নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি!!

২৪ শে জুন, ২০১৮ রাত ৮:১৩

মুক্তিযোদ্ধাদের কাগজপত্র বিষয়ে অভিজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি!

Recived from. Md. .... c/o Late ....
H.F.(এখানে একটা দাগ দেয়া আছে)/F.F. No. NIL the following arms/weapnss/Ammunition.
Rifle.... Mark 4 _ No - 191223
Granade...
SBBL gun...
DBBL gun...
Revolver....
Pistol....
Ammunitions.... 20 round

সাক্ষর (এটা ডানপাশে আছে) 22/1/72

Subdivisional Officer
জেলা, বিভাগ
22/1

[বি. দ্রঃ বোল্ড করা অংশগুলো হাতে লেখা। গোপনীয়তার স্বার্থে নাম ঠিকানা দিলাম না!]


আজকে নিশ্চিত হলাম, এটা যুদ্ধের অস্ত্র জমা দেবার ফর্ম..:)
শ্রদ্ধেয় চাঁদগাজী, হাসান কালবৈশাখী এবং ম্যাড মাক্স, আপনাদের আন্তরিক ধন্যবাদ!

মন্তব্য ৬২ টি রেটিং +০/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সন্ধ্যা।পরে আবার আসছি।

২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সন্ধ্যা চৌধুরি ভাই!

এটা অন্য কাজের পোস্ট!
কিন্তু যেই কাজে দিলাম সেটাই তো হচ্ছে না..X(

২| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:০২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার পোষ্টে প্রথম কমেন্ট করতেই, না দেখে প্রথম মন্তব্যটি দিয়েছিলাম। পরে দেখলাম আজ ভিন্নধর্মী পোষ্ট। এখন দেখুন আপনার উদ্দেশ্য সিদ্ধ হয় কিনা।

শুভ কামনা প্রিয় মন্ডলভাইকে।

২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :P
যার সাথে যার ভাব
তারে একটু দেখলেই লাভ;)

আমি ইজি কাজে বিজি আছি!
নিয়মিত পোস্ট দিতে পারবো না!
আপনারা বিজি কাজে ইজি হয়ে লিখতে থাকুন!:)

ভালো থাকবেন।

৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী চোখ নিয়ে ভীষন সমস্যায় আছেন।
তার বিশ্রাম দরকার। কিন্তু যখন ভাবি সামুতে চাঁদগাজী নেই বুকের মধ্যে যেন কেমন করে!!
আল্লাহ উনার চোখের সমস্যা দ্রুত ঠিক করে দিক।

২৪ শে জুন, ২০১৮ রাত ১১:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দৃষ্টি আকর্ষণ না করতেই উনার চোখের সমস্যা শুরু হয়ে গেল???:(
গতকালই উনাকে বলেছিলাম, আজকে একটু দরকার থাকবে!
আজকে ৮টাতে উনাকে দেখেছি!
পোস্ট দেখে ডুব মেরেছে নাকি! কে জানে??X(

৪| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৪৮

কুঁড়ের_বাদশা বলেছেন: মন্ডল সহেব,
একটা লেখা চোরের সন্ধান দিতে চাই। যদি সেই লেখা চোরের বিরুদ্ধে ব্লগে পোষ্ট দেন তাহলে তার নাম কমু। :P

২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চোরকে নিয়ে পোস্ট দিতেও কি কুঁড়েমি হচ্ছে??
আমার পোস্ট দিতে আপত্তি নেই!
তবে সেটা হবে ফান পোস্ট!!;)

পুনশ্চঃ
কুঁড়ে চোর ধরতে পারে! ইহাও কি বিশ্বাস করিতে হইবে?!:P

৫| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:০৩

কুঁড়ের_বাদশা বলেছেন:
সাত রংগা ভালবাসা


এই কবিতাখানি আগে ইংলিশে অনুবাদ করিবেন,তারপরে গুগুলে সার্চ দিবেন..ঠিক তখনি ম্যজিক দেখতে পাবেন।সামু ব্লগবাসীকে দিনের পর দিন কী ভাবে বোকা বানানো হচ্ছে ওমেরা আফা।যদিও এই ওমেরা আফা আগেও চুরি করে ধার খাইছে সামুতে।


