নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী একটি মন্তব্য করুন।★

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১৮


বাংলাদেশ ক্রিকেট নিয়ে খুব বেশি আগ্রহ আগের মত নেই। আগে একটা সময় ছিল বাংলাদেশের খেলা হলে কাজকর্ম ফেলে দিয়ে দেখার জন্য বসে থাকতাম। কোনো সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ দলের পারফরমেন্সের চুল ছেড়া বিশ্লেষণ করতাম। আইসিসির ইভেন্ট হলে তো কথাই ছিল না। কাউন্টডাউন চলত আর কতদিন আছে টুর্নামেন্ট শুরু হওয়ার। এখন অবশ্য কর্মব্যস্ততা একটি কারণ তবে সবচেয়ে বড় কারণ দল হিসেবে বাংলাদেশের পারফরমেন্স নিচের দিকে নামতে থাকায়।
এই যে বিশ্বকাপ চলছে শুধুমাত্র আফগানিস্তান এবং নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের যে খেলা ছিল সে খেলা দুটি দেখার জন্য আগ্রহ ছিল। কারণটি ছিল এ দুটি টিমের সাথে নিশ্চিত জয়ী হবে এমন ধারণা করে নিয়েছি! যেমনটি বাংলাদেশ যেসব খেলায় জিতে সে খেলাগুলোর হাইলাইটস দেখা, যেগুলি হারে সেগুলো কখনো দেখা হয়না। যাইহোক যে দুটি খেলা দেখেছি ভালো করে তার মধ্যে শেষ নেদারল্যান্ডের সাথে আমরা খুব শোচনীয়ভাবে হেরেছি। দলের ক্যাপ্টেনও বলেছে এর চেয়ে আর খারাপ খেলা যায় না।

আলোচনার বিষয় অবশ্যই এটা না। বাংলাদেশ টিমের একজন খেলোয়ারের একটি সাক্ষাৎকার নিয়েছে একটি স্পোর্টস চ্যানেল। সেখানে তাকে এমন পারফরম্যান্স হওয়ার কারণ কি জিজ্ঞেস করা হলো সে বলল আমি জানিনা! আসলে এমনটি কি কারণে হচ্ছে বলতে পারছি না, সবাই আমাদের জন্য দোয়া করেন। তো রিপোর্টার বলছেন দোয়া তো সবাই অবশ্যই করবে কিন্তু সবার এরকম ব্যর্থতা এটার কারণ কি? সে ঘুরেফিরে বলছে সবাই আমাদের জন্য দোয়া করুন!
বিশ্বাস করুন তখন আমার চাঁদগাজীর কথা মনে পড়েছে বারবার। ভাবছিলাম রিপোর্টারের জায়গায় উনি হলে এই খেলোয়াড়টিকে কি বলতেন! ওর কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিনা। এতবড় একটা ইভেন্টে খেলতে গেছে, পারফরম্যান্স কেনো খারাপ হচ্ছে সেটা বলতে পারছেনা, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছে!

যাইহোক চাঁদগাজী সেখানে ছিলনা সে খেলোয়াড়টির জন্য ভালো খবর। তবে উনি অন্তত এখানে একটি মন্তব্য করবেন আমাদের প্লেয়ারদের জন্য, যারা এমন একটি বড় ইভেন্টে খেলতে গিয়ে হতাশাজনক পারফরমেন্স কেনো করেছে সেটা বুঝতে পারছেনা, এটা থেকে উত্তরণের জন্য দেশবাসীকে বলেছে দোয়া করতে!

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২৯

মৃতের সহিত কথোপকথন বলেছেন: অন্য কেউ কি মন্তব্য করতে পারবে?

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩১

নূর আলম হিরণ বলেছেন: অবশ্যই পারবে।

২| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজী একটা মন্তব্য করে তৃপ্তি পাবেন না। ওনাকে একাধিক মন্তব্যের সুযোগ দেয়া উচিত।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫২

নূর আলম হিরণ বলেছেন: উনি অলরেডি করে ফেলেছেন।

৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৬

মৃতের সহিত কথোপকথন বলেছেন: উনি এখন ইসরাইল আছেন। উনাকে জোর করে এখানে টানা হচ্ছে কেন?

