নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ব্লগিয়ানা (কবিতা)

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২


ব্লগিয়ানা (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

ব্লগেতে ব্লগারদের আজব আচরণ
পড়ার চেয়ে লেখে বেশী কমে গেছে মান।
তথ্যবহুল অনেক লেখা ব্লগেতে আসে
সে সব ছেড়ে পাঠককুল রঙ্গরসে ভাসে।

লিঙ্গ দেখে মন্তব্য এটা নতুন নয়
পরিচিতের লেখাতেও মন্তব্য ঝড় বয়।
ভালো কিংবা মন্দ হোক বিবেচ্য নয় কিছু,
তোষামদের ফুলঝুড়ি চলে পিছু পিছু।

ভালো মন্দ বিবেচ্যনয় মুখটা হলে চেনা
তোষামদ করতে গিয়ে মুখে তোলো ফেনা।
তোষামদ করে যারা পেতে তাদের মন
লাভের বেলা অষ্টরম্ভা কমে লেখার মান।

এর থেকে উত্তরণে বোদ্ধা পাঠক চাই
সাদাকে বলতে সাদা যাদের ভয় নাই।
কালোকে কালো বলো সকল দ্বিধা ভুলে
তানা হলে শিক্ষা দিক্ষা সবই যাবে জলে।

লিখতে হলে পড়তে হবে গুণী জনে বলে
পড়ার আগে লেখার কথা ভেবোনাকো ভুলে।
আমি বাপু লিখতে যাইনা নতুন কোন কথা
গুণী জনের মাঝে থাকি নিয়ে তাদের গাথা।

তোমরা যারা ব্লগেতে গরম করো মাঠ
নুতনদের লেখা দেখে মেরো নাকো কাট।
ভালো মন্দ দু’এক কথা বলো অকপটে
বিদ্যা তোমার জাহির করো যদি থাকে ঘটে।

খোলা মনে বলি কথা কেউ করোনা রাগ,
থাকবো আমি সবার সাথে না করিলে ত্যাগ।
লিঙ্গ দেখে মন্তব্য নয় তোষামদি ছাড়ি
সবাই সবার বন্ধু হও নইলে দেবো আড়ি।

প্রকাশকালঃ
ঢাকাঃ সোমবারঃ ৩০ মার্চ ২০১৫ ইং

মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ঠিকানাটা দিয়েন ভাইয়া
কাল যাব আপনার বাড়ি
শুধু-শুধু দেব কেন
আপনার সাথে আড়ি ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সহজ কথা কইতে আমায় কহ যে,
সহজ কথা যায় না বলা সহজে।
___রবীন্দ্রনাথ ঠাকুর

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সবার সাথে বন্ধুত্ব, শত্রু কেহ নাই,
কথাটা কোথায় যেন, শুনেছি ভাই!

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেতাবে পড়েছেন হয়তো বাস্তবে যে নাই,
বন্ধু নামের শব্দটা তাই দেখতে নাহি পাই।
বন্ধুর বাজার আক্রা ভাড়ি খুঁজে পাওয়া দায়,
আমি যদি ডাঙ্গায় খুঁজি সে থাকে না'য়।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

শাহিন-৯৯ বলেছেন: তাইতো বলি আমার লেখায়
কেন বাড়ে না মান
এবার বুঝেছি
লেখি বেশি পড়ি কম
এটাই হল বাম।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পড়ে যারা লেখে তারা কথা অতি খাটি
না পড়িয়া লিখতে গেলে জীবনটাই মাটি।

তাই বলি মন লিখতে হলে পড় আরো বেশী পড়,
তা নাহলে কবি তোমার পা হবে যে নড় বড়।
নড় বড় কাঁচা হাতে যায়না হওয়া ইচ্ছা যাই,
তাইতো আমি কবিতাকে জানিয়েছি গুড বাই।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