কারো বিরুদ্ধে লিখলে মায়া আর ক্ষিদা লাগেরে ভাই তাই তো কুঁড়েমি করি। :P

২৪ শে জুন, ২০১৮ রাত ১১:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাহ্!!
আমি যেই জন্য পোস্টটা দিলাম! সেই কাজটাই তো হচ্ছে না???:(


আপনি আর মানুষ খুঁজে পেলেন না???:(
ঐ লেখক যে আপনার সন্দেহের তালিকায় আছে, সেটা আপনার চোর নিয়ে লেখা ফান পোস্টের মন্তব্যে বুঝেছি! আপনার ধারণা আংশিক সত্য! সে অন্য ব্লগেও লিখতো! তাই তার কিছু লেখা কপি মনে হয়! এটাও সত্য আপনার লেখক আপা কবিতা লিখতে পারে না!!:D

পুনশ্চঃ
কপিরাইট আইন নিয়ে আমার মাথা ব্যাথা নাই!
কুঁড়েমি বাদ দিয়ে জোকস লিখুন! দরকার হয় কপি-পেষ্ট করুন!;)

৬| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৩৩

কুঁড়ের_বাদশা বলেছেন:
সে অন্য ব্লগেও লিখতো! তাই তার কিছু লেখা কপি মনে হয়!

আই কুঁড়ের বাদশা হতে পারি কিন্তু কারো চামচামি করি না,, সদা সত্য বলি:P
এই কবিতা ভালো করে পড়ে দেখেন ওমেরা আফার লেখা চুরি করে বিদেশী রাইটার আগেই লিখছে। :P
তাইলে বুঝেন আফায় কত বড় লেখিকা, তার লেখা আগেই চুরি হয়েছে। =p~

২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তুমি করে বললাম:)

আচ্ছা কুঁড়ে?
আমি কি এতোই বোকা??
যে কোন লেখকের নামে এসব পোস্ট দিলে সে ব্লগ ছেড়ে চলে যাবে! আমি চাই না কেউ ব্লগ ছেড়ে যাক!
যার ইচ্ছা হয় সে কপি-পেষ্ট করুক! তোমার আফা ব্লগের আইকন:P হয়েই আছে! তবে ভয় নেই! কপি করে কেউ রবীন্দ্র নজরুল হবে না!:D

আমাদের আড্ডাবাজ গ্রুপকে ব্লগে দেখি না কেন??

৭| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৪৮

ওমেরা বলেছেন: @ কুঁড়ের_বাদশা ,আমাকে আর কত কষ্ট দিবেন ? কি লাভ হয় এতে আপনার ? আমি কোন বিদেশী কবিতা থেকে এই কবিতা লিখিনি ।

আপনি সেই কবিতার লিংক দেন ।

২৫ শে জুন, ২০১৮ রাত ১২:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হায়! হায়!
সাময়িক পোস্টে একি শুরু হলো.....

@ওমেরা,
কুল ম্যান!
নো কাইজা! নো টেনশন!
মন্তব্যগুলো মুছে ফেলা হবে!

@"কুঁড়ের_বাদশা,
কুঁড়ে?
কুঁড়েমি না করে লিংকু দাও! (দশ মিনিট সময় দেয়া হলX()

পুনশ্চঃ
আন্তর্জাতিক মানবাধিকারের সনদের ধারা ১১ অনুযায়ী,
দন্ডযোগ্য অপরাধে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে! আর প্রকাশ্য আদালতে আ‌ইনানুসারে দোষী প্রমাণিত না হ‌ওয়া পর্যন্ত নির্দোষ গণ্য হ‌ওয়ার অধিকার থাকবে।
:P

৮| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৪৯

অচেনা হৃদি বলেছেন: ভয়ংকর ব্যপার তো ! অস্ত্রশস্ত্রের তালিকা দেখা যাচ্ছে । মন্ডল ভাইয়া ড্রাগ ডিলিং করেন নাকি ? ;)

২৫ শে জুন, ২০১৮ রাত ১২:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পিচ্চি হিরোইন!
এসব অস্ত্র আমার পরিচিত, তবে কাগজটা নয়!:(
সেটা জানার জন্যই পোস্ট দিলাম!
আর শুরু হলো নানা রকম উৎপাত!
আমি মরছি আমার জ্বালায়??:(

৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৫৬

কুঁড়ের_বাদশা বলেছেন: @ ওমেরা আফা,

সামুতে আপনার যত বড় বাহিনী আছে তাতে আমায় একটা ফুঁ দিলে আমি কুঁড়ের বাদশা শেষ। :P আপনার সাথে বেয়াদবী করার মত সাহস কী আমার আছে ; আপনার কবিতা আপনিই আনুবাদ করে দেখেন কিসের সাথে মিলে যায়। ফুলের কাছে ফল দিয়ে কীভাবে কবিতা লিখেছেন। :P

২৫ শে জুন, ২০১৮ রাত ১২:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কুঁড়ে?
লগআউট করলে কেন?X(
তোমার উপর তো মেজাজ গরম হয়ে গেল!:(


ওকে!
আজকে মন্তব্যগুলো রেখে দিলাম!
আগামীকাল পোস্টটাই মুছে ফেলবো! ;)


ধূর!
গাজী ভাইয়ের জন্য আজ দিনটাই মাটি!!:(

১০| ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
৭২ এ মুক্তিযোদ্ধারা প্রায় সবাই অস্ত্র জমা দিয়েছিল এভাবেই।

পরে ৮০-৮৫ দিকে।
মুক্তিযুদ্ধকালের অবশিষ্ট অস্ত্রসস্ত্র উদ্ধার না হওয়াতে পরে একটা লোভনীয় অপশন দেয়া হয়েছিল।

সব অবৈধ অস্ত্র নগদ মুল্যে কিনে নেয়া হবে।
যে কোন তফশিলি ব্যাংকের ম্যানেজার রুমে,জমাদানকারিকে কোন হয়রানি বা জিজ্ঞাসাবাদ করা হবে না।

২৫ শে জুন, ২০১৮ রাত ১২:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ হাসান ভাই!
অনেক কিছু জানা হল!
আপনার কথা হয়তো সত্য!:)
হয়তো বললাম! কারণ, আমি নিজেও জানি না এটা কীসের কাগজ?? তবে আমার ধারণা ছিল এটা যুদ্ধের অস্ত্র জমা দেবার কাগজ!:)
আচ্ছা?
আপনার কাছে/জানা মতে কি এই রকম কোন কাগজ দিতে পারবেন??

গাজী ভাইকে বলার কারণ, আমি তার কাগজটা দেখতে চাচ্ছিলাম! মিলে কি না!


পুনশ্চঃ
এই কাগজের ব্যক্তিটি কোন রকম ভাতা পায় না! এ নিয়ে কালকে একটা পোস্ট দিব!
ভালো থাকবেন!

১১| ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:২৮

অচেনা হৃদি বলেছেন: @ কুঁড়ে বাদশা
ভাইয়া ওমেরা আপুর পেছনে লেগে থাকেন কেন আপনি ? আমি তো জানতাম কোন ছেলে কোন মেয়ের পেছনে লেগে থাকার মানে হল ছেলেটা ঐ মেয়েকে পছন্দ করে । আপনি ওমেরা আপুকে লাইক করেন ? লাভ নাই, ওমেরা আপুর পছন্দের একজন আছে, আপনি উনাকে ছেড়ে অন্য কাউকে ট্রাই করেন । ;)

১২| ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:৩৭

কুঁড়ের_বাদশা বলেছেন:
কুঁড়ের বাদশা কাউকে ভয় করে না, একাই একশোX((


ধূর মিয়া আপনি একটা মাল্টি নিকের পল্টিবাজ। :P
আমার প্রথম মন্তব্য দেখুন ও তার প্রতিউত্তর। কি কথা দিয়েছিলেন আর শেষে এসে কী বলেন? কাজটা আপনাকে দিয়ে করতে চেয়েছিলাম আর সাথে ছিলাম উপযুক্ত প্রমাণসহ, এখন আপনি যা প্রমাণ করলেন, তারপরে তুমি বলে ডাক দিলেন,এখন আপনি বড়দাদা.. ;) এতো রাইতে ব্লগে বউ ব্লগিং করতে দেখলে মাইর দিবো, :(
এবার যাই গা আমিও কোন ব্লগার হারাতে চাই না। ওমেরা আফা চুরি করে লিখতে থাকো আমরা আছি তোমার সাথে। :P

২৫ শে জুন, ২০১৮ রাত ১২:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে!
আবার আপনি মোড!
সাহসী মন্তব্যের জন্য ধন্যবাদ!
একাই একশদের আমি পছন্দ করি!
আপনাকে আরেকটি মন্তব্য করছি!

