, সংঘাতহীন পৃথিবী।।

কৃতজ্ঞতাঃ হাসান জাকির ৭১৭১
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
ছবিঃ নেট থেকে।

মন্তব্য ৬২ টি রেটিং +১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: লালনের গানগুলো অর্থ জানেন ?


বাউল সম্প্রদায় সম্পর্কে যারা পড়াশোনা করেছেন তাদের কাছে প্রয়াত লেখক আহমদ শরীফের “বাউল তত্ত্ব” এবং লালন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিমের “বাংলাদেশের বাউল- সমাজ, সাহিত্য ও সংগীত” নামের বই দুটো খুবই পরিচিত।


এই বই দুটি পড়তে পারেন ।।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবীর ভাই, আপনার প্রোপিক কি মাসে মাসে চেন্জ হয়??:(

এক সময় লালন গানে পাগল ছিলাম। গানগুলো আধ্যাত্মিক টাইপের। এর হালকা পাতলা অর্থ জানি, বিস্তারিত নয়।

ভাবছি বই দুটি সংগ্রহ করব। ধন্যবাদ।:)

২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: লালনগীতি শোনা হয়না ধন্যবাদ শেয়ার করার জন্য

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। লালনগীতি শোনা ভাল। মাঝেমধ্যে শুনবেন।

ভাবছি এই গান নিয়ে একটা পোস্ট দিবঃ

আমার প্রান ধরিয়া মারো ------

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লালনগীতি আর লালন সম্পর্কে একজন বিশেষজ্ঞ (!) ব্লগার ছিলেন। তাকে বহুদিন ধরে ব্লগের শোভা বাড়াতে দেখি না। :-B

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চলেন ভাই সবাই মিলে তাকে খুঁজি।

আপনারও প্রোপিক চেন্জ:(

৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ দিতে পারেন । এই গান অনেক বার শুনা শেষ । এখন আগের মতো ভালো লাগে না

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আচ্ছা, শিরোনাম ঠিক রেখে টপিক চেন্জ করে দেব:(

৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রোপিক চেঞ্জের ধুম পড়েছে তাই আমিও তাতে যোগ দিলাম। :)

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও, তাই বুঝি।:)

৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মাঝে মাঝে গুনগুন করে গায়

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গান গাওয়া ভাল।

কবিতা লিখুন আর গাইতে থাকুন----

৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: লালন মাটি ও মানুষের গান গেয়ে গেছেন তাই লালনের ভাল লাগে।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই। সাঁইজির গানগুলো মানুষ ও মানবতার কথা বলে।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: কি দিন গেছে ৭০ দশকের মাঝ থেকে । লালনের গান । কারো কারো ফকিরদের সাথে ভাব ছিল, চলে আসত , কল্কি সাজিয়ে দম দিয়ে লালনের গান আর মাঝে মধ্যে কোন বিজ্ঞ সিনিয়র এর ভাব বয়ান করতেন । সেইসব দিন হারিয়ে গেছে , হারিয়ে গেছে সেই মানুষগুলো , ৪০ বছর আগেকার কথা বলছি । টুনটুন ফকিরের গলা ভালো লাগে। লালনের মাজারে যাওয়াই হয়নি কখনো প্লান করেও । ধন্যবাদ একজন পুরাতন সাঁই ভক্তের মনটাকে আউলাইয়া দেবার জন্য।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

আমাদের নতুন প্রজন্মের কাছেও সাঁইজী দারুন জনপ্রিয়। ক্যাম্পাসে থাকতে মাঝেমধ্যে আমাদের গানের আসর বসতো। সেখানে লালনের দু-চারটি গান তো থাকতোই।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২

ইনাম আহমদ বলেছেন: লালনগীতির কথাগুলো চমৎকার। সমাজটা যদি সেগুলোকে গ্রহণ করতো তবে আর এতো হানাহানি থাকতো না।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই।

লালনকে যে যাই বলুক। তার গানের কথাগুলো নিরেট সত্য।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: লালনের কথা ভালো লাগে কিন্তু গান শুনতে তেমন নয় ।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লালনের গানগুলো নতুন ভাবে গাওয়া হচ্ছে, সেগুলো আমার কাছে দারুন লাগে।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


উনার জীবনকালে, ভারতের বহু এলাকায় দারিদ্রতা বেশ চরমে ছিলো; মানুষের কষ্ট ইত্যাদি উনার মনে দাগ কেটেছিলো।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

