নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানাটা আদো সম্ভব হয়ে উঠে নি। জানার ইচ্ছাও নেই। আমি যা সেটা নিজেরই। তবে অন্যকে জানায় মজা আছে।

নুর রাজু

আমি এই শহরের অন্ধকার বাড়ির জীবিত প্রানী।

নুর রাজু › বিস্তারিত পোস্টঃ

একটি রাস্তার সাক্ষাতকার!

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৪


ইদানিং বিভিন্ন রকম সাক্ষাতকার নেয়ার ব্যাপারে আমি যথেষ্ট আগ্রহি। হয়তো বিখ্যাত ব্যাক্তিবর্গের সাক্ষাতকার নেয়ার সামর্থ্য বা অভিজ্ঞতা আমার নাই। প্রানিকুল রেখে তাই এবার জড় পদার্থের সাক্ষাতকার নেয়া শুরু করলাম। বাড়ির সামনের ৬ ফিট প্রস্থের অর্ধমৃত রাস্তার সাক্ষাতকার দিয়ে শুরু করলাম। নিজেকে ফুটিয়ে তোলার জন্যই নিজেকে কবি হিসেবে সম্বোধন করলাম (নিজের গুন নিজে গাওয়া আরকি) । আশা করি ভালো লাগবে।

একটি রাস্তার সাক্ষাতকার
নুর রাজু
লোকেসনঃ আমিনবাগ ২ নং গলি
সময়ঃ রাত সাড়ে তিনটা

কবিঃ কেমন আছেন?

রাস্তাঃ স্থির আছি। আপনারা যেমন বিভিন্ন ধর্ম অনুসরন করেন, ঠিক একই ভাবে আমাদের(রাস্তাদের) ধর্ম হচ্ছে স্থির থাকা।

কবিঃ অধিকাংশ রাস্তায় প্রচুর যানবাহন থাকলেও আপনার উপর কোনো যানবাহন নেই কেন?

রাস্তাঃ আমার প্রস্থ মাত্র ৬ ফিট, তাও বিভিন্ন দালানকোঠার দখলেই অধিকাংশ জায়গা। যানবাহন চাইলেও আসতে পারে না ।

কবিঃ আপনি তাহলে যানবাহনের ব্যাপক অভাববোধ করেন?

রাস্তাঃ না, এইসব দালানকোঠাই আমার কাছে স্থির যানবাহন মনে হয়। যেসব যানবাহন বছরের পর বছর পার্কিং করে আছে।

কবিঃ যানবাহন তো চলাচল করে, স্থির থাকে না তাহলে কেন এইসব দালানকোঠাকে যানবাহন মনে হয়?এরা তো কখনই নড়বে না-

রাস্তাঃ প্রথমত আমি আগেই একবার বলেছি এরা পার্কিং মোড এ আছে। আর দ্বিতীয়ত, কোনো বড় ধরনের ভুমিকম্প হলে এরাও চলতে শুরু করবে।

কবিঃ শুনেছি আপনাকে নির্মানকালে সরকার বিভিন্ন দুর্নীতি করেছে এই ব্যাপারে আপনার বক্তব্য কি?

রাস্তাঃ শুধু সরকারকেই দোষারোপ করছেন কেন? দুর্নীতি তো সবাই করে। এই যে আমাকে দখল করে দালানকোঠা তৈরি করছে এটা কি দুর্নীতি নয়? নিজেদের বিভিন্ন কাজের সুবিধার্থে আমাকে কেটে বা ভেঙ্গে ক্ষতবিক্ষত করে সেগুলো আর মেরামত করে না, করলেও নিতান্ত অনীহার সাথে কোনরকম ছাইপাশ দিয়ে আমার ক্ষতগুলো ঢাকে একে কি আপনি দুর্নীতি বলবেন না? সরকারের ক্ষেত্রে যা বলব দুর্নীতি করুক আর যাই করুক আমাকে তৈরি করার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সে ক্ষেত্রে যদি দুর্নীতিও হয় জনগন বেশীরভাগ ক্ষেত্রেই নির্বিকার থাকে তাই আমারও নির্বিকার থাকাই শ্রেয়।

কবিঃ মানবজাতির কাছে আপনার কোনো চাওয়া বা আকাঙ্খা আছে কি?

