নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানাটা আদো সম্ভব হয়ে উঠে নি। জানার ইচ্ছাও নেই। আমি যা সেটা নিজেরই। তবে অন্যকে জানায় মজা আছে।

নুর রাজু

আমি এই শহরের অন্ধকার বাড়ির জীবিত প্রানী।

নুর রাজু › বিস্তারিত পোস্টঃ

মেঘলা প্রেম

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৮


প্রেমিকার বিদায়কাল
শহরের বৃষ্টি যখন সুখময় হয়ে উঠে
ডাবল ডেকার বাস হয়ে উঠে দানব
কালো চাকায় পিশে যায় একটা হৃদয়
আর কালো ধোয়া ঝড়ের ন্যায় তেড়ে আসে
রক্তাক্ত করে আমার চোখ কালো করে ঠোট
আরো একটি হাহাকার গোলাপী সন্ধ্যা আজ
কেউ দিচ্ছে চিৎকার এই ভয়াবহ উদ্যানে
আর ধীরে ধীরে নিভে যাচ্ছে শিখা চিরন্তন...

আমি তোমার কষ্ট ধুঁইয়ে দেবো
প্রিয় ঝকঝকে নীল আকাশ
আমার খুব খারাপ লাগে
যখন তুমি মেঘলা হও
আমার খুব খারাপ লাগে
যখন তুমি শুকনো পাতা উড়াও
আমি তাকিয়ে থাকতে পারি না
আমার চোখ পুড়ে যায়
আর পাতলা টিস্যুর মত
পূড়তে থাকে আমার হৃদয়

প্রিয় ঝকঝকে নীল আকাশ
আমার নিজের কোনো সুর্য নেই
তাহলে শুষে নিতাম সব
সাগর, মহাসাগর, নদী সব
ভেসে যেতে দিতাম না কোনো দুর্গাকে
তারপরও কি তুমি মেঘলা হতে?
আর সেই বৃষ্টিতে কি ভেসে যেতাম আমি?

আমি আজ অন্য পথে বাসায় এসেছি
আমি আজ অন্য পথে বাসায় এসেছি
সোডিয়ামের আলো থেকে শরীর বাঁচিয়ে
আর গুমোট বাধা এক গলির ভেতর দিয়ে
আমি একটা অসহ্যকর বাসায় এসেছি
আমাকে ঘিরে রয়েছে অনেকগুলো মিথ্যা

আমি আজ অন্য পথে বাসায় এসেছি
যেই পথে কোনো সিগারেটের অবশিষ্টাংশ পরে নেই
যে পথে আকাশ নেই
যে পথে কোনো আগুন নেই
তবু আমি পুড়তে পুড়তে এসেছি

আমি আজ অন্য পথে বাসায় এসেছি
আমি অশ্রুহীন কেঁদেছি
আগুনগুলো আমার অশ্রুকণা পুড়িয়ে দিয়েছে
বাষ্পীয় সেই জল এখনো উড়ছে
কখনো তোমাকে ছুঁয়ে দিবে বলে...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৭

স্বপ্ন কুহক বলেছেন: ভাল লাগলো

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩১

নুর রাজু বলেছেন: পাঠ করার জন্য কৃতজ্ঞতা

২| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: তিনটে কবিতা আলাদা আলাদা করে দিলে মনে হয় ভাল হতো।

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৩

নুর রাজু বলেছেন: পরেরবার লক্ষ্য রাখবো। ধন্যবাদ

৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৫

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি!:)

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৪

নুর রাজু বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য। শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.