নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

♥ মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে.....

১৪ ই মে, ২০১৮ রাত ১:৩৫

সকালে খবর পড়লাম, সেখানে মাকে নিয়ে ছোট একটা আর্টিকেল ছিল। মনে হলঃ "ধূর! ওসব পড়ে কী হবে?" এখন ব্লগে এসে চক্ষু ছানাবড়া!! মনে হচ্ছে, আজকে মাকে নিয়ে না লিখলে বড্ড অন্যায় হবে। আমি অর্বাচীন আবার সহজে গল্প-কবিতা লিখতে পারি না!:( তোকি হাম??? যা পারি তাই লিখব! দরকার হয় কপি করবে। জোড়াতালি দিয়ে হলেও মাকে নিয়ে লিখবই!:):)

মাকে নিয়ে কিছু গানঃ
১। মাগো মা ওগো মা, তোমার হয়না তুলনা,
আমি তোমার আঁচল ছেড়ে কভু যাব না......:)

২। মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা,
আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না
ওমা! তোকে আমি ছাড়বো নাাা......:)

৩। ওই আকাশের তাঁরায় তাঁরায়, চাঁদের জোছনায়
ঝিরি ঝিরি কাঁপন করা উদাসী হাওয়ায়,
আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়,
স্মৃতির বুকে অশ্রু ঝরে, এ হৃদয় ভেসে যায়!
আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়......:((গানটি আমার খুবই পছন্দের। পাঠকরা বিরক্ত হতে পারে বলে পুরোটা দিলাম না।:()

৪। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস?
কোথায় আছে কেমন আছে মা.....:(

৫। মায়ের মত আপন কেহ নাই রে,
মায়ের মত আপন কেহ নাই?
মা জননী নাইরে যাহার ত্রিভুবনে তাহার কেহই নাইরে....:(

৬। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম,
পাপোশ বানাইলেও ঋণ শোধ হবে না,
এমন দরদী ভবে কেউ হবেনা আমার মাাাা গো......

৭। চলেন এই গান সবাই মিলে গাই;)
আম্মাজান...... (হেই!)
সবার আগে আমি আমার আম্মাজান রে চিনি রে আম্মাজানরে চিনি!
সালাম তারে আম্মাজানরে গড়িয়াছেন যিনি!
পাক পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান......♪♪

মাকে নিয়ে কিছু উক্তিঃ
★ চোখ খুলে মমতাময়ী মায়ের মুখটির প্রেমে পড়ার মধ্য দিয়েই শুরু হয় জীবন। (জর্জ এলিয়ট, ব্রিটিশ কবি)
★ তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। (নেপোলিয়ন বোনাপার্ট)
★ যার মা আছে, সে কখনও গরীব নয়। (আব্রাহাম লিংকন)
★ খাটি সোনাকে আরও বেশি খাটি করা সম্ভব, কিন্তু মায়ের সৌন্দর্যকে এর থেকে বেশি সুন্দর করা অসম্ভব। (মহাত্মা গান্ধী)

ইসলাম ধর্মে মাঃ
আল কুরআনে বলা হয়েছে, "আমি মানুষকে তাদের পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি।"
হাদিসে মুহাম্মদ(সাঃ) বলেছেন, "মাতার পদতলে সন্তানের বেহেশত" (স্বর্গ)।

হিন্দু ধর্মে মাঃ
"উপাধ্যায়ান্ দশাচার্য্য আচায্যাণাং শতং পিতা। সহস্রন্তু পিতৃন্মাতা গৌরবেণাতিরিচ্যতে” [ (মনু,২/১৪৫)।
অর্থাৎ “দশজন উপাধ্যায় (ব্রাহ্মণ) অপেক্ষা একজন আচার্য্যরে গৌরব অধিক, একশত আচার্য্যরে গৌরব অপেক্ষা পিতার গৌরব অধিকতর; সর্বোপরি, সহস্য পিতা অপেক্ষা মাতা সম্মানার্হ।”


মায়েরা ভাল থাকুক।:)
নিবেদনঃ মা হারানো অভাগাদের।।

মন্তব্য ৬২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৮ রাত ১:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: কবিতাকারে প্রথম যে কয়েকটা লাইন দিয়েছেন এক কথায় সেই লাগছে...

কিন্তু ভাই, মা নিয়ে কবিতাও দিতে পারতেন...

কাজী নজুরুল ইসলামের মাকে নিয়ে সেই মধুর কবিতাটি...