সামিয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া। কিছু কিছু সময় সত্য ব্যাপারগুলো। পরিচিত মানুষ দেখলে আড্ডা, মেয়ে ব্লগার হিসেবে কমেন্ট। তবে সব মেয়ের বেলায় নয় কিন্তু।। আমার মতে থাকুক যে যার মতন, যে যেভাবে ভালো থাকে।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও তো তাই বলেছি সবার বেলায় নয়,
তবুও তো এই দৃশ্যের অবতারণা হয়।
সিণ্ডিকেটের যাতা কলে যদি কেউ পরে,
কথার বানে ব্লগেতে ধুকে ধুকে মরে।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন কইরা মনের কথা
কবিতায় যে কয়
ব্লগে তার নামটা যেন
স্মরণীয় হয়ে রয়।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্মরণীয় হতে হলে যে গুণ থাকা চাই
হিসেব কষে দেখেছি তা আমার ঘটে নাই।
কেউ কেউতো বলে বেড়ায় আমি গো মূর্খ্য
যা লিখি তা বস্তা পঁচা কোথায় রাখি দুঃখ।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

সাইন বোর্ড বলেছেন: কথা সত্য ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্য কথা বলতে আমায় কহ'যে,
সত্য কথা যায়না বলা সহজে।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: কবতে খানা যথা তথা
কমেন্টগুলা পড়ে
হাসতে হাসতে ভাইয়া আমি
গেছিই এবার মরে।

শাহীনভাইয়া বেশ বুঝেছেন
কোথায় তাহার গলদ
এরপরেও বুঝবে না যারা
তার বলদি এবং বলদ!

সোহেলভায়া দারুন ভালো
যাবে তোমার বাড়ি
খাবেন দাবেন গানা গাবেন
কাব্ভী নেহি আড়ি!


শাই্য়্যানভায়া বন্ধু সবার
তুমি কিন্তু নও
এসব লিখে কখন আবার
শত্রুই না হও!

ইতি সামিয়া দারুন ভালো
মাইদুলভাই সেরা
এমন করে তোমার গুন আর
গাইবেন আর কারা!

কিন্তু ভায়া হঠাৎ করে
খেপলে কেনো তুমি?
গুনীজনের লেখন নিয়ে
কাটছিলো সামুর ভূমি।

হঠাৎ কেনো লাগলো আঘাত
তোমার সাদা প্রাণে?
কে সেখানে দিলো আঘাত
কেই বা তাহা জানে! :)

সবার পরে একটা কথা
বলি এবার শোনো
পড়ুক বা কেও নাই পড়ুক
তুমি আমাদের প্রিয় জেনো! :)

এমন করে এমনি ভাবে
নিবেদিত প্রাণে
গুনীজনের গুনের কথা
কে গেয়েছে কোন খানে!

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সায়মা আপুর বু্দ্ধি ভারী,
দিতে নারি আড়ি,
শক্ত কথাও মিষ্টি লাগে
তাইতো নিলাম ভাগে।

কথা বলি গুণীজনের
ভালো লাগে যাদের,
কেউ বলে আমি নাকি
করছি ম্লান তাদের।

বোবার কোন শত্রু নাই
সবার নাকি জানা,
চুপ করে থাকলেও কেউ
দিচ্ছে পিছে হানা।

দেখে শুনে ভাবছি এখন
ছাড়বো সামুর ভুমি,
আসতে পারি ফিরে আবার
যদি বলো তুমি।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


আপনি সাধারণ লেখক, যদিও আপনি সামুতে আছেন, আপনার মাঝে ব্লগিং মনোভাব নেই।
আপনি আপনার লেখাকে কপিপেষ্ট করেন; আপনার লেখা রচনা লেখার স্টাইলে লেখা হয়ে থাকে, কে কখন কোন এলিট পরিবারে জন্মেছেন, কখন মৃ্ত্যু হয়েছে এসব তথ্য আছে মাত্র। এজন্য আপনার মনে হয়, ব্লগারেরা আপনার লেখা কম পড়েন। আপনার লেখায় বর্তমানের কইছু থাকে না।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কি কইছি তোমায় আমি সব জানি,
তুমি বেটা মহা বিদ্যান কথা বলো ফানি।
“মাথা মোটা মাথাওয়ালাদের জন্য এক টুকরা নসিহত”
যদি তুমি জানতা গোপাল লোকে কি বলে,
প্রজাপতি ফুল খোঁজে শুয়োর খুশি মলে !!


৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

মানিজার বলেছেন: চাঁদগাজীকে দেওয়া রিপ্লাইটা খারাপ হইছে । আপনার ব্যাপারে হোনেস্ট মন্তব্য আপনে নিতে পারেন নাই । এইটা আপনার খারাপ পয়েন্ট । আগে নিজেরে শুদরান । এরপর ব্লগ ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে,
এইটুকুতেই বললেন খারাপ
এর থেকেও কঠিন কথা তাকে
বলা হয়েছে তবে অপ্রসাঙ্গিকভাবে নয়।
তিনি অনেক অপ্রসাঙ্গিক কথা বলেন বলেই
এমন রুঢ় মন্তব্য। শুধু আমি একা নয় আমার
দলে অনেকেই আছেন, উপরের লিংক দেখলে
কিছুটা আঁচ করতে পারবেন।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

শায়মা বলেছেন: আহা ভাইয়া এইটুকুতেই
দেবে নাকি আড়ি?
মনের দুস্কে ছাড়বে তুমি
মোদের সামুর বাড়ি!

আগে লাগুক পিছে লাগুক
কুছ পরোয়া নাহি
লাগা যাদের কম্মো তাদের
কাজ নাই তো খাহি।

এই যে দেখো চাঁদভাইয়া
কম লেগেছে লোকে
সামনে পিছে আশে পাশে
কত বাহাস যোগে!

ভাইয়া আমার লোহার মত
নট নড়নং চড়ং
শত্তুরে দল হটে গেছে
ব্যার্থ সকল ভড়ং।

ভাইয়াটাকে বাদ দিয়েও
আমার দিকে দেখো
আমার থেকে ক্যারাটে আর
জ্যুডো এবার শেখো।

কত মশা এলো গেলো
কত মরলো মাছি
আমি কিন্তু সেই বাগানেই
আজও বসে আছি।

এই ক্যারাটের শক্তি ভায়া
নহে হাতে পায়ে
তোমার মেধা তোমার শ্রমটা
লাগাও এবার গায়ে।

তোমার যাহা ভালো লাগে
তুমি করবে তাহা
দোষ যদি না হয় তাহাতে
না দেয় কেহ বাহা!

তোমার মত লিখবে তুমি
নিজের মনে বসে
তা না করে আহা উহু
গাইছো কেনো রোষে!:(

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শায়মা আপু ভয় পেয়োনা
ছাড়বো নাকো সামু
যতই আসুক ঝড় তুফান
সাথে তোমায় পামু।

হাটতে গেলে ধুলো কাদা
লাগতে পারে অঙ্গে,
সাবান,সোডা তাইতো
আমি রাখি কিছু সঙ্গে।

ঝেটাইয়া ঝাড়বো ধুলা,
যদি লেগে যায়,
যেমন কুকুর মুগুর কিন্তু
তেমনি করে পায়।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