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৩

নূর আলম হিরণ বলেছেন: ইসরাইল ফিলিস্তিন নিয়ে উনি অনেকগুলি পোস্ট দিচ্ছেন। পোস্টে জানার অনেক কিছু থাকে। বুঝা যাচ্ছে উনি এই বিষয়টি নিয়মিত ফলো করছেন।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



আমি রিপোর্টার হলে, ২হ বার দোয়া চাওয়ার কথা শোনার পর, ২/১ টা ঘুষি মেরে দিতাম। আমি স্কুল জীবনে ফুটবল খেলেছি; মোটামুটি সব সময় খেলাকে উপভোগ করেছি। স্কুলের যোনের খেলায়, অংশ নেয়ার আগে দীর্ঘ সময় প্রেকটিস করতাম; গোল করার জন্য টিমকে নিয়ে প্ল্যান করতাম, মনপ্রাণ দিয়ে খেলতাম।

আমাদের ক্রিকেট খেলোয়াড়দের মাঝে সপোর্টম্যানশীপের অভাব আছে।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৪

নূর আলম হিরণ বলেছেন: এজন্যই বলছিলাম খেলোয়াড়টির ভাগ্য ভালো রিপোর্টারের জায়গায় আপনি ছিলেন না। :)

৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া উচিৎ।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৬

নূর আলম হিরণ বলেছেন: খেলাটির মাধ্যমে দেশে ভালো একটি রেভিনিউ আসে রেমিটেন্সও আসে। তাই এটি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। তবে মানুষের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে যার জন্য এর রেভিনিউ কমে আসবে।

৬| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪১

সোনাগাজী বলেছেন:



গ্রামের ছেলে হওয়ায় আমি ক্রিকেট খেলার গুরুত্ব টের পাইনি; তদুপরি, আমাদের সময় ইহাকে "বিহারীদের খেলা" বলতো; ফলে, কখনো এই খেলা নিয়ে মাথা ঘামাইনি। এখন শুধু ফলাফলটা জেনে নিই। আমাদের কালচারে, মানুষ পেশাগতভাবে দায়িত্বশীল নয়; সেজন্য এসব লতাপাতাদের আত্মবিশ্বাস নেই, দোয়া চায়।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৭

নূর আলম হিরণ বলেছেন: আমি ক্রিকেট খেলতাম, মোটামুটি ভালই খেলতাম। উইকেট কিপিং করতাম। অনেক দূরে দূরে গিয়ে খেলতাম। ফুটবল খেলা দেখতে অনেক ভালো লাগে কিন্তু কখনো সেভাবে খেলা হয়ে ওঠেনি।

৭| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



যে কোন খেলায় দক্ষতার সাতঃে আত্মবিশ্বাসের দরকার হয়, খেলার আগে দরকারী পরিমাণ প্রেকটিস ও টিমের সাথে প্ল্যান করে খেলার চক আঁকটে হয় মনের মাঝে। খেলার সময় সমস্ত মন দিয়ে খেলতে হয়। যারা দোয়াদিয়ার কথা বলে এগুলো আবর্জনা।

৮| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:



৭ নং মন্তব্যে টাইপো:

যে কোন খেলায় দক্ষতার *সাথে আত্মবিশ্বাসের দরকার হয়, খেলার আগে দরকারী পরিমাণ প্রেকটিস ও টিমের সাথে প্ল্যান করে খেলার চক আঁকতে হয় মনের মাঝে। খেলার সময় সমস্ত মন দিয়ে খেলতে হয়। যারা দোয়াদিয়ার কথা বলে এগুলো আবর্জনা।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৮

নূর আলম হিরণ বলেছেন: বুঝছি।

৯| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ওই ক্রিকেটারকে চিল্লায় পাঠানো দরকার। তাছাড়া গতি হবে না।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৬

নূর আলম হিরণ বলেছেন: বয়স অল্প কি বলবে বুঝতে পারছে না, এজন্যই বারবার দোয়া চাচ্ছিল।

১০| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ২:২০

শূন্য সারমর্ম বলেছেন:


দোয়ার গুণে দেখবেন, খেলা ছেড়েই চলে আসবে শুধু মাত্র দোয়াই করতে।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৭

নূর আলম হিরণ বলেছেন: এখন থেকে প্রতি ম্যাচের আগে, টুর্নামেন্টের আগে বিসিবির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা উচিত।

১১| ৩০ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:৫৬

কামাল১৮ বলেছেন: মাঠে জামাতে নামাজ পড়ে খেলা শুরু করতে হবে।প্রতিটা বল করার আগে হুজুরদের কাছে জেনে নিয়ে বিশেষ দোয়া পড়তে।খেলার আগের দিন দলের সবাইকে নফল রোজা রাখতে।আল্লায় না চাইলে খেলায় জেতা যায় না।আগে দেখেন ক্রিকেট খেলা হালাল না হারাম।

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৮

নূর আলম হিরণ বলেছেন: হাহাহা:)

১২| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের খেলা নোয়াখাইল্লা ভাষায় হেলা এবং ময়মনসিংগা ভাষায় কেলা হয়ে গেছে।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৫

নূর আলম হিরণ বলেছেন: খেলা জন হারে না, খেলতে যায় কিল্লাই:)

১৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৭

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ রাজিব নুর আপনাকে।

১৪| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৩

রানার ব্লগ বলেছেন:

১৫| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৩

রানার ব্লগ বলেছেন:

৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৪

নূর আলম হিরণ বলেছেন: হাহা, এটা ঠিক আছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.