মা নাই গৃহে যার
সংসার অরণ্যে তার
হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ

মা ডাকটি অতি মধুর জেনে রেখ ভাই
মায়ের মত আপনজন ত্রিভুবনে নাই

১৪ ই মে, ২০১৮ রাত ১:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাগতম ভাই।
কবিতাটা দারুন। ধন্যবাদ।।
তাড়াহুড়ো করে লিখেছি, তাই সব কিছু মাথায় আসে নি।।:(


আর দু-চারটা বাদ পড়লে আপনারা তো আছেনই।;)
শুভ রাত্রি।

২| ১৪ ই মে, ২০১৮ রাত ১:৪৮

শাহিন-৯৯ বলেছেন: আপনাকে একটা সত্য কথা বলি কানে মুখে-- আমি শুধুমাত্র মায়ের সাথে মিথ্যা বলিনি কখনও, এমনকি প্রেম করে এসেও সত্য বলেছি, কিন্তু বাবার সাথে অনেক মিথ্যা বলেছি, আর বউয়ের সাথে--- থাক সেটা নাইবা বলি।


মায়ের কোল হল প্রতিটি জীবের নিরাপদ আশ্রয়।

১৪ ই মে, ২০১৮ রাত ১:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক করেছেন।
বুদ্ধিমানের মত কাজ করেছেন ভাই!!!

বউ নামক প্রাণীকে সব সত্যি বলতে নেই!!! হয়তো ঠিক মত বুঝবে না? নয়তো দশ লাইন বেশী বুঝবে!!X(

@"মায়ের কোল হল প্রতিটি জীবের নিরাপদ আশ্রয়।"
- হক কথা।

৩| ১৪ ই মে, ২০১৮ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ হওয়ার পর, কোটী কোটী মা দেখেছেন তাঁর ছেলেমেয়ে স্কুলে যেতে পারেনি, অন্যদের বাচ্চা ইউনিফরম পরে, টটফিন নিয়ে হেঁটে, রিকসায়, গাড়ীত স্কুলে যাচ্ছে; কোৈি মা দেখেছেন, তাঁর মেয়ে চাকরাণী হয়েছে, বুয়া হয়েছে।

শেখ হাসিনা, বেগম জিয়া, রওশনদের জন্য মা দিবসের কোন শুভেচ্ছা নেই।

১৪ ই মে, ২০১৮ রাত ২:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।X(
আপনি গরীবদের নিয়ে কথা বলেন। খুব ভাল লাগে।

ঐ মহিলাদের আমি সহ্য করতে পারি না।X(

গানঃ
.শিমুল ফোটা লাখো শহীদের কথা,
বাংলা আমার বীরঙ্গনা মায়ের নিরবতা।...:(

৪| ১৪ ই মে, ২০১৮ রাত ১:৫৮

কাওসার চৌধুরী বলেছেন: মাকে নিয়ে লেখাটি বেশ ভাল হয়েছে। আর গানগুলো তো সত্যি চমৎকার। B-) B-) B-)

১৪ ই মে, ২০১৮ রাত ২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :D

আমার লেখা গানঃ
এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে বড় হওয়া,
দেশটা তুমি যে মা আমার, তোমার কাছে সব পাওয়া।
জীবন দিয়ে হলেও আমি, রাখবো তোমার সম্মান
বারে বারে প্রতি বারে জানাই তোমায় সালাম......;)

৫| ১৪ ই মে, ২০১৮ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ হওয়ার পর, কোটী কোটী মা দেখেছেন তাঁদের ছেলেমেয়ে স্কুলে যেতে পারেনি, অন্যদের বাচ্চা ইউনিফরম পরে, টিফিন নিয়ে হেঁটে, রিকসায়, গাড়ীত স্কুলে যাচ্ছে; কোটী মা দেখেছেন, তাঁর মেয়ে চাকরাণী হয়েছে, বুয়া হয়েছে।

শেখ হাসিনা, বেগম জিয়া, স্পীকার শিরিন, সাহারা বেগম , রওশনদের জন্য মা দিবসের কোন শুভেচ্ছা নেই।

১৪ ই মে, ২০১৮ রাত ২:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওদের জন্য আফসোস।। X(

গানঃ
বাংলা আমার শিমুল ফোটা লাখো শহীদের কথা,
বাংলা আমার বীরঙ্গনা মায়ের নিরবতা।...