আপনি ব্লগারদের বিভিন্ন অপবাধ দেন, কিন্তু নিজের লেখা নিজে পড়ে দেখেন না, হয়তো! আপনার নিজের লেখায়, আপনার কোন অবজারবেশন , এনালাইসিস, মতামত থাকে না; অথচ, আপনি ব্লগারদের বিনোদন, রম্য পড়ে, মেয়েদের লেখা পড়ে, ইতয়াদি দোষ দিয়ে চলেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অপবাদ আর অবজারভেশন আলাদা অর্থ বহন করে,
আমি আমার অবজারভেশন ব্যক্ত করি। কেউ তাকে
গ্রহণ করে, কেউ তার মতামত প্রকাশ করে। একমাত্র
আপনি সব সময় উল্টা চলেন। নেগেটিভ ভাবে নিয়ে
নিম্ন শ্রেণির মন্তব্য করেন। আপনার মাঝে শালীনতা
বোধের অভাব দেখি বিধায় আপনাকে আমার লেখায়
মন্তব্য না করার পরামর্শ দিয়ে থাকি। কারণ আপনার
মন্তব্যে শিখার কিছু থাকনা। শুধু আমি নয় অনেকেই
আপনাকে পছন্দ করেনা তা আপনি বুঝতে পারেণ না
বলে দু'একটি লিংক আমি আপনার অবগতির জন্য
দিয়ে থাকি, কিন্তু আপনাকে বুঝাবে কে?

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কবিতার মাধ্যমে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন নূরু ভাই.........শুভেচ্ছা

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই তা বুঝতে চায়না,
কেউ কেউ অযথা তর্ক করে
সুন্দর পরিবেশটা তিক্ততায়
ভরিয়ে তোলে। নিজেকে মাস্টার
আর অন্যদের ছাত্র মনে করে।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "একমাত্র
আপনি সব সময় উল্টা চলেন। নেগেটিভ ভাবে নিয়ে
নিম্ন শ্রেণির মন্তব্য করেন। আপনার মাঝে শালীনতা
বোধের অভাব দেখি বিধায় আপনাকে আমার লেখায়
মন্তব্য না করার পরামর্শ দিয়ে থাকি। "

-আমি একা আপনার কি ক্ষতি করতে পারবো, যদি ১০ হাজার ব্লগার আপনাকে পছন্দ করেন?
আপনি সাংবাদিক মানুষ, পাবলিক ডোমেইন'এ রিডার্স অধিকার বুঝেন না; সামু পাবলিক ডোমেইন, এখানে আপনি কাউকে পড়লে, লিখতে মানা করার অধিকার রাখেন না; এই সামান্য ব্যাপার না বুঝে, আপনি কি মাহমুদুর রহমানের মতো সাংবাদিক হয়েছেন?

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি অযথা বিতর্ক এড়িয়ে যেতে চাই,
আপনার মাস্টরি আমার পছন্দ নয়।
আপনি অপ্রসাঙ্গিক ভাবে প্রশ্ন করে
উত্তর চাইবেন, উপদেশ কপচাবেন
তা কারো অপছন্দ হতেই পারে। আমার
পছন্দ নয়। তাই সরাসরি বলি, পিছনে
বলার অভ্যাস নাই। আপনি জানেন কিঃ
সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে
চেনা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে
অন্যদেরকে উপদেশ দেয়া।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে
চেনা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে
অন্যদেরকে উপদেশ দেয়া। "

-উপদেশ আপনি দিয়েছেন, আপনার লেখায় মন্তব্য না করতে; আমি আপনার সঠিক সমালোচনা করেছি, কোন উপদেশ দিইনি; আপনি কোন সালে "ফুলেল শুভেচ্ছা" লিখেছেন, কপিপেষ্ট করে, সেটা মাওয়া ঘাটের ডালের মতো চলছে!

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফুলেল শুভেচ্ছার মাহত্য কি?
আগেও একবার বলেছিলেন,
আপনি কি ফুলের শুভেচ্ছা আর ফুলেল
শুভেচ্ছার মাঝে খাবি খাচ্ছেন ?
বুঝতে সমস্যা হলে বুঝিয়ে দিবো।
সবাই সব কিছু জানবে তা বিশ্বাস
করার যৌক্তিকতা নাই।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


" বুঝতে সমস্যা হলে বুঝিয়ে দিবো।
সবাই সব কিছু জানবে তা বিশ্বাস
করার যৌক্তিকতা নাই। "