১৩| ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন: @অচেনা হৃদি
আফা আপনার বাড়ী কী পাবনা'নি ক্যান?
আমি জেনে শুনে লেখা চোর পছন্দ করবো কেন? কুঁড়ের বাদশা হতে পারি কিন্তু আমার একটা ইজ্জত আছে। :P
এটা চুরি ধরার জন্য পিছনে লেগে থাকা

১৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ১২:৫১

অচেনা হৃদি বলেছেন: @কুঁড়ের বাদশা
আহারে, লেখা চোর আর পান না । সব সময় খালি ওমেরা আপুর লেখা নিয়ে গবেষণা করেন কেন ? ওমেরা আপুর কবিতার লগে কোন একটা ইংরেজি কবিতার ভাবের মিল তো থাকতেই পারে । এরকম তো জাফর ইকবাল স্যারের লেখার সাথে অনেক ইংরেজি সায়েন্স ফিকষনের মিল আছে । আপনি কি জাফর স্যাররেও লেখা চোর বলবেন ? ;)

১৫| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:০২

কুঁড়ের_বাদশা বলেছেন: @অচেনা হৃদি

সামুতে আপনার বয়স কত? না কারো মাল্টি নিক?

হঠাৎ করে ওমেরার সাফাই গাওয়া শুরু করলেন কেন। বিষয়টা দেখে মনটা ভরে গেলে,মানুষ মানুষের জন্য কিন্তু চোরের পক্ষে সাফাই গাইতে গেলে ঘরে ঘরে চোর ছাড়া আর কিছুই জন্মাবে না গো বইন। ভাবিবা কথা বলিবেন।ওমেরাকে ভালো হওয়ার সুযোগ সকল ব্লগার দিয়েছ কিন্তু যার লজ্জা নাই সে কী মানুষ? চোরে শুনে না ধর্মের কাহিনী।

১৬| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:১১

অচেনা হৃদি বলেছেন: @কুঁড়ের বাদশা
হি হি হি...
কথার উত্তর দিতে না পেরে আমাকে মাল্টিপ্লিকেশন করে ফেলছেন ! সামুতে আমার বয়স খুবই কম, আর এই কম বয়সে দেখলাম আপনি খালি ওমেরা না জপে চলছেন । আপনার সাথে আমার প্রথম দেখা যেদিন হয়েছে সেদিনও ওমেরা আপুর নাম বলছিলেন ।
আচ্ছা, আর কিছু বললাম না ।
=p~

১৭| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:২১

কুঁড়ের_বাদশা বলেছেন: @অচেনা হৃদি

আপনি ব্লগের অল্প না বয়সের ছকিনা ছেরি জন্য কথার উত্তর দেইনি। :P


ব্লগের বুড়ি হলে ওমেরার চরিত্র কী তাহলে ভালো জানতেন।
যাইহোক,ওমেরার মত র্নিলজ্জ বেহায়াপনা করেন না, সুস্থ ধারায় ব্লগিং করুণ :P

১৮| ২৫ শে জুন, ২০১৮ রাত ২:১৫

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: কুঁড়ে, হাবিজাবি না বলে লিংকটা দিয়ে দিলেইতো বোঝা যায় কে চোর বা কে বদমায়েশ? চোরতো বললেন একজনকে প্রমান না দিয়েই এখন লিংকটা দিয়ে প্রমান করুন আপনি বদমাশ না |

২৫ শে জুন, ২০১৮ রাত ৩:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত!

@কুঁড়ের_বাদশা,
আমির খান?
লিংকটা দিন দেখি??