উনি মানবতাবাদী ছিলেন। তার উপর উনার জীবনটাই তো কেটেছে ইংরেজদের অত্যাচারের সময় কালে।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

Taufik Alahi বলেছেন: ক্রিস্টানোফার ডারসন বলেছেন-‘পৃথিবীর সভ্যতার আদি ভিত্তি হচ্ছে ধর্ম। ধর্মকে ভিত্তি করেই পৃথিবীর সভ্যতাগুলো গড়ে উঠেছিল।

লালনের গান বা মতের সাথে আমার কিছু মতের অমিল আছে ,
একটি রাষ্ট্রও কি এমন আছে যেখানে রাষ্ট্র বা সরকার প্রধান একজন সংখ্যালঘু? উত্তরে বলতে হবে নেই। কোন রাষ্ট্র বা সরকার কেন পৃথিবীতে কয়টা উপজেলা আছে যার চেয়ারম্যান একজন সংখ্যালঘু অথবা কয়টা ইউনিয়ন/ওয়ার্ড আছে যেখানে চেয়ারম্যান/ মেম্বার একজন সংখ্যালঘু। হ্যাঁ কিছু হয়তো আছে, তবে তার শতকরা হার কি ১% হবে? না হবে না। বরং দেখা যায় যে দেশে যে ধর্মের অনুসারী বেশি সেই ধর্মাবলম্বীদের মধ্য থেকেই একজন রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হয়ে থাকেন, সেটা ঐ দেশে যেকোনো রাষ্ট্রীয় ব্যবস্থা চালু থাকুক না কেন। আমেরিকা খ্রিস্টান প্রধান দেশ, তাদের দেশের প্রেসিডেন্ট একজন খ্রিস্টান। চীন বৌদ্ধ প্রধান দেশ, চীনের প্রেসিডেন্ট একজন বৌদ্ধ। ইন্ডিয়া হিন্দুপ্রধান দেশ আর তাই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী একজন হিন্দু। বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ এ দেশের প্রধানমন্ত্রীও একজন মুসলিম। এমনটাই হয়ে আসছে পৃথিবীতে। তা হলে এমনটি কেন হয়? নিঃসন্দেহে ‘ধর্মীয় শক্তির’ প্রভাবেই এমন হয়। তবে পৃথিবীর কোথাও এমনকি দেখা গেছে যে সংখ্যালঘুরা বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে বসবাস করে? উত্তরে বলতে হবে না। বরং যেখানেই যারা সংখ্যালঘু সেখানে তারা একসাথে বসবাস করে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টানরা সংখ্যালঘু আর তাই হিন্দুদের সমন্বয়ে হিন্দুপাড়া, খ্রিস্টানদের সমন্বয়ে খ্রিস্টানপাড়া আর বৌদ্ধদের সমন্বয়ে বৌদ্ধপাড়া গড়ে উঠেছে আমাদের দেশে। তারা যেখানে যে কয়জন আছে একসাথে বসবাস করতে পছন্দ করে। আবার নিউ ইয়র্ক ও লন্ডনে ঠিক একইভাবে মুসলমানরা সংখ্যালঘু, সেখানেও একই চিত্র দেখা যায়। তাহলে কোন শক্তি তাদের একসাথে বসবাস করতে বাধ্য করছে? নিঃসন্দেহে ‘ধর্মীয় শক্তি’।

একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে একজন মানুষের সবচেয়ে কাছের বন্ধুটি তার স্বধর্মেরই হয়ে থাকে, তার বিয়ে-শাদি, ব্যবসায়িক লেনদেন, মোয়ামেলাতসহ সামগ্রিক জীবনাচরণ ধর্মের বলয়েই আবর্তিত হয়। যদি পরিবার গঠন হয় ধর্মীয় নিয়মে, ব্যক্তি ও সমাজজীবন পরিচালিত হয় ধর্মীয় বলয়ে আর দেশের শাসক নির্বাচিত হয় ধর্মীয় প্রভাবে, তবে রাষ্ট্রীয়ভাবে জীবনব্যবস্থা/ শাসনব্যবস্থা হিসেবে ধর্ম কেন নয়? আর ধর্মনিরপেক্ষতার ভিত্তিইবা কোথায়?
ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার অন্যতম গুরু ‘ফিদেল ক্যাস্ট্রো’ জীবনের শেষ দিকে এসে বলতে বাধ্য হয়েছিলেন ‘ধর্মের কাছেই ফিরে আসতে হবে’।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই? এটা কি এই পোস্টের মন্তব্য??

