নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

উট পাখির মতো আচরণে সমস্যাকে পাশ কাটিয়ে অন্যায় দর্শনে নীরব থেকে নন্দলাল হয়ে বেঁচে থাকুন আজীবন

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩


নন্দলালতো একদা একটা করিলো ভিষণ পণ,
যা করে হোক দেশের তরে রাখিবে সে জীবন।

অথবা
করিতে পারিনা কাজ, সদা ভয় সদা লাজ
সন্ধেহে সংকল্প টলে, পাছে লোকে কিছু বলে।

যে জেলে উত্তাল সাগরে ঢেউয়ের সাথে যুদ্ধ করে মাছ শিকার করে সেও শিকারী আবার যে শিকারী হেমন্তের পড়ন্ত বিকেলে সান্ত পুকুরে ছিপ দিয়ে মাছ শিকার করে তিনিও শিকারী। দু'জন মাছ শিকারী হলেও তাদের মাঝে যে কত যোজন ব্যবধান তা অতি সহজেই অনুমেয়। দুজনের সাহস ও মনো্বলে আকাশ পাতাল পার্থক্য। আমাদের সমাজে এমন ধারার অনেক মানুষ আছেন যার নিজেকে বড় একটা কিছু মনে করলেও যখন সমস্যা দেখা দেয় তখন পাশ কাটিয়ে নিজের গা বাচিয়ে চলতো পছন্দ করেন। তারা ঝড়ো হাওয়ায় নদীতে নৌকার পাল তুলতে সাহস করেন না। তারা সর্বদা সান্ত ও নীরব নদীর মাঝি সাজতে পছন্দ করেন। চলার পথে অন্যায় বা অসংগতি দেখলে তা এড়িয়ে চলতে চান। অথচ মুখে বড় বড় বুলি কপচান। এইটা করা উচিত এমন করা ঠিক হয়নি, এমন করলে ভালো হতো এই সব নীতি কথা তার অন্তরেই থেকে যায়। প্রকাশ করার সাহস করেন না।

কারণ প্রকাশ হলে যদি "পাছে লোকে কিছু বলে" তাই তারা সর্বদা সেই দলে থাকে যে দল ভারী দেখেন। সমাজের এই নন্দলালরা মানুষের যেমন কোন উপকারে আসেনা তেমনি অপকার করার ক্ষমতাও রাখেনা। মাকাল ফলের মতো এরা ক্ষনিক সময়ের জন্য শুধু সমাজের শোভা বর্ধনের যোগানদাতা। জবা ফুলের মতো, দেখতে সুন্দর হলেও গন্ধ নাই বলে সামাদর করেনা কেউ। নীরব কবি ও নীরব প্রেমের কোন মূল্য এই ধরাধামে নাই। কবি যদি তার কাব্যকে খাতায় লিপিবদ্ধ না করেন, আর প্রেমিক যদি তার মনের কথা তার প্রেমিকাকে না বলেন তা হলে হিসেবের খাতা শূণ্যই রয়ে যাবে। সকল আশা সূদুরে বিলীন হবে। তবে কিছু কিছু সময়ে এই সকল নন্দলালরা ভিষণ বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তাদের চিন্তা, চেতনা প্রকাশের ও প্রতিবাদের সাহস নাই বলেই কিছু ন্যায় অন্যায় পার্থক্য করার চেয়ে দলভারীদের অন্ধ সমর্থনে আগ্রহী হয়ে ওঠে। আর এই দলভারীদের কারণে কিছু নীতিবান ও প্রতিবাদী মানুষ কোন ঠাসা হয়ে পড়ে। আর এমন দেখতে দেখতে মানুষ একসময় নিজেকে গুটিয়ে নেয় যার কারণে অন্যায়ের প্রতিবাদ কিংবা অসংগতি ও ভুলে ভরা সমাজের শুদ্ধিলাভ হয়না।