-ভালো; বুঝিয়ে লিখুন, সবাই পড়বে।

ব্লগারদের দোষ দেয়া ঠিক নয়, মানুষের স্বাধীনতা আছে; তাঁরা যদি মেয়ে ব্লগারের লেখা বেশী পড়ে পড়ুক, রম্য পড়তে চায় পড়ুক; চাইলে আপনিও মেয়েদের নিক নিয়ে ব্লগিং করতে পারেন; একটা ইয়ো ই্য়ো প্রোপিক দেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইতো আজ লিখলাম
কিন্তু সেখানেও আপনার ত্যারামি।
আমার অবজারভেশন আমি লিখেছি।
অকপটে লিখেছি, আপনার একটা সিন্ডিকেট
আছে তা ও বলেছি। সমস্যা !!

বিঃ দ্রঃ আপনি কি ফুলের শুভেচ্ছার দলে, নাকি ফুলেল শুভেচছার দলে? আপনার অভিমত পেলেই পরিস্কার করে লিখবো।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলছেন(আমাকে লক্ষ্য করে), "অকপটে লিখেছি, আপনার একটা সিন্ডিকেট আছে তা ও বলেছি। "

-তা'হলে, ব্লগে আমার একটা সিন্ডিকেট আছে?
আমার কোন সিন্ডিকেট নেই!

ব্লগারেরা আপনাাকে বুঝুক।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার স্বাধীন মত ব্যক্ত করেছি।
আপনি আপনারটা, কোনটা সত্যি
আপনি জানেন, আমারটা অনুমান।
ব্লগাররা আমকে যেমন বুঝে তেমনি
আপনাকেও বোঝে।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। সহমত এবং প্লাস।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সহমত প্রকাশ করার জন্য ধন্যবাদ
যে সমমত প্রকাশ করেনা তাকে একটু বেশী ধন্যবাদ।
তার প্যাচাল দারুন উপভোগ্য, আপনিও মজা পাবেন।
সাথে থাকুন, দেখুন হোতা হ্যায় কেয়া !!

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "সাথে থাকুন, দেখুন হোতা হ্যায় কেয়া !! "

-আপনি কি ধরণের ব্লগিং করেন, আপনি হিন্দি ও উর্দু'কে আমাদের ভাষা হেকে বেশী মুল্য দিচ্ছেন!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একেই বলে অল্প বিদ্যা ভয়ংকরী!!
সমগ্র লেখার কোথাও কোন হিন্দি কিংবা উর্দু শব্দ নাই
অথচ বলে দিলেন আমি সেই ভাষাকে প্রধান্য দিচ্ছি!!
তবে ইংরেজী বললেল এই কথা বলতে সাহস করতেন না।
Pondit ar Kake bole!!'

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার সাথে অনেকাংশেই একমত।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট,
সহমত প্রকাশের জন্য।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১

ওমেরা বলেছেন: ভালই বলেছেন ধন্যবাদ ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ওমেরা,
যা সত্যি তাই তুলে ধরেছি।
সত্য বলা ও সত্য গ্রহণ করতে
সবাই পারেনা। আমি চেষ্টা করি।

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯

মানিজার বলেছেন: ব্লগারদের দোষ দেয়া ঠিক নয়, মানুষের স্বাধীনতা আছে; তাঁরা যদি মেয়ে ব্লগারের লেখা বেশী পড়ে পড়ুক, রম্য পড়তে চায় পড়ুক; চাইলে আপনিও মেয়েদের নিক নিয়ে ব্লগিং করতে পারেন; একটা ইয়ো ই্য়ো প্রোপিক দেন

চাঁদগাজী ভাই রকজজ ! B-)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগারদের যেমন স্বাধীনতা আছে নিজস্ব মতামত প্রকাশ করার
তেমনি লেখকেরও স্বাধীনতা আছে সত্য বলার। যারা তোয়াজ
করে আমি তাদের ঘৃনা করি।