১৯| ২৫ শে জুন, ২০১৮ রাত ২:৪৭

জগতারন বলেছেন:
ওমেরা এর আগেও একাধিকবার চুরি করে ধরা খেয়েছচিল। ব্লগার স্বপ্নের ফেরিওয়ালা ও ঝান্ডু বাম ওর লিখা চুরির কাম-কাজ এর আগে একাধিকবার ধরে ছিল। বিদেশি পত্রিকা থেকে লিখা তুলে এনে তা বাংলায় অনুবাদ করে "সামুতে" প্রকাশ করে। ওর কোন লজ্জা- শরম থাকলে এ কাজ আর করতো। ও একটা পাক্কা অভিনেত্রী ও চুন্নি।

২০| ২৫ শে জুন, ২০১৮ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


এই ব্যাপারে আমার কোন আইডিয়া নেই।
HF/FF লেখা থাকাতে ঐন ধরণের কিছু মনে হচ্ছে! তবে, HF'টা কি জিনিষ বুঝা মুশকিল

২৫ শে জুন, ২০১৮ রাত ৩:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নো আইডিয়া!:(
আপনি তো আমাকে চিন্তায় ফেলে দিলেন!!!:(

কিছু মনে করবেন না!
আপনার অস্ত্র জমা দেয়া কাগজের একটা ছবি দিতে পারবেন?

২১| ২৫ শে জুন, ২০১৮ রাত ৩:০৮

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: @জগতারণ, লিংক দিয়ে প্রমান করে দিলেইতো হয়ে যায় | লিংকটা না দিয়ে নিক বদলে বদমাইশি করলেতো হবে না | সে এক মিথ্যেবাদী জোচ্চোর সেই সাথে আপনিও সেটাই হবেন যদি এই কবিতার লিংক না দিতে পারেন |

২২| ২৫ শে জুন, ২০১৮ রাত ৩:৫৩

জেন রসি বলেছেন: ইন্টারেস্টিং!

২৫ শে জুন, ২০১৮ ভোর ৪:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ???


আমি আছি চিন্তায় আর আপনি পাচ্ছেন মজা?
আনন্দের নাহি শেষ!
আহা! বেশ, বেশ!

২৩| ২৫ শে জুন, ২০১৮ ভোর ৪:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @কুঁড়ের_বাদশা,
@অচেনা হৃদি,
@জগতারন,
মহৎ উদ্দেশ্যে এই পোস্ট দিয়েছিলাম! কিন্তু মাঝখানে ছন্দ পতন হল! পোস্টটি আলোচিত অংশে থাকায় কয়েকটি মন্তব্য মুছে ফেলা হয়েছে!! অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত! লেখক সামু পরিবারের সকলের কাছে ক্ষমাপ্রার্থী!

@নিভৃতেনৈঃশব্দে,
ঐ কবিতার ম্যাওপ্যাও ইংরেজী করে সার্স দিলাম। কিন্তু সেরকম কিছুই পেলাম না!

সিদ্ধান্তঃ
১. কুঁড়_বাদশা ও জগতারন এর আনিত অভিযোগ ভিত্তিহীন। তাই তাদেরই উল্টো মানহানির মামলায় ফাঁসানো যায়!:P
২. আমি ঠিকমত ইংরেজী করতে পারি নি/পারি না! অভিযুক্ত ব্যক্তিটি সেই দিক দিয়ে আমার চেয়ে এগিয়ে! সে তার মেধাকে দেশের স্বার্থে পজিটিভলি ব্যবহার করতে পারে! :)

২৪| ২৫ শে জুন, ২০১৮ ভোর ৪:২৮

যাযাবর চখা বলেছেন: কমেন্ট মুছে আপনে পক্ষপাতমুলক আচরন করছেন। ব্লগারদের পুরা ঘটনা জানার অধিকার আছে। এখন যা সময় তাতে কুড়েভাই ব্লগে না-ই থাকতে পারে। তাকে যুক্তিসংগত সময় দেওয়া উচিত।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাঙালীরা গণতন্ত্র বোঝো না, তাই মাঝেমধ্যে স্বৈরাচারী হতে হয়!;)
ওয়েট করেন!
কুঁড়ে আমি টাইট দিচ্ছি!X(

২৫| ২৫ শে জুন, ২০১৮ ভোর ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, ১৯৭১ সালের অস্ত্র কি আর এখনো আছে? থাকলে সেটাতে কি মরচে ধরেনি?

