নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানাটা আদো সম্ভব হয়ে উঠে নি। জানার ইচ্ছাও নেই। আমি যা সেটা নিজেরই। তবে অন্যকে জানায় মজা আছে।

নুর রাজু

আমি এই শহরের অন্ধকার বাড়ির জীবিত প্রানী।

নুর রাজু › বিস্তারিত পোস্টঃ

চন্দ্র বিলাস

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৩


চন্দ্র বিলাস-১
আগরবাতি আর ধুপের ধোঁয়ায় ছেয়ে আছে পৃথিবী
ধোঁয়ায় আচ্ছন্ন আর গুমট বাধা সন্ধ্যায় আমি দাঁড়িয়ে আছি
নিকটবর্তী একটা আকাশের চাঁদের দিকে তাকিয়ে
মেঘের ভীড় থেকে আমি টেনে নামাচ্ছি চাঁদটাকে
কাঁদছে পৃথিবী, কাঁদছে সময়, কাঁদছে সবাই
আমি হাসছি আর হাসছে মেঘের ভীড় ঠেলতে থাকা চাঁদ
আমরা উভয়ই অভিমানী আমরা উভয়ই বিদ্রোহী...

চন্দ্র বিলাস-২
এই পৃথিবীর এক ব্যাস্ততম নগরীতে আমার বিচরন
পথ চলতে চলতে আমি দেখি ঝলসে যাওয়া একটা চাঁদ
মেঘ আর শহরের দালানগুলোর পেছনেই সে লুকিয়ে থাকে
আমার চাঁদও লুকিয়ে আছে মেঘের আড়ালে
মাঝে মাঝে সে পায় জলীয় মেঘের শীতল ছোয়া...
সেই শীতল ছোয়ার অপেক্ষায় আমার সহস্র সময়

চন্দ্র বিলাস-৩
রাত বাড়তে থাকলে চাঁদটা আমাকে টানতে থাকে
শহরের ভীড়কে পেছনে ফেলে আমিও ছুটতে থাকি
অদ্ভুত এই টানাটানিতে আমরা কেউ কারো কাছে যাই না
কিছুটা দুরত্ব বজায় রেখে আমরা পান করি একে অপরকে

চন্দ্র বিলাস-৪
এই শহরে একমাত্র আমার বাড়িতে কোনো আলো নেই। ছাদে দাঁড়িয়ে আমি দেখি পাশের বাড়িগুলার আলো। তবুও আমি এই শহরের সবচেয়ে সুখি প্রানী। কারন আমার অন্ধকার ছাদ থেকেই সুখী চাঁদটাকে সবচেয়ে সুন্দর দেখা যায়। শুরু হয় ভালোবাসার টানাটানি........

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:২২

অরুনি মায়া অনু বলেছেন: গভীর রাতে এমন লেখা পড়লে মনটা কোথায় যেন হারিয়ে যায়।
সুন্দর ভাবনা।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:০০

নুর রাজু বলেছেন: হারিয়ে যেতে দিন আর সম্ভব হলে নিজেও হারিয়ে যান মনের পিছু নিয়ে। সপ্নভঙ্গ আনন্দময় হোক এই কামনা রইল।

২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার চন্দ্র বিলাস পড়ে
ভাল লাগল।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:০১

নুর রাজু বলেছেন: ধন্যবাদ । পাঠের জন্য কৃতজ্ঞতা।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ২:২২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাই।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৭

নুর রাজু বলেছেন: ধন্যবাদ ভাই কষ্ট করে পাঠের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.