ব্লগারদের দোষ দেয়া ঠিক নয়, মানুষের স্বাধীনতা আছে; তাঁরা যদি মেয়ে ব্লগারের লেখা বেশী পড়ে পড়ুক, রম্য পড়তে চায় পড়ুক; চাইলে আপনিও মেয়েদের নিক নিয়ে ব্লগিং করতে পারেন; একটা ইয়ো ই্য়ো প্রোপিক দেন

ব্লগাররা যদি উপরের নির্দেশনা মেনে চলে তা হলে আমি বলতে বাধা কোথায়?
সত্য মেনে নিতে ভয় কেন এতো? পাছে লোকে কিছু বলের ভাবনা আমার নাই,

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খোদা নারী বানাননি বলে দুঃখ করবেন না।
বিপরীত লিঙ্গের প্রতি দুর্বার আকর্ষণ তো থাকবেই; জানেন না যেখানে ফুল থাকে সেখানে অলিও থাকে?
ব্যস্ততা আর যান্ত্রিকতার এ যুগে লোকজন জটিলতা পছন্দ করে না, বেশি পড়তেও চায় না শুধু বিনোদন খোঁজে! কিচ্ছু করার নেই!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিপরীত লিঙ্গের প্রতি দুর্বার আকর্ষণ তো থাকবেই; জানেন না যেখানে ফুল থাকে সেখানে অলিও থাকে?
আমিতো তাই প্রকাশ করেছি আমার লেখায়। এই চির সত্য কথাটা মেনে নিতে এত লুকোচুরি কেন? সদাকে সাদা
আর কালোকে কালো বলাতো দোষের নয়। আমিতো একটু বিনোদিত করার জন্যই এই লেখা দিয়েছিলাম।
ধন্যবাদ তূর্য্য আপনার মন্তব্যের জন্য।

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ হাফসা আপু,
রম্য কবিতা ভালো লাগার জন্য।
তবে কতক আছে তাদের কাছে
কোন কিছুই ভাল্লাগেনা।
সাইকো যারা।

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:




আমি মনে করি লেখা ভাল এবং অন্যের লেখায় মূল্যায়ণসূচক মন্তব্য করে অনেকে এখন হিট হয়েছেন । আমি তেমন সিন্ডিকেট দেখি না । কিছু কিছু আড্ডা পোস্ট তো থাকবেই। নাহয় ব্লগ রসহীন থেকে যাবে । সব ধরণের লেখাই থাকা উচিত এবং সবাই নিজের মত ব্লগিং করে যাওয়ার অধিকার রাখে। এখানে অনেক অপরিরিচিত মানুষ লেখার মাধ্যমে নিজেদের মধ্যে সখ্যতা গড়ে তুলেছে, আর এটা হয়েই যায় । প্রিজনদের লেখায় মন্তব্য করাতো দোষের কিছু নয় । পাশাপাশি নতুন ব্লগারদেরও দেখি অনেকে উৎসাহ দিচ্ছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কথাকথিকেথিকথন
আপনার চমৎকার মন্তব্যের জন্য।
আমার লেখাটি সামুর সমসাময়িক
ব্লগারদের মন্ত্যবের ধরণের প্রেক্ষিতে
আমার পর্যালোচনা। আমি যা দেখেছি
তার ভিত্তিতেই আমার লেখা। তা হলে
সত্য মানতে বাধা কোথায়? আমি কি বলেছি
বিপরীত লিংগের প্রতি আকর্ষণ থাকা অন্যায়?
এটা থাকবেই আর সে জন্য কবি তার কবিতায়
নারী বন্দনা করবেই। সুতারং সত্য বলা ও সত্য মানা
দৃঢ় চিত্তের পরিচায়ক, সবাই তা পারেনা।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩২

জাহিদ অনিক বলেছেন:




বোদ্ধা পাঠক চাই; ঠিক বলেছেন কবি।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ অনিক
সহমত ব্যক্ত
করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.