রাস্তাঃ না, আমার কিছুই চাওয়ার নেই, আমরা তো আর মানুষ না, যে আমাদের আশা আকাঙ্খা থাকবে আমরা রাস্তা, আর রাস্তাদের কোনো আকাঙ্খা থাকতে নেই।

কবিঃ ধন্যবাদ। যেহেতু আমি মানুষ আমার আকাঙ্খা থাকতেই পারে। তাই আশা করি ভালো থাকবেন।

রাস্তাঃ আপনিও ভালো খাকুন। ভালো থাকুক সমগ্র মানবজাতি।ইদানিং বিভিন্ন রকম সাক্ষাতকার নেয়ার ব্যাপারে আমি যথেষ্ট আগ্রহি। হয়তো বিখ্যাত ব্যাক্তিবর্গের সাক্ষাতকার নেয়ার সামর্থ্য বা অভিজ্ঞতা আমার নাই। প্রানিকুল রেখে তাই এবার জড় পদার্থের সাক্ষাতকার নেয়া শুরু করলাম। বাড়ির সামনের ৬ ফিট প্রস্থের অর্ধমৃত রাস্তার সাক্ষাতকার দিয়ে শুরু করলাম। নিজেকে ফুটিয়ে তোলার জন্যই নিজেকে কবি হিসেবে সম্বোধন করলাম :P । আশা করি ভালো লাগবে।

একটি রাস্তার সাক্ষাতকার
নুর রাজু
লোকেসনঃ আমিনবাগ ২ নং গলি
সময়ঃ রাত সাড়ে তিনটা

কবিঃ কেমন আছেন?

রাস্তাঃ স্থির আছি। আপনারা যেমন বিভিন্ন ধর্ম অনুসরন করেন, ঠিক একই ভাবে আমাদের(রাস্তাদের) ধর্ম হচ্ছে স্থির থাকা।

কবিঃ অধিকাংশ রাস্তায় প্রচুর যানবাহন থাকলেও আপনার উপর কোনো যানবাহন নেই কেন?

রাস্তাঃ আমার প্রস্থ মাত্র ৬ ফিট, তাও বিভিন্ন দালানকোঠার দখলেই অধিকাংশ জায়গা। যানবাহন চাইলেও আসতে পারে না ।

কবিঃ আপনি তাহলে যানবাহনের ব্যাপক অভাববোধ করেন?

রাস্তাঃ না, এইসব দালানকোঠাই আমার কাছে স্থির যানবাহন মনে হয়। যেসব যানবাহন বছরের পর বছর পার্কিং করে আছে।

কবিঃ যানবাহন তো চলাচল করে, স্থির থাকে না তাহলে কেন এইসব দালানকোঠাকে যানবাহন মনে হয়?এরা তো কখনই নড়বে না-

রাস্তাঃ প্রথমত আমি আগেই একবার বলেছি এরা পার্কিং মোড এ আছে। আর দ্বিতীয়ত, কোনো বড় ধরনের ভুমিকম্প হলে এরাও চলতে শুরু করবে।

কবিঃ শুনেছি আপনাকে নির্মানকালে সরকার বিভিন্ন দুর্নীতি করেছে এই ব্যাপারে আপনার বক্তব্য কি?

রাস্তাঃ শুধু সরকারকেই দোষারোপ করছেন কেন? দুর্নীতি তো সবাই করে। এই যে আমাকে দখল করে দালানকোঠা তৈরি করছে এটা কি দুর্নীতি নয়? নিজেদের বিভিন্ন কাজের সুবিধার্থে আমাকে কেটে বা ভেঙ্গে ক্ষতবিক্ষত করে সেগুলো আর মেরামত করে না, করলেও নিতান্ত অনীহার সাথে কোনরকম ছাইপাশ দিয়ে আমার ক্ষতগুলো ঢাকে একে কি আপনি দুর্নীতি বলবেন না? সরকারের ক্ষেত্রে যা বলব দুর্নীতি করুক আর যাই করুক আমাকে তৈরি করার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সে ক্ষেত্রে যদি দুর্নীতিও হয় জনগন বেশীরভাগ ক্ষেত্রেই নির্বিকার থাকে তাই আমারও নির্বিকার থাকাই শ্রেয়।

কবিঃ মানবজাতির কাছে আপনার কোনো চাওয়া বা আকাঙ্খা আছে কি?

রাস্তাঃ না, আমার কিছুই চাওয়ার নেই, আমরা তো আর মানুষ না, যে আমাদের আশা আকাঙ্খা থাকবে আমরা রাস্তা, আর রাস্তাদের কোনো আকাঙ্খা থাকতে নেই।

কবিঃ ধন্যবাদ। যেহেতু আমি মানুষ আমার আকাঙ্খা থাকতেই পারে। তাই আশা করি ভালো থাকবেন।

রাস্তাঃ আপনিও ভালো খাকুন। ভালো থাকুক সমগ্র মানবজাতি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



গরমের সময় পরিস্কার পানি খাবেন, ঠিক সময়ে ঘুমাবেন, তা'হলে রাস্তাঘাট, খালবিল তাদের স্বাভাবিক অবস্হানে থাকতে পারবে।

২| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৭

অরুনি মায়া অনু বলেছেন: ভালই লেগেছে সাক্ষাতকার। লেখাটি ২বার এসেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.