নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন... দায়িত্বশীল স্বাধীনতায় বিশ্বাস করে।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯


রাজধানীর ঝিগাতলায় ছাত্র হত্যা ও ছাত্রী ধর্ষণের ঘটনার কোন সত্যতা নেই। বিষয়টি পুরোপুরি গুজব। এতে কেউ বিভ্রান্ত হবেন না। পুলিশকে গুজব রটনাকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করুন : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
... মেসেজটি সকালে আমার মোবাইলে এসেছে।
গতকাল ছাত্র আন্দোলনের নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু পোস্ট এসেছে। আশাকরি সামুর লেখকরা পোস্ট দেবার সময় সতর্ক থাকবে। পুরোটা না জেনে/আবেগে পড়ে এমন কোন উষ্কানিমূলক পোস্ট দিবেন না, যাতে বিভ্রান্তি/অশান্তি সৃষ্টি হয়। (কোন ছবি বা খবর প্রচার করলে নির্ভরযোগ্য লিংক/সোর্স দিন।)


নেট বন্ধ থাকা প্রসঙ্গে মেসেজঃ
Dear customer, we along with all other operators are experiencing temporary interruption in 4G & 3G internet connectivity. Sorry for the inconvenience.

পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে নেট(৩জি ও ৪জি) বন্ধ রাখা হয়েছে। এটাকে ১৪৪ধারা/বাক স্বাধীনতা হরণ ভাববেন না। শাপলা চত্তর বা চাঁন্দের খবরের মত কোন গুজব ছড়াক আমরা সেটা চাই না। আশা করি দেশের স্বার্থে সবাই সহনশীলতার পরিচয় দেবেন।

গতকাল ছাত্রদের উপর যে সশস্ত্র আক্রমন হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে ন্যাক্কারজনক এই ঘটনায় দোষী সরমেয়দের নিরপেক্ষ বিচার দাবী করছি।
জয় বাংলা।


পুনশ্চঃ
এখানে কিছু লেখা ছিল। ওটা পরিস্থিতি বুঝে ব্যবহার করা হবে....;)


.


[ফ্লাডিং-এর কারণে পোস্টে মন্তব্য সুবিধা স্থগিত করা হয়েছে। :(]

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: কি লেখা ছিল সেটা কোন পরিস্থিতিতে প্রকাশ করবেন, জানতে চাই? :P

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অাকশান, কমেডি বা রোমান্স যে কোনটা। মানে যেমন ঝোপ, তেমন কোপ।;) তবে গিনিপিগ ও চামচিকা বাহিনীকে লাফালাফি করার জন্য, আজকে ছাড় দেয়া হবে। :P


পুনশ্চঃ
মোবাইল থেকে ব্লগিং করছি। প্রতিউত্তরে দেরী হতে পারে....

২| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: চালুনীর ছিদ্র খুজে বেড়ানো আরকি। দেশে এই সরকারের ধর্ষণের বিপ্লব হয়েছে( X( ) । কারা করছে সে ব্যাপারে পত্রপত্রিকায় লেখা হয়েছে।

এইটা গুজব নাকি নলের ভয়ে জানে ভয়ে অস্বীকার করেছে কে জানে?

অফিস আদালত বন্ধ করে দিলেই পারে। অরাজকতা এখন সব খানে। বৈঠা লগি দিয়ে যারা ক্ষমতায় এসেছে। তাদের পক্ষে সব সম্ভব। আল্লাহ তায়ালা এদের হাত থেকে মানুষকে রক্ষা করুক। কিছু ছাত্রলীগ মানুষ হয়ে ওহা করা থেকে বিরত থাকুক ।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কুল ভাই, কুল! ব্লাড প্রেসার বেড়ে যাবে তো??:P

@ দেশে এই সরকারের ধর্ষণের বিপ্লব হয়েছে(X(
...ছেলেদের পাওয়ার মনে হয়....:P

@বৈঠা লগি দিয়ে যারা ক্ষমতায় এসেছে। তাদের পক্ষে সব সম্ভব। আল্লাহ তায়ালা এদের হাত থেকে মানুষকে রক্ষা করুক।
... কি কমু? :(
দ্যাষে কি কোন ভালো দল আছে? সব তো চোর ডাকাত। কেউ একটু বড় চোর, আর কেউ একটু ছোট চোর, এই যা পার্থক্য।

কিছু ছাত্রলীগ মানুষহয়ে ওহা করা থেকে বিরত থাকুক ।
...বাক্যটা বুঝলাম না। তবে এই হারামিরা দলটাকে ডুবাবে!!!:(

৩| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২

বিষাদ সময় বলেছেন: কাল থেকে বিভিন্ন প্রাপগান্ডা দেখেতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। ............................হুজুগে বাঙালি মনে হয় কোন দিন যুক্তি, বুদ্ধি দিয়ে কাজ করবে না..............

