নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারদের পরিচয় হওয়া উচিত একজন সাহসী, নির্ভীক, আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

নুরে আলম(রাজশাহী)

✿আমি শক্তিশালী,কারন আমি আমার দূর্বলতাগুলো জানি✿আমি সুন্দর,কারন আমি আমার ত্রুটিগুলো সম্পর্কে সচেতন✿আমি বুদ্ধিমান,কারন আমি আমার ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি✿আমি হাসতে পারি,কারন আমি বিষণ্ণ সময় পার করেছি✿আমি ভালবাসি,কারন আমি একসময় ঘৃনা দেখেছি।

নুরে আলম(রাজশাহী) › বিস্তারিত পোস্টঃ

কবে আমরা রাজনীতি, পরিবারেরতন্ত্র, আত্মীয়তন্ত্র , ঘুষতন্ত্র আর অযৌক্তিক কোঠাতন্ত্র থেকে মুক্তি পাব?

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৬

“নিউটন গ্রাভিটি আবিষ্কার করেছেন শুধু পদার্থবিদ্যা বুঝার জন্য নয়। উঁচু পাহাড় থেকে যে কোন মানুষ কে নিচে ফেলে দেওয়া হলে সবাই একই সাথে নিচে পড়বে”। এটাই প্রকৃতির নিয়মিত। কিন্তু মানুষ নিজের প্রয়োজনে এই নিয়মটা ভঙ্গ করছে আর মানুষ কেই তার খেসারত দিতে হচ্ছে ।
#কবে আমরা অনিয়ম থেকে মুক্তি পারবো?
#কবে আমরা রাজনীতি, পরিবারেরতন্ত্র, আত্মীয়তন্ত্র , ঘুষতন্ত্র আর অযৌক্তিক কোঠাতন্ত্র থেকে মুক্তি পাব?

এই প্রশ্ন গুলোর উত্তর আমার কাছে নেই , আর যার কাছে আছে সেই কেনই বা আমাকে উত্তর দিবে।
পরিবর্ত আসবে , আসতেই হবে কারণ ইতিহাস আমাদের সেই সাক্ষ্য দিয়ে গেছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:


যখন আপনি আপনার প্রতিবেশীকে আপনার পরিবারের মতো চোখে দেখবেন, তখন পরিবারতণ্ত্রের অবসান ঘটবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.