এ ব্যাপারে আমার জ্ঞান নেই। তবু জানতে মন চায় ।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাজ্জাদ ভাই?
আপনারা আমার শ্রদ্ধেয়! সো, নো স্যার!:)

৭১সালের বেশীরভাগ অস্ত্রই নষ্ট হয়ে গিয়েছে, অবশিষ্ট কিছু জাদুঘরে আছে! বিচ্ছন্নভাবে দু-একটা মানুষের হাতে আছে!

হ্যাঁ!
এসব অস্ত্রের বেশীর ভাগে মরিচা ধরেছে, ভালোগুলো অনেকদিন অব্যবহৃত থাকায় ব্যারেলে জ্যাম ধরে আছে, তাই কাজ করবে না! তবে এদের মধ্যে দু-চারটা এখনো কাজ করতে পারে এবং সেগুলো দিয়ে মানুষকে পটলক্ষেতেও পাঠানো যাবে!;)

আশার কথা হলো এগুলো পুরাতন হওয়াও অনেক বন্দুকের বুলেট এখন আর তৈরী করা হয় না! তাই অস্ত্র থাকলেও খালি ম্যাগাজিনেই সন্তুষ্ট থাকতে হবে!

২৬| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:০১

সিগন্যাস বলেছেন: কিছু বলছেন না কেন?

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ক্যাচাল শুরু করার আগে একটু দম নিলাম!

আপনি নিজের সম্পর্কে কিছু জানান....

২৭| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " নো আইডিয়া!:(
আপনি তো আমাকে চিন্তায় ফেলে দিলেন!!!:(

কিছু মনে করবেন না!
আপনার অস্ত্র জমা দেয়া কাগজের একটা ছবি দিতে পারবেন? "


-আমাদের প্লাটুনের অস্ত্রগুলো ক্যাপ্টেন এনামের ( ১ নং সেক্টর) লোকজন ট্রাকে করে নিয়ে গেছে, সেখানেই শেষ; কোন কাগজপত্র, কোন দলিলপত্রের দরকার হয়নি।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে গাজী ভাই!
সহযোগীতার জন্য ধন্যবাদ!

আজ অথবা কালকে এ নিয়ে আপডেট জানাবো...

২৮| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আমার মাথা গেছে

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কুল, কামাল ভাই, কুল!
মাথা হট করে করবেন না ভুল!;)

২৯| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দৃষ্টি আকর্ষণ না করতেই উনার চোখের সমস্যা শুরু হয়ে গেল???:(
গতকালই উনাকে বলেছিলাম, আজকে একটু দরকার থাকবে!
আজকে ৮টাতে উনাকে দেখেছি!
পোস্ট দেখে ডুব মেরেছে নাকি! কে জানে?

পোষ্ট দেখে ভয় পেয়ে ডুব দেওয়ার মতো মানুষ চাঁদগাজী নয়। সে 'অন্য জিনিস'।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেটা আমি জানি!
আর উনার দৌড়ও আমার জানা আছে!

ভালো থাকবেন।

৩০| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৭

ম্যাড মাক্স বলেছেন: এটা মুক্তিযুদ্ধকালীন সময় এর নাও হতে পারে। হয়ত সেনা বাহিনী, পুলিশ এমন কারো ও হতে পারে। আবার হয়ত মুক্তিযুদ্ধকালীন সময় এর সেনা বাহিনী, পুলিশ, ইপিআর দের ও হতে পারে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তাকে দেখালাম, তিনি ও এটা চিনতে পারেননি। তিনি বললেল যুদ্ধের শেষে লাইনে দাঁড় করিয়ে হাতে হাতে অস্ত্র নিয়ে নিয়েছে তারটা। কোন কাগজ বা সিগনেচার দেইনি, নেইনি।

২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মুক্তিযুদ্ধকালীন সময় এর সেনা বাহিনী, পুলিশ, ইপিআর দের ও হতে পারে..
-প্রিয় ম্যাড মাক্স?
আপনি দারুন একটা ক্লু দিয়েছেন!
উনি পুলিশে ছিলেন, ৮৪তে চাকরি ছেড়েছেন!
এটা নিয়ে আজ একজনের পাঠিয়েছি, দেখি কি হয়!