৬| ১৪ ই মে, ২০১৮ রাত ২:০৭

শহীদ আম্মার বলেছেন: ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

@চাঁদগাজীঃ
"শেখ হাসিনা, বেগম জিয়া, স্পীকার শিরিন, সাহারা বেগম , রওশনদের জন্য মা দিবসের কোন শুভেচ্ছা নেই।"

আপনি না দিলে কি হয়ছে? তাদের সন্তানরাতো শুভেচ্ছা দিবে।
ওরা কি আপনার মা? আপনার শুভেচ্ছার দরকার নেই।

১৪ ই মে, ২০১৮ রাত ২:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঐ মহিলারা নিজেদের দু-একটা সন্তানের সুখের জন্য হাজারো সন্তানের হক নষ্ট করেছে। ইতিহাস তাদের ক্ষমা করবে না।X(


আর মা তো মা।
সে সবার মা।

৭| ১৪ ই মে, ২০১৮ রাত ২:২৫

শহীদ আম্মার বলেছেন: আমার আপনার ক্ষমা করা বা না করার মধ্যেই উদের লাভ ক্ষতি নির্ভর। ইতিহাস উদের ক্ষমা না করলেও ওদের কিছু আসবেও না যাবেও না ।

১৪ ই মে, ২০১৮ রাত ২:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাইরে! কথা তো সত্যি।। কিন্তু ঐ যে দেশটার প্রতি একা টান, মায়া।

আমাদের তো কম কিছু নেই! শুধু দরকার সুস্থ রাজনৈতিক পরিবেশ, সৎ ও দক্ষ নেতা। এখনো অনেক কিছুই সম্ভব। হয়তো কোন একদিন.......

৮| ১৪ ই মে, ২০১৮ রাত ২:৫৬

শহীদ আম্মার বলেছেন: আপনি কোন একদিনের আশায় বসে আছেন। ওকে বইসা থাহেন । তবে হে আইলে আমারে একটু ডাইকেন। ঘুমটা তুলে একটু দেখমুনে।

১৪ ই মে, ২০১৮ রাত ৩:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে! শীত নিদ্রায় যান। ;)
আমিও আজকের মত আসি......
শুভ রাত্রি।


গানঃ
ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে,
ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে.....

৯| ১৪ ই মে, ২০১৮ রাত ৩:১১

শহীদ আম্মার বলেছেন: ওকে বাই।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল!!!:)

Have a nice day....:)

১০| ১৪ ই মে, ২০১৮ ভোর ৬:৩৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ভালোলাগার মত পুস্ট

১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল!!!!

আপনার মধ্যে দিবা আপার ছায়া দেখছি!!!!:D
গানঃ
ভাইয়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ?
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি...
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি...
এমন দেশকে কোথাও খুজে পাবে নাকো তুমি...
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি.....

১১| ১৪ ই মে, ২০১৮ ভোর ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: মায়ের তুলনা নেই । আপনার পোস্ট খানা ভালো লেগেছে।
সকল মা ভাল থাকুন। খালেদা জিয়া শেখ হাসিনা তাঁরা দেশের মানুষদের মায়ের মত হোক। তাঁরা ও ভালো থাকুন। শুভ সকাল।

১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মায়েরা ভাল থাকুক।।


আপা-ম্যাডামদের শুভবুদ্ধির উদয় হোক।

১২| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:১৭

ঢাবিয়ান বলেছেন: দুই অত্যাচারী ডাইনি বুড়ীর কবল থেকে উদ্ধার হোক আমার মা ( দেশ)।

১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অত্যাচারী নিপাত যাক্, গনতন্ত্র মুক্তি পাক।

আসলে, সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরী করা না গেলে দেশকে ভালোমত এগিয়ে নেয়া যাবে না। :(

১৩| ১৪ ই মে, ২০১৮ সকাল ৯:১৪

মিরোরডডল বলেছেন: 4 নম্বর গান টা আমার খুব প্রিয়
পৃথিবীর সব মায়েরা ভালো থাকুন এই প্রার্থনা

১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল।

ঐ গানটা আসলেই হৃদয়ছুঁয়ে যাওয়া।

১৪| ১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: মায়ের ভালোবাসার কাছে নিজের মাথা নিচু হয়ে আসে বারবার।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ( রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগিরা )
অর্থ : হে, আমার রব , আমার মা - বাবার ওপর আপনি দয়া করুন। যে ভাবে তারা আমাকে ছোট বেলায় মায়া - মমতা দিয়ে লালন পালন করেছেন l

১৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৩২

মিথী_মারজান বলেছেন: মা রিলেটেড সবকিছুই সবসময় স্পেশাল।
গানগুলোও মায়ের প্রতি ভালোবাসার চরম প্রকাশ।
তবে সমাজে প্রথমে উল্লেখিত কবিতার লাইনগুলো মুসলমান ছেলেদের চার বিয়ে সুন্নতের মত ভুল ব্যাখ্যায় অপব্যবহার করা হয়।
মায়ের সাথে কখনোই কারোর তুলনা হয়না।
বউয়ের সাথে যখন তুলনা করা হয় অপমান আর অবমাননা হয় দুটি সম্পর্কেরই।

যাইহোক, পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা।

১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মারবেন মারুন, তাই বলে অমন জালি বেত দিয়ে???:(

ওকে! পরিবর্তন করে দিলামঃ :(
"বউ এর কথায় করিস না ভাই মাকে অপমান,
তোমার দেহের রক্ত মাংশ মায়ের অবদান।।" (ঠিক আছে?)

আপনি বন্ধু মানুষ?;)
প্রতিবাদী মানুষদের আমি পছন্দ করি।

১৬| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:১৫

আফরোজ ন্যান্সি বলেছেন: একজন মা কারো না কার বৌ তাই যে বলে বৌ হারাইলে বৌ পাওয়া যায় সে কি একবার ভাবছে যে তার পিতাও যদি একইভাবে বৌ হারানোর পক্ষে থাকতো তাহলে তিনি এই মা কোথায় পেতেন?
এনিওয়ে একটা কথাই শুধু বলার আছে মায়ের সাথে বৌ এর তুলনাই চলে না। মায়ের জায়গায় মা আর বৌ এর জায়গায় বৌ । প্রত্যেকটা সম্পর্কের প্রতিই শ্রদ্ধাশীল হওয়া উচিৎ

১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"প্রত্যেকটা সম্পর্কের প্রতিই শ্রদ্ধাশীল হওয়া উচিৎ"
-- ঠিক, ঠিক, ঠিক।।


যে যাই বলুক ভাই!
মা আর বৌকে নিয়ে
শান্তিতে থাকতে চাই!!!:(

১৭| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১:০৯

মিথী_মারজান বলেছেন: না, এখনো ঠিক লাগছে না আমার কাছে।
বউয়ের কথায় মাকে অপমান বলতে বউয়ের পাশাপাশি হাসবেন্ডটাকে গাধা গাধা লাগছে।
বিবেক বুদ্ধিহীন পুরুষ, যার নিজস্ব কোন বুঝ নাই।
(কথাটায় এমন একটা ভাব যে মা কে অপমান করানোর জন্য বউ অলওয়েজ শলা পরামর্শ দিয়ে বরকে উৎসাহ দিতে থাকে) X(

আর, আমি কিন্তু কবিতাটি মুছে দিবেন এমনটা বলিনি।
কবি বা আপনি কাউকেই দোষারোপ করতে চাইনি।
লেখার স্বাধীনতা যার যার নিজের মত।
শুধু যারা কথাটার অপব্যবহার করে তাদের উপর বিরক্তি প্রকাশ করেছি।

হুম,আমি বন্ধুত্বে বিশ্বাসী।
তবে প্রয়োজনে প্রতিবাদ করতে পিছপা হইনা কখনো।

১৪ ই মে, ২০১৮ দুপুর ২:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বাবা! এটা কি দস্যু ফুলনদেবী??:P

কুল ম্যন! আমি ঠান্ডা মাথার মানুষ।.:)


আজকাল বউয়ের জ্বালায় অনেক লোক মা-বাবাকে গ্রামের বাড়ীতে বা বৃদ্ধাশ্রমে রেখে আসে!! এটাতো সত্য নাকি???X(


আপনার ভাই আছে???

১৮| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মা আমার মা
তোমার নেই তুলনা।

+++

১৪ ই মে, ২০১৮ দুপুর ২:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।


মায়েদের জন্য শুভকামনা।

১৯| ১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৫৮

মিথী_মারজান বলেছেন: আরে মুশকিল!!!
বউয়ের দোষ বউয়ের দোষ কেন যে একথা বলে সবাই মুখে ফেনা তোলে বুঝিনা!! X(
হুম, বউয়ের জ্বালায় যারা মা- বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা শুনেছি।
আপনি নিজেই ভাবুন তো এখানে আসল দোষী কে!!!!
নিজের বাবা মা কে অন্যের কথায় অসম্মান যে করে আমার হিসাবে সম্পূর্ণ দোষ তার।
যে সন্তান এমন অসভ্য ওর মা-বাবার ওর কাছ থেকে বৃদ্ধাশ্রমে থাকাটাই আমি মনেকরি নিরাপদ।

হুম, আমার ভাই আছে।
তাছাড়া আমি নিজেও একজনের বউ।
তো????

