নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারদের পরিচয় হওয়া উচিত একজন সাহসী, নির্ভীক, আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

নুরে আলম(রাজশাহী)

✿আমি শক্তিশালী,কারন আমি আমার দূর্বলতাগুলো জানি✿আমি সুন্দর,কারন আমি আমার ত্রুটিগুলো সম্পর্কে সচেতন✿আমি বুদ্ধিমান,কারন আমি আমার ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি✿আমি হাসতে পারি,কারন আমি বিষণ্ণ সময় পার করেছি✿আমি ভালবাসি,কারন আমি একসময় ঘৃনা দেখেছি।

নুরে আলম(রাজশাহী) › বিস্তারিত পোস্টঃ

বাংলা ল’ স্কুল ইউটিউব চ্যানেলের পথচলা শুরু

১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

বর্তমানে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় ইউটিউব এখন সকলের কাছে সুপরিচিত একটি মাধ্যম। কিন্তু ইউটিউবে সকল বিষয়ে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পাওয়া গেলেও আইন বিষয়ের উপর বাংলায় তেমন ভাল এবং সহজে আইন বোঝার মত কোন ভিডিও পাওয়া যায়না । এই বাস্তবতা কে সামনে রেখে বাংলা ল’ স্কুল ইউটিউব চ্যানেলের পথচলা । বাংলা ল’ স্কুল ইউটিউব চ্যানেলে নিয়মিত বাংলা ভাষায় আইন সংক্রান্ত ভিডিও আপলোড করা হবে। এই সকল ভিডিও আইনকে সহজ ভাবে জানা ও বোঝার জন্য সকলের কাজে লাগবে। আমাদের দক্ষ টিম যে সকল ভিডিও তৈরি করেন তা বিশেষ করে আইনের ছাত্র, শিক্ষক, আইনজীবীদের কাজে লাগবে। এই চ্যানেলে একেবারে শুরু থেকে আইনের উপর ভিডিও বানানো হবে যা একজন দুর্বল ছাত্রের কাছেও আইন বুঝতে সমস্যা হবে না। বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ডিগ্রী নিয়ে ছাত্ররা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় নিবন্ধিত হবার জন্য বিভিন্ন কোচিং সেন্টারে যাওয়া শুরু করেন। তাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ও বার কাউন্সিল প্রস্তুতির উপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে।
আমাদের বিশ্বাস আপনারা আমাদের সাথে থাকলে অদূর ভবিষ্যতে এই বাংলা ল’ স্কুল ইউটিউব চ্যানেল ডিজিটাল আইন শিক্ষায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

এখানে আপনি যা পাবেন:
১। প্রয়োজনীয় সকল আইনের গুরুত্বপূর্ণ ধারা, উপধারা, বিধি, অনুচ্ছেদের সহজ ভাষায় বিশ্লেষণ মূলক ভিডিও।
২। আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও।
৩। যারা জুনিয়রশীপ করতে পারেননি তাদের জন্য মামলা পরিচালনার বিষয়ে ভিডিও ভিত্তিক প্রশিক্ষণ।
৪। দেওয়ানী ও ফৌজদারি মামলা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও।
৫। আদালত পাড়ায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের খবর।
৬। আইনের উপর বিভিন্ন নজির ও বাস্তব ভিত্তিক ভিডিও পাবেন এই চ্যানেলে।
Link: বাংলা ল’ স্কুল পরিচিতি ভিডিও লিংক
ধন্যবাদ
বাংলা ল’ স্কুল টিম

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

মাহমুদুর রহমান বলেছেন: জানলাম।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সুমন কর বলেছেন: ভালো উদ্যোগ.....শুভকামনা রইলো।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.