নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

নিম্নোক্ত কবিতার দুইটি প্যারার ব্যাখ্যা চাই (১৮+)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

নিম্নোক্ত কবিতার দুইটি প্যারার ব্যাখ্যা চাই

আজ তিনদিন থেকে অবিরাম, ক্ষান্তি নেই তার।
নিষেধ পতাকা লাল, পতাকায় শরীরী স্পন্দন
তবুও তবুও জাগে, জাগে ইচ্ছা সেখানে যাবার।

আমার কি সাধ্য আছে ভুলে থাকি রক্তের ক্ষুধাও
এভাবে রাতের ঘরে তুমি এসে দাড়াও যখন।
শরীরে বস্ত্র ছেড়ে, চুলে ঝড়, যখন উধাও
লজ্জার সকল শীল , হয়ে পড়ি বিপন্ন তখন।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেও দেখি দিচ্ছে না ব্যাখ্যা। আমিও জানতে আগ্রহী। স্বতু সাঁই পারবে মনে হয়।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আশা করছি সেই সকল বিজ্ঞ, অভিজ্ঞ,
সকল কাজের কাজীদের জন্য।
চান্দের গাড়ীতে চড়ে অবশ্যই
পদধুলী দেবেন এখানে
যদি ঘটে কিছু থাকে।

ধন্যবাদ আপনাকে
বিশেষ কারো জন্য
অপেক্ষার জন্য।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

তার ছিড়া আমি বলেছেন: আমার মনে হয় কু-রুচি হতে পারে। তবে আমিও জানতে চাই, স্বতু সাঁইদের অপেক্ষায়...

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
To be or not to be !!
not to be accepted.
React by your definite
comments

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখানে কি ধাঁধাঁর আসর জমছে ???

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধাঁধাঁ নয়
উল্লেখিত কবিতার
ব্যাখ্যা লিখতে বলা হয়েছে।
একজন পণ্ডিত আছেন যিনি সর্বদা
প্রশ্ণ করে থাকেন, আজ তার মাস্টারির
পরীক্ষা হবে।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো আধুনিক কবিতা। চটি তো বলাই যাবে না, অশ্লীল বললে আপনি ব্যাকডেটেড...

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ জনাব
যদি কেউ এটাকে অশ্লীল বলে,
সংখ্যায় বেশী হলেও তার সামুর সনদ
বাতিল করা হবে।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

তার ছিড়া আমি বলেছেন: কবিতার ব্যাখ্যা আমার মত অধমের পক্ষে দেয়া সম্ভব না। এত এত উঁচু মানের কবিতার মর্মার্থ শুধু শ্রেণী বিশেষই জানে। আপনার মত আমিও তাদের ব্যাখ্যার অপেক্ষায় রইলাম।


উল্টা পাল্টা ব্যাখ্যা করলে, পাছে জানা আপুর নজরে পড়ে যেতে পারি। তখন ব্যান্ড হওয়ার হাত থেকে আমাকে বাঁচাতে পারবেন না।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ তার ছিড়া ভাই
ব্লগে অনেক নামী-দামী
হেভী ওয়েট জ্ঞানী-গুণী
ব্লগার আছে। তাদের কাছ
থেকে জ্ঞানগর্ভ মন্তব্য আশা করছিলাম
কিন্তু যথার্থ রেসপন্স পেলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.