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নাইস স্পিচ!!!!
আপনার চিন্তাধারাগুলো সুন্দর।
আহা! সবাই যদি এমন করে ভাবতে??

@"তো??????"
-- কুছ নেহি!

★ একটা ঘটনা বিশ্লষণ করুনঃ
ধরুন,আমি মায়ের একমাত্র ছেলে।
বাবা নেই, মা গ্রামে থাকে। আর আমি লাটসাহেবের মত, শহরে বউ নিয়ে থাকি। এসি ছাড়া চলে না, লাখ টাকার কোট গায়ে দেই, মাসে হাত খরচ লাগে ৫০-৬০হাজার টাকা। আমার ব্যবহার সুন্দর।।

কাজটা কি ভাল করেছি??
ঘটনাটার কোথাও একটা শূনতা কাজ করছে না???আপনার কাছে কি মনে হয়???

আচ্ছা?
এই ব্লগের কেউ কি হাত খরচের(নট হাট খরচ) জন্য মাসে ৪০-৫০হাজার টাকা ব্যায় করে????

২০| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৬

বিপরীত বাক বলেছেন: পুরুষদের জন্য শশুর-শাশুড়ী আর মেয়েদের জন্য বাবা-মা। অন্যদিক ভুলেও ভাববেন না।দুর থেকে টাকা-পয়সা দিয়ে দিলেই হয়। পোলার বাপ-মা দের। সাথে রেখে ঝামেলা টেনে জাহান্নামে যাওয়ার কোন অর্থ নেই।
না হলে ধর্ম টর্ম ধ্বংস টংস হয়ে যেতে পারে। কেননা ইসলামে বলাই আছে ,“সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম যে ব্যক্তি তার স্ত্রী’র কাছে উত্তম।” নবী (সাঃ) এর বাপ-মা ওনার বিবাহিত জীবনকালে বেচে ছিল না। তাই ঝামেলা হয় নাই।
বৃদ্ধাশ্রম বেস্ট আইডিয়া।

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(


জামাই কখনো ছেলে হবে না,
ছেলের বউ মেয়ে হবে না। :(

মা-বাবারা ভাল থাকুক।।

২১| ১৪ ই মে, ২০১৮ রাত ৮:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সকল মায়েদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা

১৪ ই মে, ২০১৮ রাত ১০:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!

মায়েরা ভাল থাকুক।

২২| ১৪ ই মে, ২০১৮ রাত ৯:৪৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব মা'য়ের বন্দনা কাছে রেখেছেন দেখছি!!
রাতের তারা গানটা আমার খুব প্রিয় !!
আর ও তোতা পাখি রে-
শেকল খুলে উড়িয়ে দেবো।
এই গানটা ও।

সকল মায়ের জন্য ভালোবাসা।

১৪ ই মে, ২০১৮ রাত ১০:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপা!!!!
শুভ সন্ধ্যা! শুভরাত্রি। ;)


মায়েদের জন্য ভালোবাসা।

২৩| ১৫ ই মে, ২০১৮ রাত ২:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: কেমন আছেন মন্ডল ভাই। আমি এখন সদ্য পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব সামলিয়ে বাড়ি ফিরছি।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বাবা!!!!

দেশেতো তখন অনেক রাত!!!!
যাক্, ভাল থাকুন এই কামনা।

রাতে কথা হবে....:)

২৪| ১৫ ই মে, ২০১৮ রাত ২:২৯

শিখা রহমান বলেছেন: নিজাম সব মায়েদের জন্য (আমিও আছি :) ) ভালোবাসা। লেখা ভালো লেগেছে। শুভকামনা।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার বাসায় যামু......: D

২৫| ১৫ ই মে, ২০১৮ সকাল ৯:৩৫

সুমন কর বলেছেন: ভালো পোস্ট।

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

ভাল থাকুন।:)

২৬| ১৫ ই মে, ২০১৮ রাত ৯:১৭

সাহিদা সুলতানা শাহী বলেছেন: ভাল লাগল।

১৫ ই মে, ২০১৮ রাত ৯:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ পাঠক।

ভাল থাকবেন।।:)

