নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভোটরঙ্গ (কবিতা)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৭



ভোটরঙ্গ (কবিতা)

নূর মোহাম্মদ নূরু



বলছে কেউ যেমন করেই ভোটে জেতা চাই,

ভুলে গেছে তারা বুঝি আগের দিন আর নাই।

জেতাটা কী এতই সোজা ভোটা-ভুটির খেলায়,

পিছন কথা স্মরণ করো যা খুয়েছো হেলায়।



মানুষ এখন সবই বোঝে কে আসল কে নকল,

সুজন সে যে পাশে থাকে সয়ে সকল ধকল

লম্বা কথা বলে ভোটে জেতা যাবেনা,

মিষ্টি কথা জনগণ আর কানে নিবেনা।



যদি থাকে জন-সেবার কিছু তোমার ঝোলায়,

তরে যেতে পারো তবে ভোটের রঙ্গ মেলায়।

তা না হলে বড় কথা মুখেই থেকে যাবে,

ভোটের হাটে দাম না পেয়ে জামানত খোয়াবে।



বড়াই করা ভালো নয় শোন পূণ্যবান,

ভালো করো তবেই তোমায় চাইবে জনগণ।

এক মাঘে শীত যাবেনা মনে রেখ সদা,

নীতিকথা শুনে তুমি রাগ করোনা দাদা।




প্রকাশকালঃ

ঢাকাঃ ৪ এপ্রিল ২০১৫ইং

সূত্রঃ যেকোন প্রকারে জিততে হবে!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ নুরু ভাই।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ প্রামানিক ভাই
ভালো লাগার জন্য।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯

অর্বাচীন পথিক বলেছেন: সাম্প্রতিক ভুট মামলা :P

ভাল লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপু
পুনরায় আপনার দেখা পেয়ে প্রীত হলাম।
শুভেচ্ছা জানবেন।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫১

এম এ কাশেম বলেছেন: বড়াই করা ভালো নয় শোন পূণ্যবান,
ভালো করো তবেই তোমায় চাইবে জনগণ।
এক মাঘে শীত যাবেনা মনে রেখ সদা,
নীতিকথা শুনে তুমি রাগ করোনা দাদা।

ভোটের আগে সব শুনবে
ভোটের পরে শুনাবেন।

ছড়া চমৎকার।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কাশেম ভাই
মন্তব্য করার জন্য।
ভালো লাগলো।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১

সুখেন্দু বিশ্বাস বলেছেন: // মানুষ এখন সবই বোঝে কে আসল কে নকল,
সুজন সে যে পাশে থাকে সয়ে সকল ধকল //

একেবারেই উচিত কথা। দশ কথার এক কথা।

চমৎকার ভোটরঙ্গ

শুভেচ্ছা রইলো নুরু দা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.