অফটপিক: আপনি কি জেনারেল পদ থেকে ডিমোশন পেলেন? :)

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত। সামাজিক মাধ্যম ব্যবহারে আমাদের আরো দায়িত্বশীল হতে হবে।


@ আপনি কি জেনারেল পদ থেকে ডিমোশন পেলেন?:)
.. আমাকে কমেন্ট ব্যান করা হয়েছিল।(জেনারেল করা হয় নি।) কয়েক দিন ব্যস্ত ছিলাম, তাই পোস্ট দেই নি।(মডুদের উপর একটু রাগও ছিল;))

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

প্রামানিক বলেছেন: ঝোপ বুঝে কোপ মারা। খুশি হলাম।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না পরমানিক ভাই! উল্লোটা বুঝবেন না।

কথাটা আসলে হবে, যেমন কুকুর, তেমন মুগুর।:P শুনতে খারাপ লাগবে, তাই ওভাবে বলেছি...

৫| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কিছু লোক ঘোষণা দিয়ে ছাত্রলীগ করা বন্ধ করুক। তাতে দেশের মানুষের মনে স্বান্তনা মিলবে ছাত্রলীগে কিছু ভালো মানুষও ছিল। তাদের পক্ষে বলার আর কিছু অবশিষ্ট নাই ।

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কিছু লোক ঘোষণা দিয়ে ছাত্রলীগ করা বন্ধ করুক।
... আমিই তো বন্ধ করেছি। আমি কি তবে ভালোমানুষ??:P

লীগ, দল, জাশি সব কয়টা খচ্চর! তবে আজকে প্রথম আলোতে দেখলাম ছাত্রলীগ থেকে ছাত্রদের চকলেট দেয়া হচ্ছে!:P

তবে নো টেনশন ওই সারমেয়রা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে পটল ক্ষেতে যাবে। সমস্যা হল, ভবিষ্যতে আমার মা জননীর(দেশের) কী হইবে,......:(

৬| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯

রাকু হাসান বলেছেন: অবশেষে নিজাম ভাই কে প্রথম পাতায় আবার ভাল লাগছে :-B

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ রাকু ভাই!

আমি ইচ্ছে করেই এতদিন প্রথম পেজে কোন পোস্ট দেইনি।

৭| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন:
তৃতীয়পক্ষ ঢুকে পড়েছে, যা করেছ যথেষ্ট, স্কুলে ফিরে যাও: প্রধানমন্ত্রী

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাসিনা আপা সব সময় জুজুর ভয়ে থাকে। কোনটা গণ আন্দোলন আর কোনটি বিরোধীদলের কাজ এটা সে কবে বুঝবে??:(

৮| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: সবার আগে মন্ডল বাড়ীর পাঁজি ছেলেকে ওয়েলকাম ব্যাক :D

ভাইয়া আমরা হচ্ছি অস্থির জাতি :P চিলে কান নিয়েছে শুনে কানের জায়গায় কান আছে কি নেই তা না দেখেই চিলের পেছনে দৌড় =p~

অফটপিক ঃ গতকাল ওসব ঘটনার পর যখন অভিনেত্রী নওশাবা কে গ্রেপ্তার করা হয় তখন পাশের ঘর থেকে আমার বাবা ছুটে এসে আমাকে আর আমার বোনকে, ফেসবুকে যেন এসব বিষয়ে কোন রকম কার্যকলাপ না করি সেই বিষয়ে সাবধান বানী শুনিয়ে যায় :P আমি আমার বোনের দিকে তাকিয়ে মুচকি হাসি আর বলি, বেচারা এতো নিরীহ যদি জানে তার মেয়ে ব্লগে লিখে তখন না জানি কি বলে =p~

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি হনু ভালোমানুষ :P
ডাকলে কেন পাজি?
রাগাও যদি আজকে তুমি
ডাইকা আনমু কাজী।।X(

আর বলোনা এই চিলের জন্যই ফেসবুক/নেটের সব খবর আমি বিশ্বাস করি না। গন্ডার হয়ে বসে থাকি, আর পপকর্ন খাই।