এত বড় মন্তব্য আপনি নিজেই টাইপ করেছেন?
আহা! ধন্য, ধন্য---

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪

সৈয়দ তাজুল বলেছেন: বাউলদের নিয়ে দেখছি ইদানীং খুব বেশি লেখালেখি চালয়ে যাচ্ছেন!
কোন মহৎ উদ্দেশ্য?

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না ভাই।

অন্য কিছু নিয়ে লিখলে খালি ক্যাচাল বাঁধে। তাই আর কি----

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


Taufik Alahi বলেছেন, " ক্রিস্টানোফার ডারসন বলেছেন-‘পৃথিবীর সভ্যতার আদি ভিত্তি হচ্ছে ধর্ম। ধর্মকে ভিত্তি করেই পৃথিবীর সভ্যতাগুলো গড়ে উঠেছিল।
লালনের গান বা মতের সাথে আমার কিছু মতের অমিল আছে । "

-এটা টপ বলেছেন আপনি, " লালনের গান বা মতের সাথে আমার কিছু মতের অমিল আছে । "
আপনারো একটা 'মত' আছে, উহাকে আবার তুলনা করছেন লালনের 'মত'এর সাথে; সেখানে আবার 'অমিল' আছে, টপ!

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়? একি করছেন??

আমরা চাই সোনার মানুষ, সুন্দর সমাজ, মানুষের মধ্যে সম্পৃতির বন্ধন, সুন্দর আগামী, সংঘাতহীন পৃথিবী।।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০২

Taufik Alahi বলেছেন: চাঁদগাজ।
একটি মানুশষ সবার কাছে ভালো হতে পারে না । ধন্যবাদ

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমরা চাই সোনার মানুষ, সুন্দর সমাজ, মানুষের মধ্যে সম্পৃতির বন্ধন, সুন্দর আগামী, সংঘাতহীন পৃথিবী।।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা আধ্যাত্মিক শুনতে গিয়ে যেন মাথা বিবৃতি না হয় সবাধান ভাই !! ;) ;)


ধর্ম এবং দর্শনের উপর নির্ভর করে আধ্যাত্মিকতার ধারনার জন্ম দেয় ; কিন্তু ওরা হল গাজা বাবা.. ;)

নারীর দেহ সাধনা ওদের মূল্য লক্ষ্য !! ;)

আধ্যাত্মিক ফকির মনে করেন এই গানটা ভাল করে দেখুন.....
বুঝেন কিনা !!!
লালন ফকির

কি কালাম পাঠাইলেন আমার শাহী দয়াময়!
একেক দেশের একেক ভাষা কয় খোদা পাঠায়?

এক যুগে যা পাঠায় কালাম,
অন্য যুগে হয় কেন হারাম!
এমনি দেখি ভিন্ন তামাম! ভিন্ন দেখা যায়!
যদি একই খোদার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকে না!
মানুষের সকল রচনা, তাই যে ভিন্ন হয়!
কি কালাম পাঠাইলেন আমার শাহী দয়াময়!

একেক দেশের একেক বাণী,
পাঠান কি শায়-গুণমণি?
মানুষে রচিত জানি, মানুষে রচিত জানি লালন ফকির কয়!
ও হায়রে, লালন ফকির কয়!



মানুষে রচিত জানি, মানুষে রচিত জানি লালন ফকির কয়!
ও হায়রে, লালন ফকির কয়!
কি কালাম পাঠাইলেন আমার শাহী দয়াময়!


বিশেষ করে এই লাইনটা.....

মারফেতের বিরাট পীর লালন .... এটা বিশ্বাস করে যারা আর গাজা খাওয়া সমান কথা.... ;) .

যাইহোক..... আরো রেফারেন্স চাইলে দেও্য়া যাবে।


(এই প্রোপিকে সবাই শিশু কবি হিসাবে জানে চাই দেওয়া আর ভায়া।)

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে, বাবা! একি অবস্থা?? :P

ভালো-মন্দ নিয়েই মানুষ। আমি ভাই মৌমাছির মত। মানুষের ভালোটা নেয়া চেষ্টা করি।

ভালো থাকবেন। শুভ রাত্রি।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

Taufik Alahi বলেছেন: লেখক বলেছেন: আমরা চাই সোনার মানুষ, সুন্দর সমাজ, মানুষের মধ্যে সম্পৃতির বন্ধন, সুন্দর আগামী, সংঘাতহীন পৃথিবী।।