২৭| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:০১

মিথী_মারজান বলেছেন: পড়লাম ভাইয়া।
হুমমমমম...!!!
বেশ জটিল তবে কমন চিত্র।:(
কাজটা কিন্তু আসলেই খুব খারাপ।
ব্যাপারটা এমন, একটা গাছ বা ফুল যখন শিকড়টা ছিন্ন করে বেড়িয়ে আসে তখন কিন্তু তার সতেজতা বা নিজস্বতা বলতে কিছু থাকেনা।
এই মানুষটাও ঠিক তেমন।
নিষ্প্রাণ, শূণ্য

সার।

বিলাসবহুল জীবন যাপন এগুলো নিয়ে কিছু বলবোনা, বাট যেটা অন্যায় সেটা অবশ্যই অন্যায়।
যতই ওয়েল ম্যানার্রড বা হাসিমুখের মানুষ হোকনা কেনো, হোঁচট খেলে,ব্যাথা পেলে মনের অজান্তেই মা শব্দটা মুখ দিয়ে বের হবে।
তখনো কি মনের অজান্তে নিজের মাকে মিস্ করবেনা!!!


ব্লগের কেউ কেউ হাত খরচ বাবদ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করতেই পারে। ইনফ্যাক্ট সামর্থ্য থাকলে আমিও হয়তো: করতাম!;)
তবে আমি এমন কাউকে চিনিনা।

আর শোনেন, বেশি কথা বলি জন্য এমন কঠিন একটা টপিক বেছে নিয়ে আমাকে আটকালেন!!! X((
এসব সৃজনশীল প্রশ্নের তো প্রশ্নপত্র ফাঁস হলে পরেও পোলাপান আনসার করে পাশ করতে পারেনা,জানেন না!!!

১৬ ই মে, ২০১৮ রাত ১২:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন বলেছেন!

@"বেশি কথা বলি জন্য এমন কঠিন একটা টপিক বেছে নিয়ে আমাকে আটকালেন!!!"
--- এটা কঠিন কিছু নাকি? কঠিন তো আপনাদের কবিতা!!!:P


@"প্রশ্নপত্র ফাঁস"
-- আমরা তো প্রশ্নফাঁস জেনারেশনের মধ্যে পড়ি না। পাঠক আবার নকল-টকল করেছিল নাকি কে জানে?:P

বি. দ্রঃ লেখক সহজে বিরক্ত হয় না।।
পাঠকরা ভাল থাকুক।।;)

২৮| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৩৭

কাছের-মানুষ বলেছেন: মায়ের ভালবাসা হল নি:স্বার্থ। তার ভালবাসার কোন তুলনা হয় না।
সব মায়েদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল।

পোস্টে ভাল লাভা রইল।

১৬ ই মে, ২০১৮ ভোর ৪:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!!;)

আমরা,
কাছের-মানুষকে কাছে রাখি!
বাবা-মাকে ভালবাসি!!;)

২৯| ১৬ ই মে, ২০১৮ রাত ১:৩৮

মিথী_মারজান বলেছেন: জ্বি--- না।
বাংলা, ইংলিশ, বিজ্ঞান, ধর্ম প্রয়োজনে অংক পর্যন্ত কবিতার মত যাচ্ছেতাই ভাবে বানিয়ে লিখেছি, তারপরও কোনদিন নকল করিনাই।:p

আপনিও ভালো থাকবেন।:)

১৬ ই মে, ২০১৮ ভোর ৪:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে ভাল পাঠক!!

শুভরাত্রি।;)

৩০| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: লেখার প্রথম অংশটুকু পড়ে মজা পেলাম। :P
মা দিবসে অন্যান্য সব লেখা থেকে আপনার টা একটু Different. ভালো লেগেছে খুব।
আপনার লেখা পড়ে মা কে নিয়ে আমার একটা প্রিয় গান মনে পড়ে গেল "আমার সাধ না মিটিল আশা না পুরিল, সকল ই ফুরায়ে যায় মা"

১৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অতীত, বর্তমান ও ভবিষ্যতের মায়েরা ভাল থাকুক!!!;)


সময়মত, আপনার নোটিফিকেশন পাচ্ছি না!!:(
গান করেন,
আম্মাজান......
হেই!
সবার আগে আমি আমার আম্মাজান রে......

৩১| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন: অতীত, বর্তমান ও ভবিষ্যতের মায়েরা ভাল থাকুক!! -------------- শুধু মায়েরা কেন? অতীত, বর্তমান ও ভবিষ্যতের বাবা রা ও ভালো থাকুক। :P :D

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :P:P

আপনার কথা সত্যি হোক।
সাদা মনের মানুষগুলো ভাল থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.