প্রতিবাদি মানুষগুলো অশুভ ও নির্বোধ মানুষের পেশি শক্তির কাছে মার খেয়ে নিজেকে উট পাখির পর্যায়ে নিয়ে যায়। সে তখন প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলে, বিপদের গন্ধ পেলে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলতে বাধ্য হয়। এটা কী কোন সভ্য সমাজে এবং সভ্য মানুষের কাম্য হতে পারে? আমরা চাই বা না চাই, পছন্দ করি আর নাই করি সমাজে বোধ শক্তি বিবর্জিত এই মানুষগুলো সমস্যা কিংবা অন্যায় দেখলে কোন প্রতিবাদ করা থেকে বিরত থাকে, নিজেকে আড়াল করে। প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে সমাজের জঞ্জাল হয়ে ঘরের কোনেই নিজেকে আড়াল করতে পছন্দ করে। তাই নির্ঝাঞ্ছাট জীবন যাপন করতে উটপাখির মতো সব কিছু পাশ কাটিয়ে এবং সমস্যা থেকে অন্ততঃ একশত হাত দূরে থাকুন আর আজীবন বেঁচে থাকুন নন্দলাল হয়ে। আর তখন সকলে বলিবে ভ্যালারে নন্দ বেঁচে থাক চির কাল।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ নুরু ভাই।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই
সমাজে এইসকল উট পাখিদের দেখে
মনে হচ্ছে আগামী সময়টা হয়তো
নষ্টদের দখলে চলে যাবে।
পরিত্রানের উপায় কি নাই।

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

বিদগ্ধ বলেছেন:


//সমাজের এই নন্দলালরা মানুষের যেমন কোন উপকারে আসেনা তেমনি অপকার করার ক্ষমতাও রাখেনা। মাকাল ফলের মতো এরা ক্ষনিক সময়ের জন্য শুধু সমাজের শোভা বর্ধনের যোগানদাতা। জবা ফুলের মতো, দেখতে সুন্দর হলেও গন্ধ নাই বলে সামাদর করেনা কেউ।// খাঁটি কথা!

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ সহমত প্রকাশের জন্য।
নন্দলাল আর শান্ত জলে মাঝ শিকারীরা
আর যাই হোক সমাজে পরিবর্তন আনতে
পারেনা। মাকল ফল গোত্রের এই মানসিকতা
আমাদেরকে অধপতনের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

সজিব হাওলাদার বলেছেন: খুব ভাল লেখা,ভাল লাগল।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ সজিব হাওলাদার
লেখাটি ভালো লাগার জন্য।
সাথে থাকবেন প্রত্যাশা রইলো।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

ঢাকাবাসী বলেছেন: জান বাঁচান ফরজ বলে একটা কথা আছে না!

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: হুম !!
তবে কেউ কেই জানের মায়া করেনা
এমন প্রমান আমাদের আছে অনেক।
ধন্যবাদ আপনাকে ঢাকাবাসী।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


এখনতো সবাই সেলফি অথবা মোবাইলে ভিডিও করা নিয়েই ব্যাস্ত থাকে। বাইরে প্রতিবাদ করতে না পারলেও অন-লাইনে ওঠে প্রতিবাদের তুমুল ঝড়।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: হ্যাঁ আর কিছু করতে পারি বা না পারি
নন্দলালদের মতো নিরাপদে থেকে
তীব্র নিন্দা জ্ঞাপনে পিছপা হইনা।
ভ্যালারে নন্দ বেঁচে থাক চিরকাল।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

মুনির সজি বলেছেন: সময়ের উপযোগী একটা লেখা লিখেছেন। আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। জানিনা আমরা কখন এ নন্দলালদের খপ্পর থেকে বের হব?

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চেষ্টা থাকলে কোন কিছুই অসম্ভব নয়
হিমালয়ও পদানত হয়অ
তবে চেষ্টা অবশ্যক!
আমরা কি এই বলয়
থেকে বের হতে
চেষ্টা্ করি?

৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

ফেরদৌসা রুহী বলেছেন: কথা তো ঠিক।

আমাদের দেশে এখন লিখলে সমস্যা, কথা বল্লে সমস্যা। তাই সবাই এখন নিজেকে নিয়েই ব্যস্ত থাকে।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

কাবিল বলেছেন: খুহ ভাল লাগলো।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ কাবল ভাই
ভালো লাগার জন্য।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

ডার্ক ম্যান বলেছেন: নুরু ভাই খুবই প্রাসঙ্গিক একটা লিখা। তবে সবকিছু ঠিক হয়ে যাবে।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আশায় বাধিনু ঘর !!
আমারও বিশ্বাস সব ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বর্তমান সময়ে নন্দলালের সংখ্যাই বেশি ।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: গাড়ির চাকা অনাবরত ঘরছে,
আজ যে উপরে কাল তাকে নিচে
পড়তেই হয়। নন্দলালরা একসময়
হ্রাস পাবেই। সেই দিনের অপক্ষোয়।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

নীলসাধু বলেছেন: হুম। প্রাসঙ্গিক কথা বলেছেন।
মুল্যবান।
আমরা দিন দিন স্বার্থপর আত্মকেন্দ্রিক জাতিতে পরিনত হচ্ছি।

ভালো থাকুন। শুভকামনা রইল।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীল'দা
আমরা বাঙ্গালী জাতি। আমরা সব সময় নিজেদের বলি পৃথিবীর সেরা জাতি এবং গর্ব করি নিজেদের নিয়ে। আমরা ‘৫২, ‘৬৯, ‘৭১ নিয়ে অহংকার করি। আমরা বলি আমাদের দেশ পৃথিবীর সেরা দেশ। কিন্তু আমাদের দেশ কি সত্যই পৃথিবীর সেরা দেশ ? আমারা কি সত্যই সেরা জাতি?
আমরা বাঙ্গালী জাতি। আমরা রুমে বসে পত্রিকা পড়ে কথার ফুলঝুরি ফুটাতে পারি, কিন্তু রাস্তায় নামতে পারি না। আমরা চায়ের দোকানে বসে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারি, কিন্তু সমস্যা সমাধান নিয়ে চিন্তা করতে পারি না। আমাদের নিয়ে রবিন্দ্রনাথ ঠাকুরে উক্তি ই ঠিক “ আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি, তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি, তাহা পালন করি না; ভুরিপরিমান বাক্যরচনা করতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা আহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি,যোগ্যতা লাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি; পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের উদ্দেশ্য।“

১২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০১

সুলতানা রহমান বলেছেন: নন্দলাল হয়ে উঠতে হবে দেখছি। :P

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: হয়েইতো আছি!
নতুন করে আর কি হবো ?

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন: লেখাটা অনেক ভাল।

পাছে লোকে কিছু বলে - এই চিন্তা আমার কখনো ছিলও না, হবেও না ইনশাল্লাহ।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ রক্তিম দিগন্ত
প্রত্যাশা করি কখনো সেই দল
ভারী করবেন না। শুভকামনা রইলো।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: আমরা আজ নন্দলালের দলেই দলে দলে যোগ দিয়েছি :-P ।। একেবারে প্রাসঙ্গিক।। ধন্যবাদ।।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সচেতনহ্যাপী
আপনার মূল্যবান মূল্যায়নের জন্য।
এখনই রুধিতে হবে নন্দলালদের।

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এখন তো নন্দলাল যুগ চলতেছে..... দ্য এইজ অভ্ নন্দলালস :P

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: রূপকথার নন্দলালদের প্রত্যাগমণ আর্শিবাদ নয় অভিশাপ!!
এদের রুখতেই হবে উত্তরণের জন্য, কিন্তু কে বাধিবে ঘণ্টা !!
ধন্যবাদ মাইনুল ভাই সাথে থাকার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.