নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

♥♥♥ টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল।।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬

হঠ্যাৎ করে পুরনো দিনের কথা মনে পড়লো। নানাজান ভালো ঢোল বাজাতেন। হিন্দুদের মুখোস খেলা, ২৬শে মার্চের অনুষ্ঠান বা বৈশাখি মেলায় লাঠি খেলার সময়, তিনি ঢাক বাজাতেন। কিন্তু আমাদের বাজাতে দিতেন না। নানা বাড়ীতে না থাকলে, নানির পারমিশনে আমরা লুকিয়ে বাজাতাম। মেলাতে আমরা অবস্য মাঝেমাঝে কাঁসি বাজাতাম। আহা কি সেই সুর। টুং... টং... টুং...

গানঃ আমি টাকডুম টাকডুম বাজাই
শিল্পী/সুরকারঃ শচীন দেব বর্মন
গীতিকারঃ মীরা দেব বর্মন

টাকডুম টাকডুম বাজাই,
আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল।
সব ভুলে যাই, আমি সব ভুলে যাই,
তাও ভুলি না বাংলা মায়ের কোল। (ঐ)

বাংলা জনম দিলা আমারে,
তোমার পরান আমার পরান এক নাড়ীতে বাঁধারে।*
বাংলা জনম দিলা আমারে,
মা-পুতের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই,
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। (ঐ)

মা তোমার মাটির সুরে সুরেতে,
আমার জীবন জুড়াইলা,
মাগো আমার জীবন জুড়াইলা বাউল ভাটিয়ালীতে,
মা তোমার মাটির সুরে সুরেতে।
পরান থুইয়া মেঘনা তিতাস পদ্মারই গান গাই,
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল।

বাজে ঢোল নরম-গরম তালেতে,
বিসর্জনের ব্যথা ভুলায় আগমনীর খুশিতে,
বাজে ঢোল নরম-গরম তালেতে।
বাংলাদেশের ঢোলের বোলে ছন্দপতন নাই
সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল।
টাকডুম টাকডুম বাজাই-----


ছবিঃ নেট থেকে।
টাইপিংঃ বেশীর ভাগ দৃশা, বাঁকিটা আমি।
কৃতজ্ঞতাঃ প্রাক্তন সদস্যঃ শিমুল, অর্পা, রুকচি/রুকসি/রুকশি ( ক্ষমা চাই, তোর নাম এখনো উচ্চারণ করতে পারি না:()

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগে গানটি।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ধন্যবাদ তারেক ভাই। এই গান আমারও খুব পছন্দের।

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

প্রামানিক ভাই? ঢোল বাজাতে পারেন???

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

তারেক ফাহিম বলেছেন:
গানটি শুনতে ভালোই লাগে।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাঁশি, একতারা বা ঢোল বাজাতে পারেন???

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

তারেক ফাহিম বলেছেন: বাঙ্গালিত্ব সনদ শুধু বংশেই পেয়েছি ভাই, কাজে কর্মে কিন্তু হাফ বিদেশি :P

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমরাও তাই। তবে ঢাক/ঢোল টুকটাক বাজাতে পারি। আগে গিটার বাজাতাম, রাগ করে আর বাজাই না।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের এলাকা ছেড়ে হিন্দুরা চলে যাবার পর, ঢোলের বোল ভুলেই গেছি

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাদের এলাকা মানে??

চিটাগাং না আম্রিকা???

৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: গানটা বেশ ভালো লাগে। ধন্যবাদ পোস্টের জন্য

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আচ্ছা? আপনার সাথে তো অনেক দিনের পরিচয়! কিন্তু আপনার নামটাই তো জানি না। বিষয়টা কেমন না??

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আর কয়দিন যাক না অখ্যাতদের নাম বিখ্যাতরা মনে রাখবে?

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে!

যাহা আপকি ইচ্ছা।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধরণ! আমার অন্যতম ভাললাগা একটি গান।অনেক অনেক ধন্যবাদ।একটা ছোট্ট পোষ্ট আমিও আপনাদের উদ্দশ্যে দিয়েছি।শুভেচ্ছা নিয়েন ভাইয়া।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

আসছি--

৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০

মিরোরডডল বলেছেন: এই গান টা মজার
Rhythm আছে

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই। দারুন সুর--

বাংলা জনম দিলা আমারে,
তোমার পরান আমার পরান
এক নাড়ীতে বাঁধারে---- (আহা কি কথা)

১০| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনিও সুন্দর।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি একসময় কিছু গানও লিখে ছিলাম।

কিন্তু কি কারণে যেন সেই খাতাটা ছিড়ে ফেলে দিয়েছি।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমারও গানের ডায়েরি ছিল।

একদিন স্কুলে গান গাইতে গিয়ে অর্ধেক গাওয়ার পর ভুলে গিয়েছিলাম। পকেট হাতড়ে দেখি কাগজটা নেই। সেদিন কি লজ্জায় যে পড়েছিলাম:)

১২| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০

শামচুল হক বলেছেন: পুরানো দিনের গান দারুণ লাগল

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

গানের কথাগুলো সত্যিই সুন্দর। একেবারে হৃদয় ছুঁয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.