সুন্দর পৃথীবির জন্য চাই সুন্দর একটি সংবিধান যেটার কোন ভুল নেই পৃথীবিতে এমন সংবধান কি আছে যেটার কোন ভুল নেই ?
উত্তর আপনার কাছে থেকে চাচ্ছিলাম।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উত্তরটা দেবার মত পর্যাপ্ত বুদ্ধি যে, এই কূপমণ্ডূকের নেই ভাই।

তবে আমি স্বপ্নবাজ।

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮

Taufik Alahi বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন:


ধর্ম এবং দর্শনের উপর নির্ভর করে আধ্যাত্মিকতার ধারনার জন্ম দেয় ; কিন্তু ওরা হল গাজা বাবা.. ;)

নারীর দেহ সাধনা ওদের মূল্য লক্ষ্য !! ;)



১০০% সহমত

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হয়তোবা কিংবা নয়?? কিংবা অন্য কিছু----

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: এখানে রেফারেন্স সহ দেওয়া আছে ... ভাল আর মন্দ কী বুঝতে পারবেন ।।



লিংক ...টা পড়ুন !!!

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবীর ভাই?

পড়লাম। তবে হাবিব ভাইয়ের সমালোচনা ভালো লাগে নি।

২০| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: আগে লালনের সমন্ধে আমিও তেমন কিছু জানতাম না,,, তার গান সবাই শুনে আমিও শুনতাম ..... কিন্তু এই ব্লগে এক ভন্ড ছিল “স্বতু সাই” তার সাথে একবার বির্তকে জড়িয়ে লালন সমন্ধে একটু স্টাডি করে জেনেছি... আশা করি, আপনিও একজন সচেতন মানুষ আপনি জানবেন ।


ধন্যবাদ..
শুভ রাত্রি ।।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল কবরী আপা!:P

আপনি একজন মাল্টিট্যালেন্টেড:)

২১| ০৭ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো বিষয় নিয়ে লেখছেন।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

বিষয়টা সুন্দর, তারপরও দু-এক জন ক্যাচাল বাঁধাচ্ছে:(

২২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোষ্ট।

কবির ভাই অনেক কিছুই জানেন, তবে উনি কবিতা ছাড়া আর কিছু পোস্ট করেন না।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবীর ভাই আসলেই বস।

উনাকে কবিতা থেকে ডাইভার্ট করার একমাত্র উপায় তার কবিতা কিছুদিন বর্জন করা:P

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০

চোরাবালি- বলেছেন: শুধু শুনি বহুমূখী প্রতিভার অধিকারী ছিলেন কিন্তু কি প্রতিভা তাই আজ অবধি জানা হল না জ্ঞানের স্বল্পতার কারণে।
উনার হাতে গোনা কয়েকটি গান আর ছোট্ট একটি গানের দল যা কিনা আমাদের বাউল আব্দুল করিম, কুদ্দুস বয়সী সহ অসংখ্য গায়কের আছে।
লালন ফকিরের কিছু গান ছাপা হয় তৎকালিন কাঙাল হরিণাথ মজুমদারের প্রকাশিত পত্রিকা গ্রামবার্তা প্রকাশিকায়।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

লালনের প্রতিভা তার গানের মধ্যেই লুকিয়ে আছে। যদিও তার অনেক গান কালের গর্ভে হারিয়ে গিয়েছে।

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সব দেখি তা না না না।
- - - -এটা কি যে সে কথা?