৩১| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:১৬

কুঁড়ের_বাদশা বলেছেন:
মহৎ উদ্দেশ্যে এই পোস্ট দিয়েছিলাম! কিন্তু মাঝখানে ছন্দ পতন হল! পোস্টটি আলোচিত অংশে থাকায় কয়েকটি মন্তব্য মুছে ফেলা হয়েছে!! অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত! লেখক সামু পরিবারের সকলের কাছে ক্ষমাপ্রার্থী!


মিঃ মন্ডল

আপনি আমার অনেক মন্তব্য ডিলিট করে দিয়েছেন,অথচ মাত্র ৪ দিন আগে যার জন্ম হয়েছে নিভৃতেনৈঃশব্দে
তার মন্তব্য রেখে দিয়ে আপনি বড় মহৎ একটা কাজ করেছেন। ঐ শয়তানের বাচ্চার পক্ষে আপনার টানও কম না।এ জন্য আপনাকে ধন্যবাদ না দিলেই নয়। X(( X((


২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নো টক একটা প্লে:
ঠুমকা লাগালি,
রূপের বিজলী গিরালী,
তোকে দেখে গাইছে এ মন রিমিক্স কাওয়ালী...;)


আপনি এত ম্যাওপ্যাও করছেন কেন?
সাহস থাকলে ইংরেজী কবিতার লিংক দিন!!X(



পুনশ্চঃ
মন্তব্যগুলো মুছে ফেলেছি!
সেগুলো তো আর হারিয়ে যায় নি!!X(
আপনি যদি আপনার অভিযোগ প্রমান করতে পারেন, আগামীকাল সব মন্তব্য যুক্ত করে দেব! অন্যথায় আপনাকে গ্যাপে নেয়া হবে!!!

৩২| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন:

যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি তাহলে আপনিও কথা দেন আর মেয়েদের ব্লগে গিয়ে লুলামি করা বন্ধ করবেন।
আপনিও যে মেয়েদের ব্লগে গিয়ে আজাইরা ম্যাওপ্যাও করেন,বিষয়টা আসলে দৃষ্টিকুটুর লাগে।
ভালো হয়ে যান মিয়া ভাই X(( X((

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

খালি খালি, শুধু শুধু
ম্যাওপ্যাও কেন ভাই!
ধোনে:P জোর থাকলে পরে
লিংকটা এবার চাই!!

পুনশ্চঃ
ঠিক আছে,
আমি একটা লুল!
আমার সাথে কাইজা করে
কইরেন নাকো ভুল!;)

বি. দ্রঃ লুলিয়া শব্দটা আমার আবিষ্কার X(

৩৩| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: পড়লাম কিন্তু কি বলবো কিছুই বুঝতে পারছি না।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!

আমি একটু আধটু বুঝেছি!
পুরোটা বুঝলে আপনাদের জানাবো!:)

৩৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ডিলেট হয়ে যাওয়া মন্তব্য না পড়তে পারায় বুঝা যাচ্ছেনা কুঁড়ের-বাদশার সাথে কি নিয়ে জল এত ঘোলা হলো?

আর ধো.......র প্রশ্ন আসল কেন

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

লজ্জা! লজ্জা!
কী যে বলি ভাই,
লেখার মত কোন কিছু
খুঁজে পাই নাই!


মনে করুন, কুঁড়েকে আমি ধোলায় করবো....:P

৩৫| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন বিষয়ের উপর লিখার শুরু করেন; এটাসেটা নিয়ে লেগে যাওয়া ব্লগিং'এর অংশ নয়।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"এটা সেটা নিয়ে লেগে যাওয়া ব্লগিং'এর অংশ নয়।"

এটা একদম ঠিক!
পড়ে হাসছি আমি ফিক!
পারি শুধু আমি কপি-পেস্ট করা
গানের লিরিক!:(

নো ওরি, নো ভয়
পাগল মনটা আমার কয়
ওরে নির্বোধ চলে যা তুই(আমি)
ব্লগিং তোর তরে নয়!!!:(

৩৬| ২৫ শে জুন, ২০১৮ রাত ৮:৫৭

নীলপরি বলেছেন: আমিও পড়লাম শুধু । পোষ্টের উত্তর বোধহয় পাননি । আশাকরি পাবেন ।

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কথা এটি সত্য!
সন্তোষজনক উত্তর পাইনি!:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.