আফটপিকঃ
সব বাবারাই এটা করে। তোমার সময় তুমিও এটা করবে। তবে চিন্তার কিছু নেই, তুমি যে হুজুগে পাবলিক নও সেটা আমি জানি। আর আমি তো গন্ডার, দু-চার, দশটা চামচিকাকে একাই ঠিক লাগিয়ে দেব..:P

৯| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০

ক্স বলেছেন: জয় বাংলা বললে এখন রাজাকার হয়ে যাবেন। রামপুরায় ছাত্রলীগ গিয়েছিল ইস্ট ওয়েস্টের ছাত্রদের সাথে একাত্ম হতে, যেই জয় বাংলা স্লোগান দিয়েছে, ওমনি পাবলিকের ধাওয়া খেয়ে ভেগেছে।

পোস্ট এডিট করুন তাড়াতাড়ি।

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জয় বাংলা, আমার পছন্দের স্লোগান। আমি না ভয় করি সরকার/বিরোধীদলকে, না পাবলিককে। তাই নো এডিট..:D


@জয় বাংলা বললে এখন রাজাকার হয়ে যাবেন।
.. জয় বাংলা, কথাটা আমি এই কারণেই দিয়েছি। আমাকে রাজাকার বলার মত পাবলিক সামুতে আছে নাকি দেখতে..;)

১০| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

ক্স বলেছেন: জয় বাংলার সরকার এখন ক্ষমতায়, তাই আপনাকে ঘাঁটানোর সাহস এই মুহূর্তে কারো হবেনা। তবে সরকার বেকায়দায় পড়লে কিন্তু আপনিও তখন টার্গেটে থাকবেন। তার চেয়ে, স্রোতের সাথে মিশে যাওয়াই কি ভাল নয়?

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জয় বাংলা আওয়ামিলিগে একার সম্পত্তি নয়, দল মত নির্বিশেষে এটা সবার।:)

আমার দুই জন আত্মীয় মুক্তিযোদ্ধা। আমি দলের চেয়ে দেশকে ভালবাসি। সাদাকে সাদা ও কালোকে কালো বলার চেষ্টা করি। তাই স্রোতে মেশার ইচ্ছা আপাতত নাই।;)

১১| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ছাত্র আন্দোলন সফল।
তাদের সকল দাবী মেনে নেয়া হয়েছে।
সরকারের সর্বোচ্চ পর্যায় হতে এ ব্যাপারে অতি গুরুত্বের সাথে বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীও বারবার আস্বস্ত করেছেন ও বিষয়টি তদারকি করছেন।
সেগুলো বাস্তবায়নের কাজ চলছে। এতে সময়ের প্রয়োজন। ধৈর্য্য ধরতে হবে।
এখন আর রাস্তায় পড়ে থাকার কোন যৌক্তিকতা নেই। বরং এতে এখন রাজনীতি জড়িত হয়েছে। সরকার বিরোধীরা সক্রিয় সহিংসতা করে সরকারকে বিপাকে ফেলার জন্য নানা পরিকল্পনা নিয়ে। সরকারী দলের বিভিন্ন অংগ সংগঠনও মাঠে নেমেছে সরকার বিরোধীদের প্রতিহত করতে।
ছাত্র আন্দোলন নিয়ে এখন যা কিছু হচ্ছে তা অধিকাংই গুজব আর ভূয়া খবর।
আন্দোলনকে সহিংস করতেই এসব ভূয়া খবর ও গুজব ছড়ানো হচ্ছে।
এমতাবস্থায় ছাত্রদের নিরাপত্তা চরম হুমকিতে আছে।
এখন তাদের নিরাপদে ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগ দেয়া উচিৎ।
সকল অভিভাবকদের উচিৎ দ্রুত তাদের সন্তানদের ঘরে ফেরা নিশ্চিত করা।

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবাইকে ধৈর্য্য ধরতে হবে। সাথে প্রধানমন্ত্রীকে ছাত্রদের দাবী দাওয়াগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

@ছাত্র আন্দোলন নিয়ে এখন যা কিছু হচ্ছে তা অধিকাংই গুজব আর ভূয়া খবর।
... সহমত।
তবে আজকে জিগাতলায় পুলিশ টিয়ারসেল মেরেছে। ৫০জন আহত। গতকাল একদল যুবক নোংরা আক্রমন চালিয়েছে। এসবের সুষ্ঠ বিচার করা হোক।
আর ছাত্ররা ঘরে ফিরুক....