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

চোরাবালি- বলেছেন: কালের বিবর্তে অনেক অনেক গান লালনের নামে চালিয়ে দেয়া হচ্ছে।
লালনের আখড়াটি মূলত ব্যবহৃত হত নেশাখোরদের নিরাপদে নেশার প্রয়োজনে যা এখনও আছে। আখড়াবাড়ীর চিপায় গেলেই সর্বদা দৃশ্যমান সে দৃশ্য। আর লালনকে ফুলে ফেপে একটি গৃহ ত্যাগী গায়ক (গ্রামের ভাষায় যাকে ছন্নছাড়া বলা হয়; আরেক ভাষায় বলা হয় কাজের মুরোদ নেই তাই গ্রামে গঞ্জে ঘুরে) থেকে বিশাল বড় ব্যাক্তিত্বে পরিণত করেছেন একশ্রেণীর মুসলিম যারা বিকারগ্রস্থ, চরিত্রহীন, নেশাগ্রস্থ, ধর্ম, পরিবার, সমাজ মানতে যারা নারাজ কেননা সমাজ মানতে গেলে নেশা, ফুর্তি করা যাবে না।
আরো কিছু লোক তাকে বহুত মান্য করে তারা হল বৈষ্যন্ব ধর্মের অধিকারীরা। তার থেকে বড় ব্যাপার এটি এখন একটি প্রতিষ্ঠান বিনা পুজিতে ব্যাপক ইনকাম।
সাধারণ একটি উদহরণ দেই- লালন ধর্মে বৈষ্যন্ব ধর্মের ন্যায় একজন সাধু থাকেন (সাইজি) যাকে অপ্যায় করে একবস্ত্রের কোন নারী, সে সাধু আহার করে বসনে বসে, আরো কিছু রীতি আছে যা প্রকাশ যোগ্য না। যাকিনা স্বয়ং হিন্দুরাও করে না এখন।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দুঃখজনক হলেও, গাঞ্জার বিষয়টি সত্যি। তবে তার জন্য লালনকে দোষারোপ করা যাবে না।


লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন,
‘‘লালন ধার্মিক ছিলেন, কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। তিনি সব ধর্মের বন্ধন ছিন্ন করে, মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন।’’

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: লালনের তুলনা হয় না, তার গানের মত এত তত্ত্বমূলক গান খুব কমই আছে।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

লালনের গান কখনো আবেদন হারাবে না।
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়।।— লালন , দেহতত্ব

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খুব পরিচিত একটি গান।

০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শাহাদাৎ ভাই!

লালনের কয়েকশ গান আছে। আমি শুধু আমার পছন্দের কয়েকটি দিয়েছি।

২৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৭

তারেক ফাহিম বলেছেন: আমিও শুনি।

০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে! ফাহিম ভাই যে?


শুনুন, শুনুন। গান শোনা ভাল।

২৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লালনের কিছু কিছু গান চিরকালীন।

সুন্দর উপস্থাপনা।

০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।

আপনার রেসিপিটা আজ ট্রাই করবো।

২৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মাঝে মধ্যে আমিও গুনগুনিয়ে গায় """ জাত জাত গেল ও জাত গেল বলে......... সুন্নত দিলে হয় মুসলমান নারী লোকের হয় কি বিধান?

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গানটা ভালই।

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সব দেখি তা না না না।
- - - - - - - - - - -- - - - - -

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
এই ভ্রমও তো গেল না।— লালন

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লালনের গান আমি গান হিসাবেই শুনি। এবং লালন গানের কঠিন ভক্ত আমি। তবে, তাঁর মতের সাথে আমি আদৌ একমত কিনা তা ভেবে দেখে বলতে হবে। যিনি লেখেন, তিনি বুঝেই যে লেখেন, কবিদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। আর বৃহৎ জগতের জ্ঞান সাধনা সবার জন্য সমভাবে প্রযোজ্য না। আমি ছোট্ট গণ্ডির ভেতরে থেকে যা বুঝবো, আমার লেখাজোঁখায় তাই উঠে আসবে। অ্যাকাডেমিক্যালি লালনের উচ্চতর শিক্ষার প্রমাণ পাওয়া যায় না। নিজস্ব বাউল সার্কেলে বাউল ধর্মের উপর তাঁর যে জ্ঞান ও অভিজ্ঞতা ছিল, তাঁর গানগুলো তা থেকে উৎসারিত। অতএব, এগুলোকে দালিলিক প্রমাণ হিসাবে গ্রহণ করে তাঁর মতের সাথে সবাই একমত হবেন, এমনটা আমরা ভাবতে পারি না।

আপনার এ নিয়ে দুটো পোস্ট দেখলাম। একটু বিশ্লেষণমূলক হলে পোস্টের গুরুত্ব বাড়ে।

শুভেচ্ছা।

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

আমি ভাই গানভক্ত মানুষ। লালন টালন যাই হোক, ভালো লাগলে সেই গান গাই।

বিশ্লেষণধর্মী লেখা লিখতে হলে একটু জানতে হয়। আমার মত আমজনতার সেই দুঃসাহস দেখানো কি মানায়?

ফারিহান মাহমুদ কার নাম???

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আমিও এক লালন ভক্ত।লালন ও হাছন নিয়ে অদূর ভবিষ্যতে লেখার চিন্তা আছে।তবে লেখাটা বিশ্লেষন ধর্মী হবে।ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই দারুন হবে। লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.