১২| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনার জেদ সাধারণ বাংগালীদের ডুবায়ে দিয়েছে, আরো ডুবাবে; কিন্ত তিনি বিএনপি-জামাত-শিবিরের সম্পৃক্ততায় ঘটিত কোন প্রতিবাদ, কোন আন্দোলনের দাবীর মুল্য দেবেন বলে মনে হয় না; প্রতিবাদীদের নিজের চেস্টায় বিএনপি-জামাত-শিবির-মুক্ত থাকার চেষ্টা করতে হবে।

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

হাসিনা আপার কাছে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ ও দক্ষ প্রশাসন আশা করেছিলাম। কিন্তু তিনি এখনও বিম্পি জামাতের জুজুর ভয়ে আছেন!!X(

১৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: দুপুর থেকে আপনাকে দেখে ভালো লাগছে। অনেকদিন পর, ক্যামন আছেন ভাই?
সরকার নার্ভাস হয়ে গ্যাছে। আর দায়িত্বশীল'রা যেনো যে যার মতো বক্তব্য দিচ্ছে। আজ যমুনা নিউজে দেখলাম- কারিগরি ত্রুটির কারণে ইন্টার্নেট সেবা বিঘ্নত হচ্ছে বলে জানিয়েছে-বিটিআরসি। সেই কারণ জানিয়েছে আইএসবপিএবি।

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আলহামদুলিল্লাহ্।
আপনাদের দোয়ায় ভালো আছি জুনি ভাই!


সরকার নার্ভাস তো হবেই। ওরা যত আকাম করেছে/করছে, বিরোধীদল ঠিকমত কাজে লাগাতে পারলে ওদের ভাগ্যে শনি আছে। নেতারা তো বরাবরই মগজহীন।

@আজ যমুনা নিউজে দেখলাম- কারিগরি ত্রুটির কারণে ইন্টার্নেট সেবা বিঘ্নত হচ্ছে বলে জানিয়েছে-বিটিআরসি ।
.. বিবিসিতেও শুনলাম কারিগরি সমস্যা!:D
এটা ম্যাওপ্যাও বক্তব্য। একসাথেই সবার সমস্যা হবে? গতকালই আমি কাষ্টমার কেয়ারে ফোন করেছিলাম। কেউ ধরেনি।


বিবিসিতে এই মাত্র শুনলাম, ৩জি ও ৪জি নাকি চালু করা হয়েছে।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সরকারের কিছু ভুল সিদ্ধান্ত দেশে অশান্তি বাড়াবে। শিক্ষার্থীদের দাবী আমলে নিয়ে কোটা সংস্কার করা হলে এতো অশান্তি সৃষ্টি হতো না। সাধারণ শিক্ষার্থীররা এতো দিন রাস্তায়ও থাকতো না। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সরকার জনগণের মনের কথা বুঝতে ব্যর্থ হচ্ছে। নিজেদের ব্যার্থতাকে বিরোধীদলের উপর চাপানোর চেষ্টা করছে। এভাবে চললে সামনে দুই পরিবারতন্ত্রের খবর আছে.....

১৫| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৮

এটম২০০০ বলেছেন: Chatro League,
Have a look at the “children in movement for stopping murders by the drivers” on Bangladeshi road.

Do not try to commit any hard to them as per advise of your leader. It is a caution for you.

REMEMBER: They are the dearest sons and daughters of Bangladesh Military officials, Bangladesh Police officials, RAB personnel, Intelligence Department personnel, SSF officials, Bureaucrats and so on.

Do something to them, and you will face the consequences.

DEFINITELY THE Bangladesh Military officials, Bangladesh Police officials, RAB personnel, Intelligence Department personnel, SSF officials, Bureaucrats ARE WORRIED FOR THEIR CHILDREN ENGAGED IN JUST MOVEMENT. But they cannot say anything because they cannot breach discipline. But if any of their dear children are lost ....... they would see. .

০৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছাত্রলীগ পাগলা কুত্তা হয়ে গিয়েছে। ওদের ইনজেকশান দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে। অন্যথায় লাঠির বাড়িতে মরবে....

১৬| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

উদাসী স্বপ্ন বলেছেন: বিএনপি জামাতের আন্দোলন ফেসবুক আর গুজবের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। নেত্রীকে জেলে রেখেও তারা জনগনের সিমপ্যাথী পাচ্ছে না

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ উদা সাহেব।

ম্যাডাম যেই আকাম করেছে, এখন ফাটকে বসে মেকাপ করছে সেই অনেক। :P

বিম্পি জাশি ফেবুতে যা করে করুক, ব্লগে আমার চোখে পড়লে ডলা খাবে...:P

১৭| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সোহানী বলেছেন: হুম......

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(

ম্যাওপ্যাও
ম্যাওপ্যাও
ম্যাওপ্যাও.

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.